ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

যারা শিশুকে হত্যা করে, তাদের আমরা ঘৃণা করি : বাদশা


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:২৬

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে, তারা দেশ ও জাতির শত্রু। ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। যারা শিশুকে হত্যা করে, তাদের আমরা ঘৃণা করি।

শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাজশাহী কোর্ট অ্যাকাডেমিতে শহরের সর্বপ্রথম শেখ রাসেল স্কুল অব ফিউচারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

দেশে প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে শেখ রাসেলের নামে আরো ৫ হাজার ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ল্যাবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচারেরও উদ্বোধন করা হয়।

৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচারের মধ্যে রাজশাহী মহানগর এলাকার জন্য বরাদ্দ দেয়া হয়েছে একটি। বিভিন্ন দিক বিবেচনায় এমপি ফজলে হোসেন বাদশার সুপারিশে ল্যাবটি পায় রাজশাহী কোর্ট অ্যাকাডেমি। আধুনিক এমন প্রযুক্তি পেয়ে আনন্দে উদ্বেলিত স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এমপি বাদশা বলেন, আপনার এই উদ্যোগের জন্য আমাদের সন্তানরা অ্যানিমেশন, রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। এর মাধ্যমে প্রগতিশীল সমাজ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের ভালো কাজে অনুপ্রাণিত করা সম্ভব।

রাজশাহীর প্রতিটি স্কুলেই এমন ল্যাব প্রয়োজন উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ শহর শিক্ষানগরী। এখানে একটি স্কুল দিয়ে এই যাত্রা শুরু করা হলো। শহরের প্রতিটি স্কুলেই যেন এই ল্যাব হয়- সে বিষয়ে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাজশাহী কোর্ট অ্যাকাডেমির গভর্নিং বডির সভাপতি রফিকুজ্জামান বেল্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ