তাড়াশে ব্রিজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল

সিরাজগঞ্জের তাড়াশে ব্রিজের কাজ শেষ না হতেই গাইড ওয়ালে ফাটল দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, উপজেলার কুন্দইল (ওয়াপদা ক্যানেল) কাটা গাং-এর ওপর নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের কাজ শেষ হতে না হতেই গাইড ওয়াল ফেটে গেছে। বন্যার পানি আসার সাথে সাথেই গাইড ওয়ালটি যদি ফেটে যায় তাহলে বর্ষাকালে এর পরিস্থিতি কী হবে বলে আশঙ্কায় রয়েছেন এলাকার সচেতন মহল।
তাড়াশ উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, জিপিবিআরআইডিপি প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলার কুন্দইল বারুহাস হাট ভায়া প্রতিরামপুর রাস্তার কাটা গাং-এর ওপর ৬৯ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের জন্য ৪ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৭৬৬ টাকা বরাদ্দ দেয়া হয়। পরবর্তীতে তা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি ৭ লাখ টাকা। এলজিইডি সিরাজগঞ্জ বাস্তবায়নে তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ২০১৯ সালে ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রফিকুল ইসলাম খান। ২ বছর ৫ মাস যাবৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ব্রিজ ও গাইড ওয়াল নির্মাণের কাজ শেষপ্রান্তে প্রায়।
এদিকে চলনবিল এলাকায় বন্যার পানি আগমনের সাথে সাথে সদ্য নির্মিত গাইড ওয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয় জনগণ বলছেন, ভারি বর্ষণ ও কাটা গাং-এ স্রোত হলে ওই গাইড ওয়াল বিলের পানিতে বিলীন হয়ে যাবে। গাইড ওয়াল ধসে পড়লে ব্রিজের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান, এ অঞ্চলের মাটি শুকালে খুব শক্ত আর পানি পেলে নরম হয়। বন্যার পানি প্রবেশ করার কারণে গাইড ওয়াল ফেটে গেছে। পানি শুকালে ঠিক করে দেয়া হবে।
এ বিষয়ে ব্রিজের ঠিকাদার মো. আব্দুল হাকিমকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, কাজ করতে গিয়ে সমস্যা হতেই পারে। তবে যে কোনো সমস্যা হলে অবশ্যই তা পুনরায় ঠিক করে নেয়া হবে।
এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
