ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীতে নদী ভরাট, বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:৩৯
পটুয়াখালীতে প্রতিদিনই হচ্ছে নদী ভরাট, এতে করে বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ। পটুয়াখালী-ঢাকা নৌ-রুটের খরস্রোতা লোহালিয়া নদীতে সৃষ্টি হওয়া কৃত্রিম বাঁক (মোর) দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএ‘র বিরুদ্ধে। জেলা শহরের পটুয়াখালী-ঢাকা লঞ্চ টার্মিনাল সংলগ্ন নদীর খননকৃত বালু পার্শবর্তী নদীর তীরে মজুদ করায় নাব্যতা সংকটের পাশাপাশি বেড়েছে ঝুঁকি ও দুর্ভোগ। অপরিকল্পিত এই সিদ্ধান্তে নদীতে বিলীন হচ্ছে নদীর অপর প্রান্তের একটি গ্রামের বিশাল অংশ। স্থানীয় গনমাধ্যমকর্মীদের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর পটুয়াখালী সফরকালে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে পটুয়াখালী জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। 
 
স্থানীয়রা বলেন-পটুয়াখালী জেলা শহর সংলগ্ন ঢাকা-পটুয়াখালী লঞ্চ টার্মিনালের অপরপ্রান্ত লাউকাঠি ইউনিয়নের আওতাধীন লাউকাঠি ৯ নং ওর্য়াড । এই ৯ নং ওর্য়াড সংলগ্ন নদীর অপরপ্রান্ত ভেঙে এই প্রান্তে পলি জমে বড় আকারের বাকে (মোর) পরিনত হয়ে স্থানটি বিপদজনক হয়ে ওঠে। অপরদিকে কমতে শুরু করে খরস্রোতা নদীর প্রশস্ততা। যে কারনে ঢাকা-পটুয়াখালী নৌরুটের ওই স্থান অতিক্রমকালে চরম ঝুঁকিতে পরতে হয় নৌযান গুলোকে।  প্রায় সময় বাকে বা চরে আটকা পরে ডাবলডেকার লঞ্চ গুলো। নাব্যতা সংকট নিরাসনে বিআইডব্লিউটিএ নদী খনন শুরু করলেও তা ছিল অপরিকল্পিত। সৃষ্টি হওয়া বিশাল দৈর্ঘ্যরে কৃত্রিম বাকটি (মোর) ড্রেজিং করে নদীর গতিপথ ধরে রাখতে ঢাকা-পটুয়াখালী নৌরুটের যাত্রীবাহী ডাবলডেকার লঞ্চ চালক ও স্টাফরা দাবী জানালেও সংশ্লিষ্টরা তা আমলে নেয়নি। ফলে নৌরুটে দুর্ভোগ থেকেই যায়। এদিকে ২০১৯ সালের দিকে ওই বাকের উপরিভাগ জমিনের ৩০-৪০ একর জায়গা জুড়ে বেড কেটে উক্তস্থানে বালু মজুদ করতে শুরু করে বিআইডব্লিউটিএ‘র ড্রেজিং কর্তৃপক্ষ। অপরদিকে নদীর অপরপ্রান্ত ভেঙ্গে নদীতে বিলীন হয় একটি গ্রাম। 
 
এ প্রসঙ্গে লোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ন কবির দৈনিক সকালের সময়কে বলেন-অপরিকল্পিত ভাবে নদী ড্রেজিং করে উত্তোলন করা বালু দিয়ে নদীর ভরাট করছে বিআইডব্লিউটিএ। যে কারনে লোহালিয়া ইউনিয়নের বিশাল অংশ ভেঙে নদীতে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে লোহালিয়া ইউনিয়নের মানুষ। নদীর বিশাল বাকটি বালু দিয়ে ভরাট না করে ডেজ্রিং করে অপসারন করতে পারলে নৌরুটের ভোগান্তি কমে যেত। নদীর মুল গতিপথ ধরে রাখতে পারলে নদীর অপরপ্রান্ত ভাঙা বন্ধ হত। কিন্তু কে শোনে কার কথা?। 
 
এ প্রসঙ্গে ড্রেজিং প্রকল্পের টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট (সিভিল) মিরাজুর রহমান সোহেল বলেন-প্রকল্পের শুরু দিকে নদী খনন করে বালু রাখার জায়গা সংকট দেখা দিয়েছিল। তৎকালিন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের নির্দেশে আমরা ওই স্থানে বালু রেখেছি। এখানে আমাদের নিজস্ব কোন মতামত ছিলনা। বর্তমানে বালু ফালানো বন্ধ রয়েছে। আমাদের কোন নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা কোন বালু ফেলার কাজ করতে পারবো না।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী