রেলওয়ের পাকশী বিভাগে কর্মবিরতি শুরু
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে রেলওয়ের পাকশী বিভাগের ৭৯৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি করে মানববন্ধন, সমাবেশ, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। সরকারি নির্মাণকাজে বাধা, সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস এবং ট্রলিম্যান লিখনকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার দাবিতে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে এক ও কাউসারকে দুই নম্বর আসামি করে ১০-১২ জনের বিরুদ্ধে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী (এইএন-রাজবাড়ী) গৌতম বিশ্বাস সোমবার রাজবাড়ী থানায় মামলা করেছেন (মামলা নং ১, তাং-১২.০৯.২০২২)।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-১ নাজিব কায়সার ও থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা যায়, বিভাগীয় প্রকৌশলী১১ নাজির কায়সার এর অধীনে মুজিব শতবর্ষ উপলক্ষে সম্প্রতি প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দেন। সেই অর্থে পাকশী বিভাগের রাজবাড়ীস্থ সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের তদারকিতে রাজবাড়ী স্টেশনের এক্সেস ফেন্সিংকাজ চলমান থাকে। এরই মধ্যে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী উক্ত চলমান ফেন্সিং কাজ পরিদর্শনের ইচ্ছা পোষণ করেন। এমতাবস্থায় গতকাল (১২ সেপ্টেম্বর) সকালে সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস রেলওয়ে কর্মচারীদের নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখে ব্রিজ নং ৮৩ আর এ ৪ নং লুপ লাইনে ফেন্সিংর ফ্লাগিং কাজ করার জন্য রেললাইন থেকে দূরত্ব পরিমাপ করতে থাকেন।
এমন সময় রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশের নেতৃত্বে কাউসারসহ ১০-১২ জন এসে গৌতম বিশ্বাস ও ট্রলিম্যান লিখনকে লাঞ্ছিত করে। এবিষয়টি তাৎক্ষনিকভাবে পাকশী বিভাগের সকল পর্যায়ে জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিক নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে সোমবার রাতেই পাকশী বিভাগের সকল পর্যায়ে আন্দোলনের ডাক দেয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী-১ নাজির কায়সারের অধীনের ৭৯৭ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নেতারা দিনব্যাপী কর্মবিরতি করে পাকশী বিভাগীয় অফিস চত্বর, রাজবাড়ী স্টেশন চত্বর ও মোরাকগঞ্জসহ বিভিন্ন স্থানে মানববন্দন, প্রতিবাদ সমাবেশ, ট্রেন অবরোধ ও বিক্ষোভ মিছিল করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এসব কর্মসূচিতে বক্তব্য দেন- পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম, ঈশ্বরদীর আইডাব্লিউ আবু তৌহিদ সুমন, শ্রমিক লীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাউসার জামান মামুন, আবুল বাশার, ফরিদুজ্জামানসহ অন্যরা।
বক্তারা ঘোষনা দেন, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করার সুষ্ঠু বিচার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।
এমএসএম / জামান
মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল
ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ
নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা
সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন
মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ