সিঅ্যান্ডএফ কর্মচারীদের জন্য বিনামূল্যের বাস সার্ভিস চালু
করোনাকালে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীদের যাতায়তের সুবিধার্থে বিনামূল্যের বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সম্মিলিত ঐক্যজোট ও সমমনা কল্যাণ পরিষদের উদ্যোগে এ বাস কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত ঐক্যজোটের সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিমের সঞ্চায়লনায় সভাপতির বক্তব্যে সম্মিলিত ঐক্যজোটের আহ্বায়ক মো. সাইফ উদ্দিন বলেন, সিঅ্যান্ডএফ মালিক ও কর্মচারীদের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা খুবই কার্যকর উদ্যোগ। কাস্টমসের প্রাণ হলো কাস্টম সরকার ও জেটি সরকার। বাস সার্ভিসের ব্যবস্থার ফলে করোনাকালীন সময়ে সহজে কাজে যোগদান করতে পারবে।
সমমনা কল্যাণ পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ডলার বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারীরা হলেন অর্থনৈতিক যোদ্ধা। করোনাকালেও অর্থনীতির চাকা সচল রাখতে সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার মধ্যে কাস্টম সরকার ও জেটি সরকারদের কাজে যোগদানের ক্ষেত্রে নানা ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিনামূল্যের বাস সার্ভিসের মাধ্যমে সবাই উপকৃত হবে।
বিনামূল্যের বাস সেবায় নিয়োজিত বাসগুলোর মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে লালদীঘির পূর্ব পাড় থেকে কাস্টম হাউস পর্যন্ত চার রাউন্ড, দপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আগ্রাবাদ জাদুঘরের সামনে থেকে কেডিএস ডিপো পর্যন্ত ২ রাউন্ড, আগ্রাবাদ জাদুঘরের সামনে থেকে এসএপিএল হয়ে ইনকন্টেড ডিপো পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ২ রাউন্ড বাস চলাচল করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমমনা কল্যাণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন খন্দকার সম্মিলিত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সায়েদুজ্জামান খান, আবু তাহের, মো. মোজাম্মেল হক চৌধুরী, মুস্তফা কামাল আখতার, সদস্য সাজ্জাদ হোসেন, জাহিদ হোসেন, মামুনুর রশিদ, মনসুরুল আমিন রিয়াজ, বোরহান উদ্দিন চঞ্চল, ওয়ার্ড কমিশনার মো. মোর্শেদ আলী, আবু সালেহ নুরুল আফসার (ইডেন), নূরুল আফসার (এক্সিম), সদস্য সচিব মো. এনামুূল কবীর বাচ্চু প্রমুখ।
এমএসএম / জামান
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন