ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সাটুরিয়ায় ২২ মণের কালো মানিকের দাম ৭ লাখ : লকডাউনে দুশ্চিন্তায় খামারি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৭-২০২১ বিকাল ৬:৬
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে হাট-বাজার বন্ধ থাকায় মানিকগঞ্জের সাটুরিয়ায় ২২ মণের কালো মানিক নিয়ে দুচিন্তায় পড়েছেন খামারি নুরল হক। বিক্রি করতে দাম চাচ্ছেন ৭ লাখ টাকা। এদিকে, কালো মানিককে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকেই।
 
সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের কুষ্টিয়া এলাকার মৃত কুজরত আলীর ছেলে নুর মোহাম্মদ তিন বছর ধরে অনেক কষ্ট করে তার সমস্ত জমানো টাকা খরচ করে পালন করছেন আদরের কালো মানিক নামক ষা‍ঁড়টিকে। ষাঁড়টি দেখতে কালো বলে মালিক আদর করে এটির নাম দিয়েছেন কালো মানিক। ষাঁড়ের মালিক নূর মোহাম্মদ বর্তমানে ষাঁড়টির বিক্রয় মূল্য হিসেবে ৭ ল‍াখ টাকা চাচ্ছেন। তবে বাজার বুঝে কম-বেশি দামে বিক্রি করবেন বলে তিনি দৈনিক সকালের সময়কে জানিয়েছেন।
 
এ ব্যাপারে ষাঁড়টির মালিক নুর মোহাম্মদের সাথে কথা বললে তিনি জানান, নিজের পরিবারের অন্য সদস্যদের মতোই তার প্রিয় ষাঁড় কালো মানিককে তিনি অতিযত্নে লালন-পালন করেছেন। নিজে কষ্ট করেছেন তবুও তিনি  তার আদরের ষাঁড়টিকে কোনো কষ্টে থাকতে দেননি। গরমের সময় তার মাথার উপরে সব সময় বৈদ্যুতিক পাখা লাগিয়ে রাখেন। যখন বিদ্যুৎ চলে যায় তখন হাতপাখা দিয়ে বাতাস করেন। মশার হাত থেকে রক্ষা করতে মশারি টাঙিয়ে অতিযত্নে রাখেন তার আদরের ষাঁড়টিকে। নিজের পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে না পারলেও ষাঁড়টির জন্য তিনি নিয়মিত ভালো ভালো খাবারের ব্যবস্থা করে রাখেন। স্বাভাবিক খাবারের পাশাপাশি তিনি তার ষাঁড়টিকে নিয়মিত মালটা, কলা, আখের গুড় ও আপেলসহ বিভিন্ন দামি ফল খাওয়ানোর চেষ্টা করেন। এসব খাবার সংগ্রহ করতে তার প্রতিদিন ৬০০ টাকা থেকে ৭০০ টাকা খরচ হয়। এভাবে তিন বছর ধরে ষাঁড়টির পেছনে তার নিজের জমানো সমস্ত অর্থ ব্যয় করেছেন। এছাড়াও এলাকা থেকে ধার করা অর্থ দিয়ে ষাঁড়টিকে লালন-পালন করছেন বলে তিনি জানান। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের জন্য তার আদরের ষাঁড়টিকে বিক্রি করা নিয়ে খুব হতাশায় ভুগছেন তিনি। বর্তমানে তার প্রিয় ষাঁড় কালো মানিকের দাম চাচ্ছেন ৭ লাখ টাকা। তবে বাজার অনুযায়ী কম-বেশি দামে ষাঁড়টিকে তিনি বিক্রি করবেন বলে জানিয়েছেন।
 
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনির হোসেন বলেন, সাটুরিয়াতে প্রতি বছরই অসংখ্য খামারি বিশাল দেহের গরু পালন করেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব ষাঁড় হাট-বাজার ও সাটুরিয়া উপজেলাসহ সারাদেশে আলোরণ সৃষ্ট করে। কিন্তু এ বছর করোনা সংক্রমণের জন্য ষোষিত লকডাউনে হাট-বাজার বন্ধ থাকায় সাটুরিয়ার খামারি নুর মোহাম্মদ হতাশায় পড়েছেন। তবে ২২ মণের কাছাকাছি খামারি নুর মোহাম্মদের কালো মানিক নামক ষাঁড়টির ব্যাপারে নিয়মিতই খোঁজখবর নিচ্ছি। আশা করছি তিনি ভালো দামে তার ষাড়ঁটিকে বিক্রি করতে পারবেন। তাই সৌখিন ক্রেতাদের এ ষাঁড়টিকে উপযুক্ত দাম দিয়ে কিনে খামারিকে উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি। উপযুক্ত দামে ষাঁড়টি বিক্রি করতে পারলে ভবিষ্যতে তাকে দেখে অন্য খামারিরা উৎসাহিত হবেন বলে জানান তিনি।

এমএসএম / জামান

কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজ কে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা

মামলা তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই আতাউল মাহমুদ

সিংগাইরে উত্তর বকচরে ডা: জামাল সুপার মার্কেটের যাত্রা শুরু

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ, উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন

শেকৃবিতে আরও ৯ শিক্ষকের একাডেমিক দায়িত্ব সাময়িক স্থগিত

চিলমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

রায়গঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

মানিকগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়ালের মাটি ধসে শ্রমিকের মৃত্যু

রৌমারীতে বিদ্যালয়ে শিক্ষার্থী নেই, তবুও সরকারি বই বিতরণ