চট্টগ্রামে নৌ পুলিশের নামে মাসে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রামে মৎস্যজীবীদের কাছ থেকে প্রতি মাসে ৬ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় করছেন চট্টগ্রামের আনোয়ারা বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই নাছির উদ্দীন রাসেল। হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে লাখ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপারের কাছে এসআই নাছির উদ্দীন রাসেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মাহফুজ নামে এক ব্যক্তি। ঢাকার নৌ পুলিশ সদর দফতরে গত ১০ সেপ্টেম্বর নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি, যার ডায়েরি নং-২৭৯১৫ তাং ১০/০৯/২২।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে আনোয়ারা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়িতে যোগদানের পর আনোয়ারা উপকূলের মৎস্যজীবিদের ওপর প্রতি মাসে ৩ থেকে ৫ হাজার টাকা চাঁদা ধার্য্য করে দেন এসআই নাছির উদ্দীন রাসেল। উপকূলে প্রায় দুই শতাধিক মাছ ধরার নৌকা বা বোট রয়েছে। সেই হিসেবে মৎস্যজীবিদের কাছ থেকে প্রতিমাসে ৬ লাখ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন । চাঁদা না দিলে কিংবা দেরি হলে নিষিদ্ধ সময়ে সাগর পাড়ে জাল মেরামত করার সময় ধরে নিয়ে আগুনে পুড়েছে এবং তাদের মামলা ও ইয়াবার ভয় দেখান তিনি।
এছাড়া ১৫ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে নিষিদ্ধ সময় মাছ ধরার সুযোগ দেন ওই পুলিশ কর্মকর্তা। ২০২১ সালের ৩ আগস্ট সাগরে বাঁশখালি উপকূলের জেলেদের সাথে আনোয়ারা উপকূলের জেলেদের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাঁশখালি কদম রসুল গ্রামের শামসুল আলমের ছেলে নাছির নিহত হয়। গত ৫ আগস্ট এ ঘটনায় নিহত নাছিরের প্রতিবেশী হারুনুর রশিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ৩০/৪০ জন অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার জিআর নং-৩/২৭১ তাং- ৫/৮/২০২১।’
অভিযোগে বলা হয়, এ মামলার তদন্তভার পায় এসআই নাছির উদ্দীন রাসেল। মামলার তদন্ত করতে গিয়ে কোটি টাকার মিশনে নেমেছেন তিনি। এলাকার আর্থিক স্বচ্ছল ব্যাক্তিদের তার্গেট করে মামলায় অজ্ঞাতনামা আসিমদের মধ্যে নাম লিপি করার ভয় দেখিয়ে দেড়-দুই লক্ষ টাকা করে আদায় করেছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই জন। এছাড়া মামলায় ১১ জনের নাম উল্লেখ থাকলেও পিতার নাম অজ্ঞাত আছে ৪ জন। এদের মধ্যে নামের মিল দেখে নিরীহ লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছেন এসআই নছির।
জানা যায়, মামলার এজাহারে ৭ নং আসামি মো. ইছহাক, পিতা-অজ্ঞাত, সাং- গহিরা। এই নামের মিল দেখে গহিরা এলাকার নুর আলী মাঝির বাড়ির মৃত তোপায়েল আহমেদের ছেলে ৭০ বছরের নিরীহ মো. ইছহাককে আসামি করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করা হয়েছে। আরও টাকা দাবী করলে তিনি অপারগ হয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন।
স্থানীয়রা বলছেন, নুর আলী মাঝির বাড়ির মৃত তোপায়েল আহমেদের ছেলে মো. ইছহাক সাগরে যায়না, আনোয়ারায় তার কোন (কারবার) বা মাছ ধরার কাজ নেই, তাকে হয়রানি করা অন্যায়।
তারা বলেন, ঘটনা হয়েছে মাঝি-মাল্লাদের সাথে কিন্তু আসামি করা হয়েছে নৌকা বা বোটের মালিকদের, এটি তদন্ত করা প্রয়োজন।
জানতে চাইলে এসআই নাছির উদ্দীন রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে অভিযোগ করায় তিনি বদলি হয়ে গেছেন। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন তিনি।
এমএসএম / জামান
হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী
মনপুরা উপজেলার গাছ গুলো যেন প্রচার খুটি নেই প্রশাসনের তদারকি
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকদের বিক্ষোভ
গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল বারাদী ইউনিয়ন চ্যাম্পিয়ন
যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিংগাইরে ৩৯২ শতাংস জমির দখল বুঝে পেল প্রকৃত মালিকগণ
মাধবপুরে শেষ বিদায়ের অপেক্ষায় লাশবাহী গাড়িতে আফরোজ
চিলমারীতে ভেড়া পালনে বদলে যাচ্ছে চরবাসীর জীবিকা