ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে নগর পরিবহন উদ্বোধন

পরিবহনে শৃঙ্খলা আনার চ্যালেঞ্জ অতিক্রম করতেই হবে : কাদের 


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১:১৫
পরিবহন খাতে শৃঙ্খলা নিয়ে আসা একটি বড় ধরনের চ্যালেঞ্জ, যা অতিক্রম করতেই হবে বলে মন্তব্য করেছেনেআওয়ামী লািগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে নগর পরিবহনের দুটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, পরিবহনে শৃঙ্খলা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ অতিক্রম করতেই হবে। সিটি করপোরেশনের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই উদ্যোগকে সফল করতে হবে।'মন্ত্রী বলেন, 'জায়গা অপ্রয়োজনে ধরে রাখার প্রয়োজন নেই। যেখানে আমাদের কোনো কাজে লাগবে না। সেখানে সিটি করপোরেশন যদি কোনো কাজ করতে চায়, সহযোগিতা করতে হবে।
 
রাজধানীর বর্তমান পরিস্থিতি ও এর আগামী তুলে ধরেন সড়ক মন্ত্রী। বলেন, ঢাকা পৃথিবীর মধ্যো এখনো বসবাসের অযোগ্য শহর। সেই ঢাকা এখন উন্নত হচ্ছে। দুই মেয়র যেভাবে কাজ করছে আমার বিশ্বাস, অচিরেই ঢাকা আরও উন্নতি করবে। এই দুই মেয়র উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাবেন।'ওবায়দুল কাদের বলেন, 'উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, কোথাও কোনো ভোগান্তি নেই। সব ভোগান্তি গাজীপুরে। আমাদের জায়গা প্রয়োজনে কাজে লাগাবেন, অপ্রয়োজনে কাজে লাগাবেন না।
 
মন্ত্রী বলেন, একটা খালি জায়িগা পেলেই, ভবন করা হয়। এত ভবনের দরকার নাই। আমাদের দরকার কাজ। ভবন করে আরামে সবার বসার ব্যবস্থা করবেন। আর বৃষ্টিকে ভিলেন বানিয়ে কাজ বন্ধ রাখবেন, তা হবে না।'ওবায়দুল কাদের বলেন'গতকাল যেটা গাইবান্ধায় সংগঠিত হয়েছে, সেখানে প্রিজাইডিং অফিসারদের ভাষ্য মতে, ৫১ টি কেন্দ্রে ঢাকা থেকেই বন্ধ করা হয়েছে৷ তারা করতে পারে। ঢাকায় বসে, সাংবাদিকদের নিয়ে ওখানকার গোপন বুথে যে ছবি তার ভিত্তিকে কেন্দ্র বন্ধ করা কতটা যৌক্তিক, কতটা আইন সম্মত তা ভেবে দেখতে আমি নির্বাচন কমিশনকে বিনয়ের সঙ্গে ভেবে দেখতে বলব।
 
তিনি বলেন, নির্বাচন কমিশন ঢাকা থেকে যে কেন্দ্র বন্ধ করেনি, সে কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। তারা নির্বাচন কমিশনের নির্দেশে ভোট বন্ধ করেছে।
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'অতিতে কখনও এ রকম নজিরবিহীন কিছু ঘটেছে বলে আমি জানি না। কি কারণে ভোট গ্রহন বন্ধ করা হলো, সেটা আমাদের কাছে স্পষ্ট না।'তিনি বলেন, '১৪৫ টি কেন্দ্রের মধ্যে ৫১ টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। পরে বাকী কেন্দ্রগুলোর ভোট বন্ধ করা হলো। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার বিধিবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিবে।'আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি মহাসমাবেশের ডাক দিয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসবাবেশ করবে। যেখানে খালেদা জিয়া নাকি বক্তব্য রাখবেন। এখন দন্ডিত, সাজা প্রাপ্ত আসামী। যিনি বিএনপির আন্দোলনে নাই। মির্জা ফখরুল সাহেব, তাকে ১০ ডিসেম্বর সমাবেশে নিয়ে আসবেন? দেখার মত, চোখে পড়ার মত একটা মিছিলও কি করতে পেরেছেন?'
 
কাদের বলেন, 'শেখ হাসিমার উদারতার জন্য বেগম জিয়ার দণ্ড স্থগিত রাখা হয়েছে৷ বারবার মেয়াদ বাড়ানো হয়েছে।'বিএনপির প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'মামলা কি আওয়ামী লীগ করেছে? শেখ হাসিনা করেছে? যারা মামলা করেছে তাদেরকে বলুন মামলা প্রত্যাহার করতে। বা আদালতে বলুন। আমাদেরকে বলা মামা বাড়ির আবদার।'তিনি বলেন, 'চট্টগ্রামে যদি আমরা ঘোষণা দেই, ১০ লাখ লোক হবে। সেখানে পারেননি। অন্যান্য বিভাগেও পারবেন না। ঢাকায়ও আপনাদের রঙিন খোয়াব কর্পুরের মত উড়ে যাবে৷'
 
বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দলীয় ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তা করেননি বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মাঠে নামতে চায়। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'দিন তারিখ ঠিক করেন, ফয়সালা করবেন, আবার লাঠিশোঠা নিয়ে আসলে বিপদ। লাঠি আর আগুন সন্ত্রাস চলবে না। শান্তিপূর্ণ ভাবে আসতে হবে। আমরা সতর্ক ভাবে রাজপথে আছি।'
 
কাদের প্রশ্ন রেখে বলেন, '২০১৪ সালের বিএনপির আন্দোলন কি তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে?'তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার বিএনপির দাবি 'সত্যিকার অর্থে মামা বাড়ির আবদার' বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, 'যে নেতা রাজপথে আন্দোলন করার সৎ সাহস দেখাতে পারেন না। গেছেন কিভাবে? মুচলেকা দিয়ে। আর রাজনীতি করবেন না। মুচলেকা দিয়ে বিদেশে গেছে। এখন সেই মুচলেকাটা প্রত্যাহার করে নেন। এ ধরণের দাবি করার আগে। দণ্ড মাফ করা যায় কিনা, সেটা তো আদালতের বিষয়।'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এসব দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। নির্বাচন হবে। যথা সময়ে হবে। সরকার কোনো ধরণের হস্তক্ষেপ করছে না। গাইবান্ধায়ও করেনি। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমরাও ফাকা মাঠে গোল দিতে চাই না। আসুন আপনারা। খেলা হবে।'
 
রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেলের বিভিন্ন খুঁটিতে পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারের বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'পোস্টার লাগিয়ে ভোট নিতে পারবেন না। মনের বিলবোর্ড বানান। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যাক গিয়ার নাই। গিয়ার একটাই ফন্ট গিয়ার।'বাস রেশলাইজেশনের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 'এখন থেকে ঢাকা শহরে নতুন বাস নামবে। পুরনো বাস নামার আর কোনো সুযোগ নাই। আমরা নতুন বাস দিয়েই যাত্রা পথ শুরু করব।'
 
বাস রেশনালাইজেশনের নতুন দুই রুটের বাসগুলো মানসম্মত বলেও জানান দক্ষিণের মেয়র। বাসে মাঝপথে ওঠানামা না করতে যাত্রীদের অনুরোধ করেন মেয়র তাপস।বাস রেশনালাইজেশনের ২১, ২২ ও ২৩ এই তিনটি যাত্রাপথ শুরু করতে নগর কর্তৃপক্ষকে অনেক প্রতিকূলতা পোহাতে হয়েছে বলেও জানান মেয়র তাপস। আগামী নভেম্বরে আরেকটি রুট চালু হবে বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খানসহ বিআরটিএ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।l

এমএসএম / জামান

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন

তানোর উপজেলাবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন