ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আরিচায় অতিরিক্ত ফেরি ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ২৩-১০-২০২২ বিকাল ৭:১১

                                       * কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

          * টিএস রতনের নেতৃত্বে বেপরোয়া বিআইডব্লিউটিসির কর্মকর্তারা

 


বিআইডব্লিউটিসির আরিচা-কাজীরহাট রুটে ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রোববার আরিচা ঘাটে বিক্ষোভ করেছেন ট্রাক চালকরা। কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।  

জানা গেছে, টিএস রতনের নেতৃত্বে বেপরোয়া হয়ে উঠেছেন আরিচা কার্যালয়ের  বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। তারা সব গাড়ি থেকেই বাড়তি টাকা নেন। তবে সব চেয়ে বেশি অতিরিক্ত টাকা নেওয়া হয় ট্রাক থেকে। আরিচা-কাজীরহাট নৌরুটে বর্তমানে ৫ টনের ট্রাক ভাড়া ২০৪০ টাকা; কিন্তু এক হাজার টাকা অতিরিক্ত নেওয়া হয়। কেউ বাড়তি টাকা না দিলে তাকে টিকিট দেওয়া হয় না। এ নিয়ে প্রায়ই ট্রাক শ্রমিকদের সঙ্গে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। রোববারও অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ট্রাক চালক। এক পর্যায়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রাও বিক্ষোভে অংশ নেন। অবস্থা বেগতিক দেখে ফেরি চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যানবাহন নিয়ে ঘাটেই থাকতে বাধ্য হয় ফেরি ক্যামেলিয়া।

নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রাক চালক জানান, এখন আর আগের মতো গাড়িতে ইনকাম হয় না। মহাজন রাগারাগি করে। এরপর আরিচা ঘাটে অতিরিক্ত টাকা দিয়ে ফেরি পার হতে হয়। মহাজন এ টাকা দিতে চান না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ দুর্নীতি মেনে নেওয়ার মতো না। ১০০/২০০ টাকা বেশি নিলে মেনে নেওয়া যায়। এক হাজার টাকা বেশি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কাসেম নামে পাবনার এক ট্রাক চালক বলেন, আরিচা ঘাটে অতিরিক্ত টাকা নেওয়া নিয়মে পরিণত হয়েছে। প্রতি গাড়ি থেকে এক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। ২০৪০ টাকার টিকিট তিন হাজার টাকার নিচে পাওয়া যায় না। আমরা এ রুট দিয়ে নিয়মিত যাতায়াত করি। সপ্তাহে দুইটা ট্রিপ মারি। শুধু আরিচা ঘাটেই বাড়তি দিতে হয় দুই হাজার টাকা। মহাজন তো টিকিটের অতিরিক্ত টাকা দেন না। বাধ্য হয়েই আমরা চোর হচ্ছি। দিন শেষে প্রায় খালি হাতে বাড়ি ফিরছি। 

লাইজুল ইসলাম এক ট্রাক চালক জানান, বিআইডব্লিউটিসির লোকরা তো আমাদের মানুষ মনে করে না। আমাদের সাথে পশুর মতো ব্যবহার করে। বাড়তি টাকা না দিলে টিকিট পাওয়া যায় না। আমরা অশিক্ষিত মানুষ। কার কাছে অভিযোগ জানাব, তাও জানি না। আমাদের টাকায় ওরা (বিআইডব্লিউটিসি) বাড়ি-গাড়ি করছে। আর আমরা খেতে পাই না। এই হলো অবস্থা।

আরিচা ঘাটের স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ওপেন-সিক্রেট। সবাই জানেন। হয়তো বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানেন। তারা জেনেও চুপ থাকেন। আমরা চুপ আছি। আপনারাও চুপ থাকেন। এ নিয়ে লিখে কোনোও লাভ নেই। যে লাউ সেই কদু।

অভিযোগের বিষয়ে টিএস রতন বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না। সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়। ট্রাক চালকদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ওরা এমনিতেই একটু হাউকাউ করেছে। এখানে অতিরিক্ত ভাড়ার বিষয় না। ফেরি বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, একজন ভিআইপির জন্য ফেরি আটকে রাখা হয়। তবে সেই ভিআইপির নাম তিনি বলতে পারেননি।

অভিযোগের বিষয়ে কথা হয় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহর সঙ্গে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি ঠিক না। আগে এ রুটের ফেরি ভাড়া ছিল ১৪০০ টাকা। অনেক চালক সেই টাকা দিয়ে পার হতে চান। তারা বর্তমান ভাড়া ২০৪০ টাকাকে অতিরিক্ত ভাড়া মনে করেন। একজন চালক ২০৪০ টাকা দিতে না চাইলে একটু ঝামেলা হয়। তারা একটু হৈচৈ করে। পরে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং ২০৪০ টাকা দিয়ে টিকিট নিয়ে ফেরি পার হয়েছেন। এ কারণে ফেরি ছাড়তে একটু দেরি হয়। ঝামেলার কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন উল্লেখ করে বলেন, এখনো ২০৪০ টাকা ভাড়া লেখা টিকিট তারা পাননি। কিন্তু সিল দিয়ে তারা ২০৪০ টাকা ভাড়া রাখছেন।

এ বিষয়ে কথা বলার জন্য ফোন করা হয় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজকে। তিনি ফোনকল গ্রহণ করেননি।
   

প্রীতি / প্রীতি

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট

ভিন্ন মতের শিকার: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানের দীর্ঘ প্রশাসনিক দুর্ভোগ

রেলের “র” এর ষড়যন্তকারীরা আবারো সক্রিয়

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিআরটিএ’র ৪ কর্মকর্তার সাজা মওকুফে তৎপরতা

নির্বাচন সামনে রেখে সীমান্তে বেড়েছে অবৈধ অস্ত্রের চালান

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট!

৯২৬ টন পণ্যের হদিস নেই কাস্টমসে

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন?

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের পাহাড়