হরিরামপুরে দুই বছরেও শেষ হয়নি দুই রাস্তার কাজ, জনভোগান্তি চরমে

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের কান্ঠাপাড়া বাজার থেকে যাত্রাপুর হাই স্কুল সড়কের কাজ শুরুর দুই বছর পার হলেও শেষ হয়নি। রাস্তার কাজে ব্যবহৃত বালু ফেলে রাখায় চলাচলে ভোগান্তিতে রয়েছে এলাকার জনসাধারণ এবং স্কুলগামী শিক্ষার্থীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপীনাথপুর মধ্য পাড়া থেকে ভাটিপাড়া বাজার রোড (১৬৩৫ মিটার) এবং কান্ঠাপাড়া বাজার থেকে যাত্রাপুর হাই স্কুল রোড (১২৩০ মিটার) দুটি সড়ক প্যাকেজে ২ কোটি ৩৪ লাখ টাকার কাজ পায় এএমকে ইঞ্জিনারিং অ্যান্ড ডিজাইন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের ১১ মে কাজ শুরু হয়ে ২০২১ সালের ১৪ জুনের মধ্যে কাজ শেষ করা কথা থাকলেও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে প্রকল্প পরিচালক ২০২২ সালের ২২ জুন পর্যন্ত কাজের সময়সীমা বৃদ্ধি করেন। তবে সময় বৃদ্ধি করেও দুটি সড়কের কাজ শেষ করতে পারেননি ঠিকাদার।
সরেজমিন দেখা যায়, গোপীনাথপুর মধ্যপাড়া থেকে ভাটিপাড়া সড়কে খোয়া ফেলার কাজ শেষ হলেও পুরো সড়ক কাজ শেষ হয়নি। এদিকে কান্ঠাপাড়া বাজার থেকে যাত্রাপুর সড়কে শুধু বালু ফেলা হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন। কয়েক শতাধিক পরিবার নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা-নেয়া করতে পারছে না। বৃষ্টির পানিতে বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন খানের বাড়ির সামনে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত।
যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও কান্ঠাপাড়া বাজারে সঞ্জয় ফার্মেসির মালিক সঞ্চয় শীল বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস, চালের বস্তাসহ প্রয়োজনীয় মালামাল এ সড়ক দিয়ে নিতে অনেক সমস্যা হয়। বালু ফেলে রাখায় রিকসা ও অটোর চাকা আটকে যায়। সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানাই।
বয়ড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া বলেন, সড়কের কাজ শেষ করতে বায়েজিদ মিয়া নামে ঠিকাদারের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করছি।
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুর রহমান ফরিদ বলেন, কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারের সাথে কথা বলেছি।
ঠিকাদার মো. বায়েজিদ বলেন, ৪০ লাখ টাকার বিল পাওয়ার কথা থাকলেও সেখান থেকে মাত্র ১২ লাখ টাকা পেয়েছি। কাজটা আগের নেয়া, ইটসহ সকল মালামালের মূল্য অনেক বেড়েছে। আশা করেছিলাম ৪০ লাখ টাকা পেলে প্যাকেজের দুটি কাজ দ্রুত শেষ করতে পারব। তবে যাত্রাপুর হাই স্কুল সড়কে খোয়া ফেলার কাজ কয়েক দিনের মধ্যে শুরু করব। বাকি কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ করব।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ইটের দাম বৃদ্ধি, মালামামের দাম বৃদ্ধিজনিত কারণে কাজটিতে বিলম্ব হচ্ছে। একসাথে দুটি রাস্তার প্যাকেজের কাজ চলছে। গোপীনাথপুরের কাজ শেষ পর্যায়ে। যাত্রাপুরের রাস্তার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারের সাথে কথা বলেছি।
এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied