সিঅ্যান্ডএফ কর্মচারীদের জন্য বিনামূল্যের বাস সার্ভিস চালু

করোনাকালে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীদের যাতায়তের সুবিধার্থে বিনামূল্যের বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুলাই) সম্মিলিত ঐক্যজোট ও সমমনা কল্যাণ পরিষদের উদ্যোগে এ বাস কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত ঐক্যজোটের সদস্য সচিব খন্দকার লতিফুর রহমান আজিমের সঞ্চায়লনায় সভাপতির বক্তব্যে সম্মিলিত ঐক্যজোটের আহ্বায়ক মো. সাইফ উদ্দিন বলেন, সিঅ্যান্ডএফ মালিক ও কর্মচারীদের জন্য বাস সার্ভিসের ব্যবস্থা খুবই কার্যকর উদ্যোগ। কাস্টমসের প্রাণ হলো কাস্টম সরকার ও জেটি সরকার। বাস সার্ভিসের ব্যবস্থার ফলে করোনাকালীন সময়ে সহজে কাজে যোগদান করতে পারবে।
সমমনা কল্যাণ পরিষদের আহ্বায়ক গোলাম ফারুক ডলার বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মকর্তা কর্মচারীরা হলেন অর্থনৈতিক যোদ্ধা। করোনাকালেও অর্থনীতির চাকা সচল রাখতে সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার মধ্যে কাস্টম সরকার ও জেটি সরকারদের কাজে যোগদানের ক্ষেত্রে নানা ধরনের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিনামূল্যের বাস সার্ভিসের মাধ্যমে সবাই উপকৃত হবে।
বিনামূল্যের বাস সেবায় নিয়োজিত বাসগুলোর মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে লালদীঘির পূর্ব পাড় থেকে কাস্টম হাউস পর্যন্ত চার রাউন্ড, দপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আগ্রাবাদ জাদুঘরের সামনে থেকে কেডিএস ডিপো পর্যন্ত ২ রাউন্ড, আগ্রাবাদ জাদুঘরের সামনে থেকে এসএপিএল হয়ে ইনকন্টেড ডিপো পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ২ রাউন্ড বাস চলাচল করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমমনা কল্যাণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন খন্দকার সম্মিলিত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা সায়েদুজ্জামান খান, আবু তাহের, মো. মোজাম্মেল হক চৌধুরী, মুস্তফা কামাল আখতার, সদস্য সাজ্জাদ হোসেন, জাহিদ হোসেন, মামুনুর রশিদ, মনসুরুল আমিন রিয়াজ, বোরহান উদ্দিন চঞ্চল, ওয়ার্ড কমিশনার মো. মোর্শেদ আলী, আবু সালেহ নুরুল আফসার (ইডেন), নূরুল আফসার (এক্সিম), সদস্য সচিব মো. এনামুূল কবীর বাচ্চু প্রমুখ।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
