যুব উন্নয়ন অধিদপ্তর
আউটসোসিং জনবল নিয়োগে দুর্নীতি তদন্তের দাবি

যুব উন্নয়নের (টেকাব-২য় পর্যায়) প্রকল্পের আউটসোসিং পদ্ধতিতে জনবল নিয়োগে দরপত্রে জাল জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে পচ্ছন্দের ভুয়া কাগজধারী প্রতিষ্ঠান আল মোমিন আউটসোসিং এর অনুকুলে প্রদানকৃত নোয়া, চুক্তি ও কার্যাদেশ এর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের নামে পুনরায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, আল মোমিন আউটসোসিং এর পক্ষে যুব উন্নয়ন এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেট ভুয়া জাল জালিয়াতির মাধ্যমে আউটসোসিং এর জনবল নিয়োগের কার্যাদেশ বা নোয়া পান। এরপর গাল্ফ সিকিউটি সার্ভিস প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব এর কাছে লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ আরো বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের আউটসোসিং পদ্ধতির জনবল নিয়োগের দরপত্রে দরপত্রের মূল্যায়ন কমিটি সিডিউলের শর্তানুযায়ী দরদাতাদের দাখিলকৃত কোন প্রকারের কাগজপত্রাদি যাচাই বাছাই না করে এবং সত্যতার প্রতিপাদন না করে দ্রুত আল মোমিন আউটসোসিং নামক প্রতিষ্ঠান হতে সুবিধা গ্রহণ করে। উক্ত ভুয়া কাগজধারী প্রতিষ্ঠানের অনুকুলে নোয়া ও চুক্তি এবং কার্যাদেশ প্রদান করা হয়।এরপর উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের বেকার চাকুরী প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ সরকারি চাকরির নাম করে হাতিয়ে নিচ্ছে। যা তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে অভিযোগে বলা হয়েছে। আর আল মোমিন আউটসোসিং কোম্পানীর বিরুদ্ধে লিখিত দেওয়ার পরও তাদরে বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।
অপরদিকে উক্ত জালিয়াতির বিষয়ে গাল্ফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগের বিষয়টি প্রত্যাহার করা হয়েছে মর্মে আল মোমিন আউটসোসিং নামক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জালিয়াতির মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। অথচ গালফ সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাহারের আবেদন করেননি।
এ বিষয়ে আল মোমিন আউটসোসিং এর মালিক মোমিন এর সেল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমি ঢাকার বাইরে ছিলাম। এ বিষয়ে আমি কিছুই জানি না।
অপরদিকে গালফ সিউটিরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগে বলেছেন, আউটসোসিং পদ্ধতিতে জনবল নিয়োগ দরপত্র ‘টেকনোলীজ এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলাম ইয়ং পিপলস অব বাংলাদেশ ( টেকনো ২য় পর্যায়) প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম

ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছেন লেলিন মুন্সি

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে
