সংবাদ প্রকাশের পর তাড়াশে সুতি জাল উচ্ছেদ
সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অবৈধ সুতি জাল উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ ও তার অধিনস্থ সকল স্টাফ এবং স্থানীয় ইউপি ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হিরন। উপজেলার তালম ইউনিয়নের কলামুলা ভাদাই ব্রিজ থেকে তালম নাগোড়পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীতে যেসব অবৈধ সুতি জাল ছিল তার মধ্যে কলাকুপা বাজারসংলগ্ন মকলেছুর রহমানের সুতি জালের বাঁধ ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পানিতে বিষাক্ত জীবাণু থাকায় অভিযান পরিচালনাকারী সদস্যরা পানিতে বেশিক্ষণ থাকতে পারেননি। তবে অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল আবারো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
গত ৫ জুলাই সোমাবার সকালে সরেজমিন গিয়ে দেখা এবং এলাকাবাসীর অভিযোগে ওই এলাকার মানুষের দুর্ভোগের কথা বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মৎস্য অদিদফতরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি দেখা গেছে। কলামুলা ভাদাই ব্রিজ থেকে শুরু করে তালম নাগোড়পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীর মাঝে মাঝে ১১টি সুুতি জালের বাধ উচ্ছেদ করলেই এলাকার মানুষ তাদের সমস্যাগুলো সমাধান হবে বলে আশাবাদী।
কলাকুপা গ্রামের বাসিন্দা আবু সাইদ সরকার বলেন, এই সুতি জাল উচ্ছেদ করায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। তবে আরো কিছুদিন আগে যদি উচ্ছেদ হতো তাহলে আমাদের ক্ষতিটা হতো না। একই গ্রামের আলহাজ মো. মোফাজ্জল হোসেন জানান, এই সুতি জাল থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পানি নামতে না পারায় এলাকায় অনেক সমস্যা দেখা দিয়েছে। আজকে মৎস্য অফিসার এসে আমাদের ক্ষতির হাত থেকে রক্ষা করলেন। এজন্য আমি আনন্দিত।
নামো সিলেট গ্রামের বাসিন্দা সাইদুর রহমান বলেন, আমরা যে কষ্টে ছিলাম আজকে এই অভিযান দেখে আমাদের কষ্ট লাঘব হয়েছে। এই অভিযানে জড়িত সকলের প্রতি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে সুতি জাল উচ্ছেদ করায় মৎস্য অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
উপজেলা মৎস্য অফিসার মশগুল আজাদ বলেন, সুতি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। সুতি জাল উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। সবগুলো সুতি জাল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল