ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুর্গাপুরে ৭ বছর পর আ‘লীগের সম্মেলন, উৎসবের আমেজে নেতারা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৪:৩৯

দীর্ঘদিন পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর)। প্রতীক্ষিত সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশীরা। বিভিন্ন এলাকায় চলছে নানা গুঞ্জন। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চলছে নতুন ভাবনা, কে ধরবেন দলীয় হাল, কে হবেন সভাপতি অথবা সম্পাদক। তাদের প্রচার-প্রচারণায় ব্যস্ত বয়েছে সমর্থকরা। ব্যনার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে দুগার্পুর পৌরসভা সহ আশপাশের এলাকা গুলো।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলেও থেমে নেই মঞ্চ সজ্জার কাজ। এ নিয়ে সোমবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, বিগত ২০১৫ সালের ২৭ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আাজাদ ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 

বর্তমানে সকল জল্পনা-কল্পনা পেছনে ফেলে সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবে- এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নবীন-প্রবীণসহ অনেক নতুন মুখ। কাউন্সিলকে ঘিরে সাধারণ সম্পাদক পদের জন্য উপজেলা আ‘লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম-সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, তরুন আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, হাসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, আ‘লীগ নেতা ফজলুর রহমান, একাত্তর এর ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা আহবায়ক ও আদিবাসী নেতা শরদিন্দু সরকার স্বপন হাজং, তরুন নেতা সাইফুল ইসলাম বেগ এর নাম শোনা যাচ্ছে।

এছাড়া সভাপতি পদের জন্য একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও তাঁদের মধ্যে বর্তমান সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আাজাদ, সহ:সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উসমান গণি তালুকদার, মো. আলী আসগর, আলহাজ এডভোকেট মজিবুর রহমান, দুগার্পুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ শ.ম জয়নাল আবেদীন, সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম, ময়মনসিংহ আইনজীবী সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগনেতা জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, তরুন নেতা শিক্ষানুরাগী অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদের প্রধান উপদেষ্টা শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। 

পৌর শহরের সুসং সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বাংলাদেশ আ‘লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া সম্মেলন উদ্বোধন করবেন জেলা আ‘লীগের সভাপতি মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মাননীয় সমাজকল্যান প্রতিমন্ত্রী ও জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি থাকছেন, কেন্দ্রিয় আ‘লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, কেন্দ্রীয় আ‘লীগের সাংগঠনিক সম্পাদ আহমদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এমপি মানু মজুমদার, রেবেকা মমিন, বীর প্রতিক ওয়ারেসাত হোসেন বেলাল, জাকিয়া পারভীন খান, হাবিবা রহমান খান শেফালী প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, প্রায় সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সু-সংগঠিত ও সুদৃঢ় হবে। ২৫ অক্টোবরের উপজেলা সম্মেলন সফল করতে ইতোমধ্যে উপজেলা আ‘লীগের নেতাদের মাঝেউৎসব বিরাজ করছে। সকলেই সহযোগিতা করছে, প্রস্তত রয়েছে মেডিক্যাল টিম, সেচ্ছাসেবক সহ অন্যান্যরা। আশা করছি সম্মেলন সফল হবে ইনশাআল্লাহ্।

এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু