রাত পোহালেই কোনাবাড়ী থানা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন

রাত পোহালেই কোনাবাড়ী থানা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ দুই দশক পর ১৫ অক্টোবর (শনিবার) কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে এলাকা সেজেছে নতুন সাজে। আ’লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তরুণ নেতৃত্বকেই চাইছেন। সম্মেলনের মাধ্যমে নতুন দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্যাগী নেতাসহ নতুন মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলে প্রায় ডজনখানেক প্রার্থী হয়েছেন।
এবার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন- কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শরবেশ আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী এবং মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মাস্টার।
সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান, কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্বাসউদ্দীন খোকন, কোনাবাড়ী আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব হাসান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আশরাফুল আলম হিরা, কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা।
সর্বশেষ সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।
দলীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ১৫ অক্টোবর সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী।
এছাড়াও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সম্মেলনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সম্মেলনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।
এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
