ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শিক্ষক কতৃক কলেজছাত্রীকে যৌন হয়রানি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২১-৯-২০২২ বিকাল ৫:৪৬
মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই ছাত্রী। তবে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় ভয়ে ওই ছাত্রী কলেজে আসা এখন বন্ধ হয়ে গেছে। 
অভিযুক্ত ওই শিক্ষকের নাম আবদুস সামাদ তালুকদার। তিনি ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। তার বিরুদ্ধে এর আগেও পাঁচবার বিভিন্ন কারণে কলেজ থেকে শোকজ করা হয়। সবশেষ এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যদিও ওই শিক্ষকের দাবি, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ সত্য নয়, উদ্দেশ্যেপ্রণোদিত।
সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ ও ভুক্তভোগী ওই কলেজছাত্রী জানায়, হিসাববিজ্ঞান শিক্ষক আবদুস সামাদ কলেজ শেষে ক্যাম্পাসেই ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। গত ২৪ জুলাই ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে শিক্ষক আবদুস সামাদ তাকে নিয়ে ক্যাম্পাসে ২০৪ নম্বর কক্ষে যান। পড়ানো শেষে ওই ছাত্রীকে আটকে রেখে তিনি যৌন হয়রানি করেন। পরে ওই ছাত্রী কৌশলে ওই কক্ষ থেকে পালিয়ে বেগম রোকেয়া ছাত্রীনিবাসে চলে যায়। এরপর ওই ছাত্রী শিক্ষকের বিচার চেয়ে ১ আগস্ট অধ্যক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষাপটে এক মাসেরও বেশি সময় পর গত ৫ সেপ্টেম্বর অভিযুক্ত ওই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাকিয়া সুলতানা। গত ১৪ সেপ্টেম্বর কারণ দর্শানো নোটিশে জবাব দিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক। সেখানে তিনি এই ঘটনা পুরোটাই সাজানো দাবি করেছেন এবং তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে ও উদ্দেশ্যেপ্রণোদিত বলেও দাবি করেছেন।
এদিকে কলেজে বিষয়টি জানাজানি হওয়ার পরেই শিক্ষকের ভয়ে ছাত্রীনিবাস ছেড়ে বাড়ি চলে গেছে ওই ছাত্রী। মুঠোফোনে ওই ছাত্রী সকালের সময়কে বলেন, ‘আমি স্যারকে খুব শ্রদ্ধা করতাম। ওইদিন স্যার আমার সঙ্গে যে আচরণ করেছে তা আমি মানতে পারছি না। তাই কলেজের আর যেন কোন ছাত্রীর এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তাই স্যারের বিরুদ্ধে অভিযোগ দেই। আমি অধ্যক্ষ ম্যাডামের কাছে বিচার চাইছি, দেড়মাসেও কোন সুরহা পাইনি। উল্টো অভিযোগ দেওয়ার পরে স্যার আমার সহপাঠীদের কাছে আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া শুরু করে এবং আমাকে অভিযোগ তুলে নিতে ভয় দেখায়। বিষয়টি আমার পরিবারকে জানালে তারা আমাকে ক্যাম্পাস থেকে বাড়িতে নিয়ে আসছে। আর কলেজে যেতে দিচ্ছে না।’
জানতে চাইলে সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, ক্যাম্পাসে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রী শিক্ষক দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছে। এ বিষয় ওই ছাত্রীই লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়াও ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনা ঘটে যাওয়ার দেড় মাস পড়ে পদক্ষেপ নেওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ আরও বলেন, ওই ছাত্রী তার আবেদনে উল্লেখ করেছিল সে যখন কলেজের ছাত্রনিবাস থেকে চলে যাবেন তখনই যেন তার অভিযোগের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। তাই এ ঘটনার দেড় মাস পড়ে আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি। আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবগত করেছি। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়া মাত্রই ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই ছাত্রীর এখন আর ভয়ের কিছু নেই। সে কলেজে এলে আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করবো।’
অভিযোগের বিষয় জানতে চাইলে আবদুস সামাদ তালুকদার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা পুরোটাই মিথ্যে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ ওই ছাত্রীকে দিয়ে এই কাজটি করাচ্ছে।
এদিকে কলেজে বিষয়টি জানাজানি হওয়ায় অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থীর সহপাঠী বৃষ্টি চৌধুরী বলেন, ‘স্যারদের আমরা বাবার মত সম্মান করি। কিন্তু স্যারদের এ ধরণের আচরণে আমরাও দুশ্চিন্তায় আছি। কলেজ ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় থাকুক সেটা চাওয়া।’

এমএসএম / এমএসএম

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

‎আওয়ামী লীগ মাঠে নেই, সরব বিএনপি–জামায়াত, সক্রিয় এনসিপি ও গণঅধিকার পরিষদ

ডামুড্যা থানা ও ডামুড্যা পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম

কাউনিয়ায় প্রেসক্লাবের মতবিনিময় সভা

খাগড়াছড়িতে কারাগার থেকে আসামী পলায়নঃ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের নতুন জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মিস লুৎফুন নাহার

টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের ব্যতিক্রমী মতবিনিময় সভা

মেহেরপুরে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ যুবকের তিন মাসের কারাদণ্ড