ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

তানোরের মুন্ডুমালায় বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে মাদরাসা অধ্যক্ষের বাধা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:২১
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ম্যুরাল স্থাপনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শুরুর পর থেকেই মুন্ডুমালা কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন নানাভাবে বাধা দিয়ে আসছেন বলে অভিযোগ করেছেন পৌর মেয়র সাইদুর রহমান।
 
স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে তিন রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামকরণ করে সেখানে ম্যুরাল তৈরির কাজ সম্প্রতি শুরু করে মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষ। এতে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ খুশি হলেও নাখোশ হয়েছেন মাদরাসার অধ্যক্ষ। অধ্যক্ষ তার মাদরাসার জায়গার ওপর ম্যুরাল হচ্ছে- এমন অভিযোগ এনে কাজ বন্ধ করতে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ম্যুরাল তৈরির কাজ বন্ধ হওয়া উপক্রম হয়েছে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষের ওপর চটেছেন মুক্তিযোদ্ধারা।
 
স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতপন্থী মাদরাসার অধ্যক্ষ বলেই বঙ্গবন্ধুর ম্যুরাল করতে বাধা দিচ্ছে। এ অধ্যক্ষ মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে না, তার পদে থাকার যোগ্যতা নাই। মুক্তিযোদ্ধারা তার অপসারণ দাবি করেছেন।
 
স্থানীয়রা জানান, অধ্যক্ষ আমির উদ্দিন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জামায়াতের গুরুত্বপূর্ণ ভুমিকায় ছিলেন। জামায়াতের নেতারা তার মাদরাসায় মিটিংসহ নানা অপকর্ম করেছেন। তিনি আজ বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে বাধা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছেন।
 
তবে মুন্ডুমালা কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন বলেন, তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল করতে বাধা দেননি। ম্যুরাল করতে গিয়ে পৌর কর্তৃপক্ষ মাদরাসার পাকা মার্কেট ভেঙে দিয়েছে, তাই জেলা প্রশাসনে অভিযোগ করছেন মাত্র।
 
মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান বলেন, বঙ্গবন্ধু চত্বরের জায়গাটি জেলা পরিষদের। তাদের প্রকৌশলী ও সার্ভেয়ার দিয়ে একাধিবার মাপজোক করা হয়েছে। তাদের অনুমতিক্রমে সেখানে কাজ শুরু করা হয়েছে। কিন্তু মাদরাসা অধ্যক্ষ কাজের শুরু থেকে মিথ্যা অভিযোগ এনে বাধা দেয়ার চেষ্টা করছেন। অযাথা হয়রানি করে চলছেন।
 
মেয়র আরো বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম প্রতিশ্রুতি হিসেবে ও মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ম্যুরাল করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে অধ্যক্ষ আমির উদ্দিন মাদরাসাটি জামায়াতের আখড়া তৈরি করেছেন। সরকারে উচ্চপর্যায় থেকে অধ্যক্ষর বিষয়টি তদন্ত করার দাবি জানান পৌর মেয়র সাইদুর রহমান।
 
তানোর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ দেবনাথ বলেন, মাদরাসা অধ্যক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যুরালের স্থানটি সরকারি সার্ভেয়ার দিয়ে মাপজোক করা হয়েছে। সেখানে মাদরাসার কোনো জায়গা পাওয়া যায়নি।

এমএসএম / জামান

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাবিতে ভর্তিতে ইংরেজি ও আইন বিভাগের শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী, ফলাফল প্রকাশ করতে বিলম্ব

নাগরপুরে মরণফাঁদে পরিণত হয়েছে বেকড়া কোনাবাড়ি ব্রিজ সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ

১কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে হাওর বুকে হচ্ছে মোহনগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট

রায়গঞ্জে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, পাঁচ লাখ টাকার মালামাল লুট

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম