ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাত পোহালেই কোনাবাড়ী থানা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:৩১

রাত পোহালেই কোনাবাড়ী থানা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ দুই দশক পর ১৫ অক্টোবর (শনিবার) কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে এলাকা সেজেছে নতুন সাজে। আ’লীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তরুণ নেতৃত্বকেই চাইছেন। সম্মেলনের মাধ্যমে নতুন দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ত্যাগী নেতাসহ নতুন মুখ। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নবীন-প্রবীণ মিলে প্রায় ডজনখানেক প্রার্থী হয়েছেন। 

এবার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন- কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শরবেশ আলী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী এবং মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মাস্টার।

সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান, কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্বাসউদ্দীন খোকন, কোনাবাড়ী আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব হাসান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আশরাফুল আলম হিরা, কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা। 

সর্বশেষ সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।

দলীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ১৫ অক্টোবর সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন গাজীপুর মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী।

এছাড়াও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও গাজীপুর মহানগর আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সম্মেলনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সম্মেলনকে সামনে রেখে  কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের।

এমএসএম / জামান

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

বেড়া'য় বিএডিসি'র ডিলারের বিপক্ষে অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের অভিযোগ

মিরসরাই সীমান্তে গাঁজা উদ্ধার করলো বিজিবি

মহেশপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’কে ৩ লাখ টাকা জরিমানা

কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নেভী

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে জেলা বিএনপির আনন্দ মিছিল

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিংগাইরে ইসলামী ব্যাংক শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোণায় বাল্যবিবাহ–যৌতুক রোধে সচেতনতামূলক লোকগীতি ও পথনাটক

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

হাসিনার ফাঁসির রায়ে কোনাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রৌমারীতে জমির মামলায় ঘায়েল করতে না পেরে রাজনৈতিক মামলার অভিযোগ