ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দেশে এখন দোজখের অবস্থায় চলে গেছে : জিএম কাদের


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৪৭

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, দেখের অবস্থা এখন দোজখের অবস্থা বিরাজ করছে। আমাদের আত্বীয় স্বজন যারা মারা যান তাদের জন্য আমরা শোকাহত। তবে যারা চলে গেছেন তারা এদেশে থাকার চেয়ে ভালো অবস্থায় আছেন। আমরা আশা করি তাদের আল্লাহ ভালোমতো রাখুক। কেননা এ দেশটা কিছুটা হলেও দোজখের সমতুল্য, দোজখের অবস্থা হয়ে গেছে। বিভিন্ন শ্রেণির মানুষের কাছে এ দেশ দোজখের মতো অবস্থা হয়ে গেছে। মানুষ খেতে পারে না। চলতে পারে না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। নিত্যপণ্যের জিনিসপত্রের টিসিবির পণ্য নিতে দুই আড়াই মাইল লাইন হচ্ছে। দুই তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ টিসিবির পণ্য পাচ্ছে না। কী সিস্টেম সরকার চালু করেছে আমি জানি না। দেশের সাধারণ মানুষ এ সিস্টেমে উপকৃত হচ্ছে না। তাই মানুষ এদেশে থাকা আর দোজখে থাকার মধ্যে কোনও পার্থক্য দেখছেন না।’
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রীমা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা শাখা এ স্মরণ সভার  আয়োজন করে। এ উপলক্ষে আয়োজন করা হয় মেজবানের।
জাতীয় পার্টির এ নেতা বলেন, সরকারের বিরোধিতা করা প্রত্যেকটি নাগরিকের অধিকার ও দায়িত্ব। দেশের মালিক সাধারণ জনগণ। সরকারকে নির্বাচিত করার অধিকার যেমন জনগণের আছে, তেমনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকারও আছে। সরকারকে পরিবর্তন করারও অধিকার থাকতে হবে। যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এই সমালোচনাকে সুচতুরভাবে সরকার-রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। দেশের মালিক হিসেবে দেশের মানুষের যে কোনও পরামর্শ দেওয়ার অধিকার আছে।
তিনি বলেন, ‘দেশে জবাবদিহিতার অভাব আছে। প্রতিটি ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। ধনী আরও ধনী হচ্ছে। গরিব আরও গরিব হচ্ছে। ধনীদের সম্পদ বাড়ছে। দরিদ্র মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে।
জিএম কাদের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশের ৫ শতাংশ মানুষ শূন্য দশমিক ২৩ শতাংশ সম্পদের মালিক। আর ৫ শতাংশ মানুষ ২৮ শতাংশ সম্পদের মালিক। এই বৈষম্যের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি। জবাবদিহিতাবিহীন একটি সরকার চলছে। জবাবদিহিতা না থাকার কারণে এসব ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। দুর্নীতির কোনও শেষ নেই। যার যা দায়িত্ব তা তারা পালন করছে না।’
তিনি বলেন, যারা দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। দুই শ্রেণির মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে। এক শ্রেণির মানুষ হচ্ছে যারা সৎ,দেশপ্রেমিক ও মেধাবী। আরেক শ্রেণির মানুষ হচ্ছে বেকার। এদেশে বাঁচতে পারছে না তারা। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে নাজেহাল করা হয়। কেউ দেখার নেই।
জি এম কাদের আরও বলেন, ‘দেশে এমন একটি সংস্কৃতি সৃষ্টি হচ্ছে যেখানে সৎ, নিষ্ঠাবান ও যারা মেধাবী সেসব মানুষ বিভিন্নভাবে ঘৃণিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তারা সমাজে টিকে থাকতে পারছেন না। যারা বিভিন্নভাবে দুর্নীতি করে, অনিয়ম করে মেধাশূন্য, যারা কোনও দেশপ্রেমিক নয়, সেরকম মানুষের উত্থান ঘটছে। তারা সব জায়গায় সম্মানিত হচ্ছে। তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এ কারণে দেশে সুশাসনের অভাব হচ্ছে। দুষ্টের দমন শিষ্টের পালন করা হচ্ছে না। বরং দুষ্টের পালন শিষ্টের দমন করা হচ্ছে। আইন সবার জন্য সমান জিনিসটি এখন কার্যকর নয়। কিছু কিছু মানুষ এখন আইনের ঊর্ধ্বে। দলীয়করণের কারণে এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে অবস্থান করছে। বিভিন্নভাবে দেশের সাধারণ মানুষের ওপর নিপীড়ন, অত্যচার চালানো হচ্ছে।
সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টিও কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি  সোলায়মান আলম শেঠ, প্রয়াত জিয়া উদ্দিন আহমে বাবলুর স্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিদাদুর কবির দিদার, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সফিক উল আলম চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ.জ.ম অলি উল্লাহ মাসুদ, জহুল ইসলাম রেজা, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক নুরুল বশর ভুইয়া সুজন, দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি আব্দুস ছত্তার রনি, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক লায়ন মাহিন উদ্দীন, নাছির উদ্দীন ছিদ্দিকী, সালাউদ্দীন খোরশেদ, শ্রমিক নেতা সেলিম উদ্দীন, রফিক আহম্মদ চেয়ারম্যান, সাইফুল্লাহ সাইফু, কে এম আবছার উদ্দীন রনি, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম, ইমরান হোসেন মুন্না, নাজমুল ইসলাম খাশেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন