লাঙ্গল প্রতীকে জয়ী হয়ে জনগণের সেবা করতে চাই
মানিকগঞ্জের সিংগাইরে শনিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এমপি মিলন সমর্থক গোষ্ঠীর আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
তিনি বলেন, জাতীয় পার্টির লাঙ্গল মার্কা পেয়ে মানিকগঞ্জ-২ আসনের বাসিন্দাদের সেবা করতে চাই। এটাই আমার শেষ অভিপ্রায়। সিংগাইরকে সিংগাপুর বানাবো ইনশাহ্ আল্লাহ্। লাঙ্গল প্রতীক নিয়ে জাপার সিনিয়র নেতারা আশ্বস্ত করেছেন ।
সিংগাইরের পৌর এলাকা গোলাম সারওয়ার মিলনের নিজ বাসভবনে জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ খোকা, থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল বাশার প্রমুখ।
প্রধান অতিথি মিলন তার বক্তব্যে বলেন, সিংগাইরে আমিই প্রথম ফোর্ডনগর গ্রামে বংশী নদীর তীরে গার্মেন্টস কারখানা করেছি এবং ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের আগ্রহী করে তোলেছিলাম এ এলাকায় কারখানা করার জন্য । এখন অনেকগুলো শিল্প কারখানা গড়ে ওঠেছে এবং স্থানীয়রা সুযোগ পেয়েছে কর্মসংস্থানের এবং সেই সাথে দূর হয়েছে বেকারত্ব । এ উন্নয়ন হয়েছে আমার হাত ধরেই । তাই শেষ বয়সে জনগণের জন্য কিছু করে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই ।
মিলন আরো বলেন, মাঝে রাজনীতি থেকে একটু পেছনে তাকাতে সিংগাইরে জাতীয় পার্টির অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে । বর্ষীয়ান এই নেতা বলেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে । তেমনি একজন ব্যবসায়ীকে দিয়ে রাজনীতির মাঠ দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখা যায়না । এ এলাকার জনগণ এখনো আমাকে ভুলেনি, এখনো তারা আমার ডাকে সাড়া দিয়ে অকপটে চলে আসে । আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।
মিলনের সমর্থকগোষ্ঠীর মধ্যে বক্তব্য রাখেন- পৌর জাপার সাংঠনিক সম্পাদক শওকত হোসেন, সায়েস্তা ইউপি জাপার সাবেক সভাপতি মোহাম্মদ আলী খসরু, চারিগ্রাম ইউপি জাপার সাধারণ সম্পাদক আ. লতিফ, চান্দহর ইউপি জাপা নেতা শহিদ মেম্বার, জয়মন্ট ইউপি জাপা নেতা মোজাফর, জামির্ত্তা ইউপি জাপা নেতা ডা. ওচমানসহ মানিকগঞ্জ-২ আসনের প্রত্যন্ত এলাকার জাপার শতাধিক নেতাকর্মী।
এমএসএম / জামান
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা
ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ
Link Copied