ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় ৬৯ টি শারদীয়া দুরগাপূজা অনুষ্ঠিত হবে


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৪:৩৫

পূজা মানে উৎসব।পূজা মানে আনন্দ। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে হিন্দুধর্মালম্বীদের শারদীয়া দূর্গা উৎসব উদ্যাপনের জন্য ঘরে ঘরে প্রস্ততি চলছে। শেষ মূহূর্তের এই প্রস্ততিতে উপকূলীয় শ্যামনগর উপজেলা পিছিয়ে নেই।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা সুত্রে প্রকাশ উপজেলায় এবার ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা উৎসবের প্রস্ততি চলছে। গতবারের চেয়ে এবার পূজা বেশী হচ্ছে। গতবার ছিল ৬৪টি পূজা মন্ডপ। উপজেলায় এবার সবচেয়ে বেশী সংখ্যাক পূজা মন্ডপ তৈরী হচ্ছে আটুলিয়া ইউনিয়নে। এখানে ১১টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী সংখ্যা হল শ্যামনগর ১০ টি ,মুন্সিগঞ্জ ১০টি, বুড়িগোয়ালিনী ৯টি, রমজাননগর ৭টি, কৈখালী ৫টি, ঈশ^রীপুর ৪টি, ভূরুলিয়া ৩টি, কামিমাড়ী ৩টি,নূরনগর ৩টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ২টি।

ইউনিয়ন অনুযায়ী পূজা মন্ডপের নাম হল ভূরলিয়া ইউপিতে ডিকেবি সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, হাটছোলা পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ। কাশিমাড়ী ইউপিতে শংকরকাটি পূজা মন্ডপ, খুঁটিকাটা পূজা মন্ডপ, গোবিন্দপুর মন্ডল ভবন পূজা মন্ডপ। শ্যামনগর ইউপিতে চিংড়াখালী পূজা মন্ডপ, নকিপুর পূজা মন্ডপ, নকিপুর ব্রাক্ষ্মণপাড়া পূজা মন্ডপ, উত্তরচন্ডিপুর পূজা মন্ডপ, মধ্য চন্ডিপুর পূজা মন্ডপ, ফুলবাড়ী পূজা মন্ডপ, নকিপুর জমিদারবাড়ী পূজা মন্ডপ, গোপালপুর পূজা মন্ডপ, নকিপুর শিব বাবুর বাড়ীপূজা মন্ডপ । নুরনগর ইউপিতে নুরনগর কায়েতবাড়ী পূজা মন্ডপ, নুরনগর বাজার পূজা মন্ডপ, দুরমুজখালী পূজা মন্ডপ । কৈাখালী ইউপিতে কৈখালী পূজা মন্ডপ, শৈলখালী পূজা মন্ডপ , মধ্যপরাণপুর পূজা মন্ডপ, পূর্ব পরাণপুর পূজা মন্ডপ, নিদয়া পূজা মন্ডপ। রমজাননগর ইউপিতে সোনাখালী হাইস্কুল পূজা মন্ডপ , সোনাখালী ঠাকুরবাড়ী পূজা মন্ডপ, ভেটখালী মানিকখালী পূজা মন্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া পূজা মন্ডপ, ভেটখালী পূর্বপাড়া পূজা মন্ডপ, কালিঞ্জী পূজা মন্ডপ, নতুন ঘেরী পূজা মন্ডপ। মুন্সিগঞ্জ ইউপিতে জেলেখালী পূজা মন্ডপ, হরিনগর বাজার পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ উত্তর কদমতলা পূজা মন্ডপ, হরিনাম সেবাশ্রম উত্তর কদমতলা পূজা মন্ডপ, যতীন্দ্রনগর পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ ধানখালী পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ মধ্য কুলতলী পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ সরদারবাড়ী পূজা মন্ডপ, জেলেখালী রানীর গ্যারেজ পূজা মন্ডপ, পশ্চিম জেলেখালী বলাই কবিরাজের বাড়ী পূজা মন্ডপ। ঈশরীপুর ইউপিতে ধূমঘাট শীলতলা পূজা মন্ডপ, ধূমঘাট হাসারচক পূজা মন্ডপ, ধূমঘাট চরারচক পূজা মন্ডপ, ধূমঘাট শীলতলা দক্ষিণপাড়া পূজা মন্ডপ। বুড়িগোয়ালিনী ইউপিতে বুড়িগোয়ালিনী তালবাড়ীয়া মাঝিপাড়া পূজা মন্ডপ, আবাদচন্ডিপুর পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া মিস্ত্রী বাড়ী পূজা মন্ডপ, দূর্গাবাটি সাইক্লোন শেল্টার পূজা মন্ডপ, পূর্ব দূর্গাবাটি পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুল পূজা মন্ডপ, পশ্চিম পোড়াকাটলা পূজা মন্ডপ, কলবাড়ী মিস্ত্রীবাড়ী পূজা মন্ডপ । আটুলিয়া ইউপিতে নওয়াবেঁকী বড়কুপট পূজা মন্ডপ, বয়ারসিংহ পশ্চিমপাড়া পূজা মন্ডপ , বীরসিংহ পূজা মন্ডপ , পশ্চিম আটুলিয়া আদু মন্ডল পূজা মন্ডপ , দক্ষিণ আটুলিয়া পূজা মন্ডপ, বড়কুপট দয়াল চাঁদ সেবাশ্রম সংঘ পূজা মন্ডপ, বয়ারসিংহ পূবপাড়া পূজা মন্ডপ, চুনার ব্রীজ পশ্চিম আটুলিয়া পূজা মন্ডপ, দক্ষিণ বড় কুপট বৈদ্য বাড়ী পূজা মন্ডপ, বড়কুপট ক্লাব সংলগ্ন পূজা মন্ডপ , দক্ষিণ পশ্চিম আটুলিয়া মিস্ত্রী ভবন পূজা মন্ডপ। পদ্মপুকুর ইউপিতে ঝাঁপা পূজা মন্ডপ, কামালকাটি পূজা মন্ডপ এবং গাবুরা ইউপিতে জেলিয়াখালী পূজা মন্ডপ, কালিবাড়ী পূজা মন্ডপ। দুর্গাপূজা উৎসবকে ঘিরে নেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আগামী ১অক্টোবর ষষ্ঠমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে। 

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক