ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের সদরঘাটের সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি নাক্কা আলমের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৪:৩২

চট্টগ্রাম নগরীর সদরঘাটের সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ও নাক্কা আলমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়ছেন এলাকবাসী। চক্রটির সদস্যদের পুলিশ বিভিন্ন সময় গ্রেফতার করে জেলে পাঠালেও বের হয়ে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। সম্প্রতি সদরঘাটের চাঁদাপাড়া মাইল্লা বিলে রাহুল দাশ নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় বাহিনীটির হামলায় দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নগরীর সদরঘাট থানাধীন চাঁদপাড়া মাইল্লা বিলের সামনে বাবলু দাশের পুত্র  রাহুল দাশের ৬ গন্ডা জায়গা বিক্রির কথা চুড়ান্ত হলে সন্ত্রাসী চক্রটি বাঁধা দেয়। জায়গা বিক্রয় করতে হলে এবং স্পটে যাওয়ার আগে ১০ লাখ টাকা চাঁদা দিয়ে দিতে হবে বলে জাহাঙ্গীর মাঝি আলম প্রকাশ নাক্কা আলম হুমকি দেয়। এক পর্যায়ে চাঁদা না পেয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি ও নাক্কা আলম অস্ত্র সস্ত্র নিয়ে আলম (৩৬), মনির হোসেন(২৬) নামের দুই যুবক গুরুতর আহত হয়। আহতরা চমেক হাসাপাতালে চিকিৎসাধিন রয়েছে। চাঁদাবাজির ঘটনায় বুধবার রাতে সদরঘাট থানায় বাবুল দাশের পুত্র বাদী হয়ে জাহাঙ্গীর আলম মাঝি(৩৫), মো. আলম প্রকাশ নাক্কা আলম (৩৭), শাকিল(৩৬), মো, আলমগীর(২৮)সহ এজাহার নামীয় ৪ জন ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাহাঙ্গীর মাঝি ও মো. আলম প্রকাশ নাক্কা আলমের বিরুদ্ধে ২০১৩ সালে সদরঘাট থানায় আলোচিত হত্যা মামলা ওসমান গনি হত্যা মামলার আসামি। ২০১৬ সালে শাহনা বেগম বাদী হয়ে জাহাঙ্গীর মাঝি ও নাক্কা আলমসহ ১৫ জনের বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা। ২০২০ সালে নাক্কা আলম ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ ধরা পড়লে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফররুখ আহমদ মিনহাজ বাদী হয়ে সদরঘাট থানায় মাদক আইনে মামলা করেন। নাক্কা আলম নিজকে চট্টগ্রাম মহানগর প্রজন্ম লীগের নেতা পরিচয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর মাঝির সাথে যোগাযোগ করা হলে তার মোবাইলে একাধিকার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।নাক্কা আলম ও জাহাঙ্গীর মাঝির বিষয়ে  স্থানীয় রাহুল দাশ জানান, এলাকায় কেউ ঘর নির্মাণ করতে চাইলে জায়গা ক্রয় বিক্রয় করতে চাইলে তারা চাঁদা দাবি করেন। চাঁদা না পেলে  মারধর হামলা চালান।  তারা আমার কাছের চাঁদা চেয়েছিল আমি তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা করেছি। মামলা করার পর তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। 
জাহাঙ্গীর মাঝি ও নাক্কা আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। নাক্কা আলম ও জাহাঙ্গীর মাঝির এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ নিজেই একাধিকবার সদরঘাট থানা পুলিশ ও সিএমপি কমিশনারকে জানিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন বলে জানান। 
 এ বিষয়ে সিএমপির সদরঘাট থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রযেছে বলে তিনি স্বীকার করেছেন তবে তিনি আসার পর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড অনেকটা কমে গেছে বলে দাবি করেন। যারা অপরাধের সাথ জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেও তিনি জানান।  

এমএসএম / জামান

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ