কুবি শিক্ষার্থীদের 'তুলনামূলক' উন্নত পরিচয়পত্র প্রদান
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 'তুলনামূলক' উন্নত পরিচয়পত্র হাতে পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ভিসির দপ্তরে শিক্ষার্থীদের গলায় আইডি কার্ড পরিয়ে উন্নত পরিচয়পত্র দেয়া শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলামসহ অনেকে।
স্মার্ট আইডি পেয়ে লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা উন্নতমানের আইডি কার্ড পেয়ে ভীষণ খুশি। এই আইডি কার্ড আগের থেকে ভালো। এখন আমাদের একটা আলদা পরিচয় তৈরি হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ শিক্ষার্থীদের উন্নতমানের আইডি কার্ড প্রদানের জন্য।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উন্নত পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের উন্নতমানের আইডি কার্ড দিতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা যেন অতিদ্রুত আইডি কার্ড পায় তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আইডি কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভুল সংশোধ হয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের অনেক দিনের দাবি ছিল এবং আমাদেরও প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড দেয়ার। অবশেষ আমরা তাদের দাবি পূরণ করতে পেরেছি। একটি আইডি কার্ড শিক্ষার্থীদের পরিচয় বহন করে, সেই আইডি কার্ড অবশ্যই উন্নত হওয়া উচিত।
এমএসএম / জামান
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ