তানোরে আওয়ামী লীগ বিরোধী প্রচারণায় তৃণমুল বিক্ষুব্ধ
রাজশাহীর তানোরে ক্ষমতসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে গায়েবী খবর প্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, জামায়াত ও বিএনপি তাদের এজেন্ডা বাস্তবায়নে অভিনব কৌশল গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামি জেলা পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে, তাদের আদর্শে বিশ্বাসী এক শ্রেণীর গণমাধ্যম কর্মীদের দিয়ে আওয়ামী লীগের দলীয়কোন্দলের গায়েবী খবর প্রচার করছে।
অনুসন্ধানে জানা গেছে, এসব খবরে বলা হয়েছে তানোরে সম্মেলন পরবর্তী নেতৃত্ব দুর্বল ও নব রত্নদের ব্যপক আভির্বাবে নিজেদের মধ্যে চরম মনোদ্বন্দ্ব শুরু হয়েছে। অথচ সম্মেলন পূর্ববর্তী প্রায় ১০ বছরে আওয়ামী লীগের তেমন কোনো সাংগঠনিক কর্মসুচি পালন করা হয়নি। কিন্ত্ত সম্মেলন পরবর্তী নেতৃত্ব ঐক্যবদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে নিয়মিত জাতীয় ও দলীয় কর্মসুচি পালন করছেন, আবার এসব কর্মসুচিতে নেতাকর্মীদের স্বত্বঃস্ফুর্ত অংশগ্রহণ রয়েছে।
অন্যদিকে বলা হয়েছে, নিয়োগ বানিজ্য ও বীর মুক্তিযোদ্ধার বেদখল মাটি ক্রয় থেকে শুরু করে নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন মৌসুমী নেতারা। তবে কোথায় কাকে নিয়োগ দিয়ে কে কতো টাকার বাণিজ্য করলো তার কোনো তথ্য-উপাত্ত নাই। আর একজন ব্যক্তির জমি ক্রয়-বিক্রয়ের সঙ্গে দলে মনোমানিল্যর কি সম্পর্ক। তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ব্যতিত এখন কি কেউ কারো জমি কিনতে পারেন, সেই সুযোগ কি আছে ?
এছাড়াও বলা হয়েছে, দুইজন অতিথিকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া, থেকে শুরু করে অর্থবানিজ্যের কারনে বিব্রত তৃনমুল । এখন প্রশ্ন হলো সামনে জেলা পরিষদ ও সাধারণ নির্বাচন। এমপির আহবানে সাড়া দিয়ে এখন সবাই ঐক্যবদ্ধ। তাহলে দলে মনোমানিল্য আছে না অতিথির তকমা দিয়ে মনোমানিল্য সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে ? এছাড়া জাতীয় রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী যাদের প্রতি আস্থা-বিশ্বাস রেখে স্বাচ্ছন্দবোধ করেন তিনি তাদের নেতৃত্ব এনে রাজনীতি করেন, একইভাবে স্থানীয় রাজনীতিতে স্থানীয় সাংসদগণ যাদের প্রতি আস্থা-বিশ্বাস রেখে স্বাচ্ছন্দবোধ করেন, তিনিও তাদের নেতৃত্বে এনে রাজনীতি করেন, এখানে অতিথির প্রশ্ন আসছে কেন ? আসলে অতিথির তকমা দিয়ে দলে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল।
বলা হয়েছে, নতুন নেতৃত্ব নিয়েও রয়েছে ক্ষোভ। কারন হিসেবে বলা হয়েছে রাব্বানীর বিকল্প কলমা ইউপি নির্বাচনে জামানত হারানো মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও মামুনের বিকল্প হিসেবে কয়েকবার পৌর নির্বাচনে পরাজিত আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সম্পাদকের দায়িত্ব দেওয়া। কিন্ত্ত নেতৃত্ব এসেছে আদর্শিকতা ও নীতি-নৈতিকতা বিশ্লেষণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিত্বে। আর এসব নির্বাচনে স্বপন ও প্রদিপের পরাজয়ের মুল কারণ ছিলো রাব্বানী ও মামুন। তারা সভাপতি-সম্পাদকের পদে থেকেও নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দিয়ে তাদের পক্ষে ভোট করেছেন। আবার বলা হয়েছে, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার অনুপ্রবেশকারী। কিন্ত্ত শপথ গ্রহণের পরপরই আনুষ্ঠানিকভাবে
আওয়ামী লীগে যোগদান করে বাক্কার সাংগঠনিক কাজে মনোনিবেশ করেন। অথচ এতোদিন পর সাধারণ নির্বাচনের আগে অনুপ্রবেশের জিকির তুলে তাকে দল থেকে সরানোর পাঁয়তারা এটা কিসের লক্ষন। এছাড়াও বলা হয়েছে কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ে রামিল হাসান সুইটকে সভাপতি করায় শিক্ষরা ক্ষুব্ধ। কিন্ত্ত স্কুলের শিক্ষকগণ বলেন, তারাই সুইটের নাম প্রস্তাব করেছেনআগামি জেলা পরিষদ ও সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে এভাবে দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর হেতু কি ?
জানা গেছে, তানোরের শান্তিপ্রিয় ও সহাবস্থানের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই উত্তাপ ছড়িয়েছে জনমনে দেখা গেছে, মিশ্রপ্রতিক্রিয়া। স্থানীয় রাজনৈতিক অঙ্গনের একটি অশুভ চক্র সাংসদের কাছে থেকে অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে। এরা সরাসরি সাংসদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে কৌশলে সাংসদের অনুগত ও বিশস্ত নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার করে মুলত সাংসদকেই বির্তকিত করছে। অশুভ চক্রের উদ্দেশ্যে সাংসদের অনুগত ও বিস্তত্ব কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করে একে একে তাদের সরিয়ে সাংসদকে একা করে তার নাম ভাঙিয়ে বাণিজ্য করা। অশুভ চক্রের প্রথম টার্গেট সাংসদের অনুগত ও বিশস্ত সৈনিক বিশিষ্ট সমাজসেবক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের আইডল আলহাজ্ব আবুল বাসার সুজন। সুজনকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোয় রাজনৈতিক অঙ্গনে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, সামনে সাধারণ নির্বাচন এবং এই নির্বাচন একটা অগ্নি পরীক্ষা। সাংসদ এই নির্বাচনী বৈতরণী পার হতে তার যে রাজনৈতিক কৌশল গ্রহণ করা দরকার সেটা করবেন। আবার দলের ঐক্য ও তার নেতৃত্ব ধরে রেখে দলের বিজয় ঘটাতে যখন যাকে যেখানে রাখা প্রয়োজন মনে হবে তিনি তখন তাকে সেখানে রাখবেন। সাংসদের প্রধান টার্গেট তরুণ ভোটার, সেই লক্ষ্যে তিনি তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজনকে মাঠে নামিয়েছেন। তার উদ্দেশ্যে তরুণ ভোটারদের মাঝে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জন তুলে ধরে নৌকার পক্ষে নিয়ে আশা। আবুল বাসার সুজন মাঠে নেমে মসজিদ-মাদরাসা-মন্দির-গীর্জা, রাস্তা-ঘাট উন্নয়নে আর্থিক অনুদান, যুবকদের মধ্যে খেলা-ধুলার সামগ্রী বিতরণ ও ব্যক্তিগত সাহায্যে-সহযোগীতা যা কিছু করছেন তা সাংসদের পক্ষ থেকে। তিনি কখানো নিজের কথা বলেননি, সব সময় বলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে তার এসব ক্ষুদ্র প্রয়াস।
আসলে তাদের টার্গেট তো সুজন নয় টার্গেট এমপি, তাই সুজনকে জড়িয়ে এমপিকে বির্তকিত করার অপচেষ্টা। সুজন যদি অপরাধী হয় সে দায় সুজনের এখানে এমপিকে জড়ানোর কি আছে। এছাড়াও সুজনের যদি কোনো অনিয়ম-দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা তুলে ধরে প্রচার করা হোক। অন্যদিকে সুজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করায় জনমনে চরম অসন্তোষ সৃস্টি হয়েছে। তৃণমুল মানুষের ভাষ্য, যেভাবে হোক আর যে কারনেই হোক সুজনের মাধ্যমে প্রতিদিন কিছু মানুষতো উপকৃত হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে এসব মিথ্যাচার করা হয়েছে।অন্যদিকে সুজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করায় জনমনে চরম অসন্তোষ সৃস্টি হয়েছে। তৃণমুল মানুষের ভাষ্য, যেভাবে হোক আর যে কারনেই হোক সুজনের মাধ্যমে প্রতিদিন কিছু মানুষতো উপকৃত হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে এসব মিথ্যাচার করা হচ্ছে কার স্বার্থে। আর সুজন তো কখানো তাঁর জন্য ভোট চাইনি তিনি সব সময় বলেছেন উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রতিটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন
মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু
পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা
সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার
মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা
মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ
মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস
কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ
Link Copied