লাকসামে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠানে চুরির হওয়া অভিযুক্ত মূল হোতা সাদ্দাম গ্রেফতার

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের মালিকাধীন কুমিল্লার লাকসামে মাসুম টেলিকম প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনায় অবশেষে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদ্দামকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ (মঙ্গলবার) রাতে লাকসামের দৌলতগঞ্জ উত্তর বাজারস্থ লাকসাম থানার ৩শ’গজের মধ্যে দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান ‘ভাইয়া গ্রুপ’ এর মালিকাধীন ‘মাসুম টেলিকম’-এ এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র অভিনব কায়দায় জানালার লোহার গ্রীল কেটে ভবনের দ্বিতীয় তলায় মাসুম টেলিকম, তৃতীয় তলায় সাফওয়ান সেন্টার ক্যাশ এবং চতুর্থ তলায় ভাইয়া গ্রুপের কর্পোরেট শাখার বিভিন্ন অফিসের মালামাল তছনছ করে নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে, নগদ ২১ লাখ ২ হাজার ৫২০ টাকা, গ্রামীনফোনের ১০, ১১, ১৯, ২০, ২৪, ২৯ টাকা মূল্যের ১৪ লাখ ১৩ হাজার ৭০৩ টাকার ডাটা ও ভয়েস কার্ড।
এ ঘটনায় গত ৭ এপ্রিল প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মাকছুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ এপ্রিল লাকসাম থানায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। যার নং- ১১/৫০, ধারা ৪৬১/৩৮০, পেনাল কোর্ট।মামলা দায়েরের পর দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে কয়েকজন পরিকল্পনাকারীর নাম উঠে আসে। তাদের মধ্য থেকে আদালতের নির্দেশে মন্টি নামক একজনকে রিমান্ডে নিলে সে ঘটনার মাস্টার মাইন্ডকারী সাদ্দামের নাম প্রকাশকরে।
যার প্রেক্ষীতে পুলিশ সাদ্দামকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। রাজনৈতিক চত্রছায়ায় আশ্বীবাদপুষ্ট সাদ্দাম এইটাই চতুরযে, পুলিশ তাকে বহুবার গ্রেফতার করতে গিয়েও আশানুরূপ সফলতা পাইনি। অবশেষে ১৫ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর থেকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিশেষ মহল থেকে তকবির চলছে বলে বিশেষ সূত্রে জানা যায়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় সাদ্দাম কে গ্রেফতারের আগে আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নিকট থেকে ১৫ হাজার টাকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য যাছাই-বাছাই চলছে।
এদিকে, লাকসাম থানার মাত্র ৩ গজের মধ্যে দুর্ধর্ষ চুরির মূল মাস্টার মাইন্ডকারী গ্রেফতারের খবরে লাকসাম বাজারের সকল ব্যবসায়ীরা স্বস্থি প্রকার করে স্থানী পুলিশ প্রশাসনকর ধন্যবাদ জানিয়েছেন। লাকসাম বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ি জনান, সাদ্দাম গ্রেফতারে আমরা খুশি, পাশাপাশি তিনি তার দৃষ্টান্ত মুলক স্বাস্তিও দাবী করেন এবং এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ধাঘাটন ও অন্যন্য অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। তিনি আরো বলেন, অন্যদের শাস্তি না হলে অন্যান্য ব্যবসায়ীদেরও এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হতে পারে বলে তারা জানান।
লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস বিষয়টি অবগত আছে জানিয়ে বলেন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে চুরি-ডাকাতি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত
