সাটুরিয়ায় সিত্রাংয়ের তাণ্ডবে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সিত্রাংয়ের তাণ্ডবে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে কৃষকের স্বপ্ন। এই ঝড়ে কৃষকের পাকা ধান মিশে গেছে মাটির সাথে। পানিতে তলিয়ে গেছে ধান, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন শাকসবজির ক্ষেত।
সাটুরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সিত্রাংয়ের কারণে কৃষকের উৎপাদিত ফসল প্রায় ১০০ হেক্টর ভুট্টা, ২৫ হেক্টর সরিষা, ২৫ হেক্টার ধান, ৬০ হেক্টর মাসকলাই ও ধনিয়া ৪০ হেক্টর পানিতে তলিয়ে গেছে। এছাড়া শীতকালীন সবজি সবই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কৃষকের ঘরে ১৫ দিন পরেই উঠবে রোপা আমন ধান। অতিবৃষ্টি হওয়ার কারণে ওই আধাপাকা ধান পড়ে পানিতে ভাসছে।
কৃষক জলিল মিয়া বলেন, আগাম ভুট্টা লাগিয়েছিলাম। অতিবৃষ্টির কারণে ওই ভুট্টা পানিতে তলিয়ে যাওয়ায় সব চারা মরে যাবে। তিনি কয়েক বিঘা ভুট্টার আবাদ করেছিলেন। এতে প্রায় তার ৫০ হাজার টাকা খরচ হয়।
রাধানগর গ্রামের হোসেন আলী বলেন, আর ১০-১২ দিন পর ধান কাটব। সেই আধা পাকা ধান ঝরে পরে পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা বেশির ভাগ ধান পচে যাবে। এতে তার প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি হবে।
জান্না গ্রামের কৃষক সোহেল হোসেন বলেন, দুই বিঘা জমিতে চড়া মূল্য দিয়ে সার কিনে সরিষা বুনেছিলাম। একদিনের বৃষ্টিতে সেই সরিষা পানিতে তলিয়ে গেছে। এতে তার ২৫ থেকে ৩০ হাজার টাকা লোকসান হবে বলে জানান।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সিত্রাংয়ের কারণে সাটুরিয়ার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। শুরুতেই এক বিঘা ধান বুনতে কৃষকের খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা। এক বিঘা ভুট্টা বুনতে খরচ হয় ৮ হাজার টাকা ও এক বিঘা সরিষা বুনতে খরচ হয় ৬ হাজার টাকা। একদিনে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কুষকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ
কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন
বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ
রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড
রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক
আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়
Link Copied