ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

তাড়াশে ব্রিজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৪:৫৭

সিরাজগঞ্জের তাড়াশে ব্রিজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, উপজেলার কুন্দইল (ওয়াপদা ক্যানেল) কাটা গাং-এর ওপর নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের কাজ শেষ হতে না হতেই গাইড ওয়াল ফেটে গেছে। বন্যার পানি আসার সাথে সাথেই গাইড ওয়ালটি যদি ফেটে যায় তাহলে বর্ষাকালে এর পরিস্থিতি কী হবে বলে আশঙ্কায় রয়েছেন এলাকার সচেতন মহল। 

তাড়াশ উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, জিপিবিআরআইডিপি প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলার কুন্দইল বারুহাস হাট  ভায়া  প্রতিরামপুর রাস্তার কাটা গাং-এর ওপর ৬৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের জন্য ৪ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৭৬৬ টাকা বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে তা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি ৭ লাখ টাকা। এলজিইডি সিরাজগঞ্জ বাস্তবায়নে তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ২০১৯ সালে ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রফিকুল ইসলাম খান। ২ বছর ৫ মাস যাবৎ খু‍ঁড়িয়ে খুঁড়িয়ে চলা ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের কাজ শেষপ্রান্তে প্রায়।

এদিকে চলনবিল এলাকায় বন্যার পানি আগমনের সাথে সাথে সদ্য নির্মিত গাইড ওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয় জনগণ বলছেন, ভারি বর্ষণ ও কাটা গাং-এ স্রোত হলে ওই গাইড ওয়াল বিলের পানিতে বিলীন হয়ে যাবে। গাইড ওয়াল ধসে পড়লে ব্রিজের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান, এ অঞ্চলের মাটি শুকালে খুব শক্ত আর পানি পেলে নরম হয়। বন্যার পানি প্রবেশ করার কারণে গাইড ওয়াল ফেটে গেছে। পানি শুকালে ঠিক করে দেয়া হবে।

এ বিষয়ে ব্রিজের ঠিকাদার মো. আব্দুল হাকিমকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, কাজ করতে গিয়ে সমস্যা হতেই পারে। তবে যে কোনো সমস্যা হলে অবশ্যই তা পুনরায় ঠিক করে নেয়া হবে। 

এমএসএম / জামান

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু