ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা তালায় দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ৩:৫৮
সাতক্ষীরার  তালা উপজেলার খলিষখালী ইউনিয়নর দলুয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা  আবির হোসেন রনির বিরুদ্ধ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির  কর্মচারী নিয়োগের নামে  প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযাগ উঠেছে। পরীক্ষায় উত্তীর্ণ দুই চাকরিপ্রত্যাশীর চুক্তি অনুযায়ী কয়েক লাখ টাকা বাকি থাকায় নিয়োগ পরীক্ষার ১৮ দিন পরও তাদের দেয়া  হয়নি নিয়োগপত্র।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নিয়োগ পরীক্ষায় জটিলতা থাকায় এই মুহূর্তে তাদের নিয়োগপত্র দেয়া যাচ্ছে না।
 
তালা উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান বলেছেন, তিনি নিয়োগ বোর্ডের সদস্য। তবে  তিনি নিয়োগ পরীক্ষার দিন বোর্ডে উপস্থিত ছিলেন না।
 
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল দৈনিক যুগের বার্তা ও ঢাকা টাইমস পত্রিকায় দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, আয়া, অফিস সহায়ক শূন্যপদে নিয়াগ বিজ্ঞপ্তি দেয়  বিদ্যালয় কর্তপক্ষ। এরপর ২০ আগস্ট আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। তিনটি শূন্যপদের বিপরীত মোট ১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।  ২৭ আগস্ট সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ডিজি প্রতিনিধি তালা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান হাসানের উপস্থিতিতে সাজানো এ নিয়াগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে নিয়াগ পরীক্ষা সম্পন্ন হলেও উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীদর লিখিত কোনো নিয়োগপত্র দেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কারা আবদন করেছিলেন তাদের নাম-ঠিকানাও দিতে অস্বীকৃতি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
 
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, দল ক্ষমতায় আসার পর এলাকার সরকারি জায়গা দখল কর দোকান নির্মাণসহ মসজিদের নামে সরকারি টাকা আত্মসাৎসহ নানা অভিযাগ রয়েছে রনির  বিরুদ্ধ। বর্তমান সে এলাকায় প্রভাব খাটিয়ে কৈখালী এলাকায় একটি জেলা পরিষদর সরকারি পুকুর দখল কর অন্যদর ইজারা দিয়েছে। রনির এসব কর্মকাণ্ড নিয়ে একাধিকবার প্রসাশনের কাছে অভিযাগ করলেও অদৃশ্য কারণে  তার প্রতিকার মেলনি বলে অভিযোগ করেন তারা।
 
স্থানীয়  আওয়ামী লীগ নেতা আজিজ, সুলতান সরদার, খলিলসহ অনকে জানান, ৫-৭ বছর আগ কৈখালী এলাকার হাটল ব্যবসায়ী তারক মণ্ডলের কাছ থেকে ছেলেকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার নামে ৫ োখ টাকা হাতিয়ে নেয় রনি।  এরপর চাকরি দিতে না পারায় স্থানীয়দের মধ্যস্থতায় তিন লাখ টাকা ফেরত  দেয় সে।  পরবর্তীতে  দুই লাখ টাকা চাইতে গেলে প্রতিনিয়ন হুমকির শিকার হতে হয় ওই ব্যবসায়ীকে।
 
স্থানীয়  আওয়ামী লীগ নেতা  সুলতান সরদার জানান, আবির হোসেন রনি দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগর জন্য কৃষ্ণনগর এলাকার হারান সরকারের কাছ থেকে দুই কিস্তিতে ৮ লাখ ও ৫ লাখসহ মাট ১৩ লাখ টাকা নিয়েছে। মাদরা এলাকার আওয়ামী লীগ কর্মীকে নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য ১৫ লাখ এবং মঙ্গালাদকাটি গ্রামের শাহিনুর রহমানের স্ত্রীর কাছ থেকে আয়া পদ নিয়োগের  নামে  ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। বর্তমানে সে বিভিন্ন  দপ্তরে সরকারি কর্মকর্তাদর ম্যানেজ করে নিয়োগ বাণিজ্যের বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। 
 
এ বিষয়ে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল  জানান, গত ২৭ আগস্ট সকালে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যলয়ে বিদ্যালয়েরর তিনটি শূন্যপদে নিয়োগ সম্পন্ন হয়। তবে বিভিন্ন জটিলতার কারণে নির্বাচিতদের  নিয়োগপত্র প্রদান ও তাদের যোগদান করানো সম্ভব হয়নি বলে অপকটে স্বীকার করনে। 
 
বিদ্যালয়র পরিচলনা কমিটির নামে হাইকোর্টে মামলাসহ নিয়োগ বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করলে তিনি কৌশলে এড়িয়ে  যান।
 
বিষয়টি নিয়ে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবির হোসেন রনির সাথে  মুঠোফোনে কথা বললে তিনি বলেন,  আমি বিদ্যালয়ে নিয়োগটি দিয়েছি সত্য। তবে বড় ধরনের কোনো আর্থিক লেনদেন হয়নি।
 
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৭ আগস্ট দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়। যদি এ বিষয়ে কেউ  লিখিত অভিযাগ করে তাহল বিষয়টি খতিয়ে দেখা হবে। 

এমএসএম / জামান

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক