গলাচিপায় পিতার ভাড়া করা সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে ঝুঁকছে সরোয়ার

পটুয়াখালীর গলাচিপায় আপন পিতার ভাড়াটে করা ১০- ১২ জন, সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে পুত্রের উপরে, পুত্র এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে। গত ০৮/১০/ ২০২২ ইং আনুমানিক রাত্র আড়াইটার দিকে এই নেক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে আপন পিতা, মোঃ খালেক আকন। এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালী থেকে ১০- ১২ জনের জনের একটি সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আপন পিতা খালেক আকন।
তারপর রাত আড়াইটার দিকে নিজ পুত্রের ঘর ভেঙ্গে ঘড়ে ঢুকে হামলা চালায় ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল। তাদের মধ্যে চিহ্নিত করতে পেরেছেন ৫ জন কে। তারা হলেন আপন ভাগিনা, মোঃ হাসিব খাঁন (২৫) পিতা, শাহিন খাঁন। রোকসানা বেগম (৩২), স্বামী মোঃ মনির খাঁন। নুপুর বেগম, (২৫), পিতা, আঃ খালেক আকন।মোসাঃ পারুল বেগম (৫০) স্বামী মোঃ শহিদ খাঁন। আঃ খালেক আকন (৬৫) পিতা মৃত্যু আব্দুল আকন সকলের বাড়ী কল্যান কলস ৮নং ওয়ার্ড কলাগাছিয়া ইউনিয়নে।
সরোয়ার আকন, হানিফ বেগ, সেকান্দার মোল্লা সহ কয়েক স্থানীয় লোকজন সাংবাদিকদের জানায়, সরোয়ার একজন ভালো মনের মানুষ সে কখনো কারো সাথে ঝগড়া করে না সকলের সাথে মিলেমিশে সমাজে বাস করেন। এদিকে সরোয়ারের বাবা আব্দুল খালেক আকন ছোট দুই মেয়েকে দিয়ে অবৈধ ও অসামাজিক কর্ম কান্ড চালিয় যাচ্ছে, বলে স্থানীয়দের অভিযোগ পাওয়া গেছে। এ অসামাজিক কর্মকাণ্ড দেখে বড় ছেলে বাধা দিলে সন্ত্রাসী ভাড়া করে এনে ছেলের পা গুরিয়ে দেওয়া হয়। এবং বলে এই বাড়ি থেকে তুই চিরতরে চলে যাবি, না হয় তোকে মেরে ফেলবো। আল্লাহর অশেষ রহমতে সরোয়ার বেঁচে গেলেও সারা জীবন পঙ্গুত্বের বোঝা বহন করে চলতে হবে তাকে। এ ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে। এখন টিভির, সাংবাদিক পরিচয়ে হাসান নামের একজন প্রতিনিধি, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রধান করে। এবং উচ্চপর্যায়ের নেতাদের সাথে তার হাত আছে বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলাচ্ছে।
অসহায় সরোয়ারের স্ত্রী দিলরুবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। মামলা নং ০৪। মামলাটি দায়ের করেন ১৫• ১০• ২০২২ইং। যার ধারা ১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮০/৩০৬ পিঃ সিঃ রুজু করা হয়।এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাইনুল সিকদার বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমি মর্মাহত এবং আইনি সহযোগিতা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।
মামলার আয়ু, এস আই স্বপন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সততা পেয়েছি এবং মামলা রুজু করেছি আসামীদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, ভিকটিম এর স্ত্রী দিলরুবা আক্তার লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছেন এবং আইনানুগ ব্যবস্থা মাধ্যমে আসামীদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
