দুর্গাপূজায় আনসার সদস্যদের বঞ্চিত করে বহিরাগতদের ডিউটি দিয়ে উৎকোচ গ্রহণের অভিযোগ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। গত কয়েকদিন আগেই শেষ হয়েছে এই উৎসব। আর এই ধর্মীয় উৎসবে প্রতিবারেই আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ডিউটি দেয়া হয় আনসার ভিডিপির সদস্যদের। এবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ২২টি পূজামণ্ডপে এ ডিউটিতে প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্যদের বঞ্চিত করে বহিরাগতদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে ডিউটি দেয়ার অভিযোগ উঠেছে।
সুবিধাবঞ্চিত আনসার-ভিডিপির বেশ কয়েকজন নারী-পুরুষ সদস্যরা নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রতি বছর পূজার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের ডিউটি দেয়া হয়। এবছরও তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার ২২টি পূজা মন্ডপে ১৩৪জন আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্ব পালনে নিয়োগ করা হয়। তবে এবার এ বিশেষ দায়িত্ব পালনে আনসার-ভিডিপির প্রকৃত সদস্যদের কে এ দায়িত্ব পালন থেকে বঞ্চিত করা হয়েছে। আনসার-ভিডিপির সদস্যদের পদে দায়িত্ব দেয়া হয়েছে বহিরাগতদেরকে। সেসকল বহিরাগতদের কাছ থেকে করা হয়েছে উৎকোচ গ্রহণ। আর এ দায়িত্ব পালন করতে বহিরাগতদের কে গুনতে হয়েছে ৪০০-৬০০টাকা করে।
দামুড়হুদা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের তথ্যনুযায়ী এ বছর সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে ২২টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উৎসব করা হয়৷ এবার ২২টি পূজা মন্ডপে দায়িত্ব পান ১৩৪জন আনসার-ভিডিপি সদস্যরা। এদের মধ্যে ৮জন পিসি, ২২জন এপিসি, নারী সদস্য ৪৪জন ও পুরুষ সদস্য ছিলো ৬০জন।
দামুড়হুদা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা রাফেজা খাতুন বলেন, পূজায় ডিউটি দিতে কারো কাছ থেকে কোনো উৎকোচ গ্রহণের প্রশ্নই উঠেনা। আর আনসার-ভিডিপির সদস্য ছাড়া কাউকে এ দায়িত্ব পালনে নিয়োগ করা হয়নি। যদি কেউ উৎকোচ গ্রহণের কথা বলে আপনারা নিউজে তাদের নাম উল্লেখ করে দিবেন। তিনি আরও বলেন, সদস্য বাদে হয়তো বিশেষ ব্যক্তিদের সুপারিশে কয়েকজন কে ডিউটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি।
এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Link Copied