সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছেন না ভূমিহীন পরিবার: ঘরে ঝুলছে তালা
মানিকগঞ্জের সাটুরিয়ার ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরগুলোতে থাকছেন না ভূমিহীন পরিবার। ভূমিহীন ১৭ টি পরিবারের মাঝে দেওয়া উপহারের এসব ঘরের মধ্যে থাকেন মাত্র ২টি পরিবার। অন্য ১৫ টি ঘরে ঝুঁলছে দুটি করে তালা।
উপজেলার বরাইদ ইউনিয়নের এসব আশ্রায়ণ প্রকল্পের ঘরে না থাকার কারন জানতে চাইলে ভূমিহীন হেলাল মিয়াসহ আরো কয়েকজন জানান, ভূমিহীনদের জন্য নির্মাণ করা ঘরগুলো বসবাসের অযোগ্য হওয়ায় আমরা থাকতে পারছিনা। সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় ঘরগুলো। এছাড়া ঘরের সব কিছুই নিন্মমানের হওয়ায় ঘরে বসবাস করতে আমরা অনেক ভয় পাচ্ছি। এছাড়া আশ্রায়ণ প্রকল্পে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কিছুই পাইনি। তারা অভিযোগ করে বলেন, আমরা বালিয়াটি ইউনিয়নের ভূমিহীন। আমাদের কেন বরাইদ আশ্রায়ণ শিবিরে দেওয়া হলো।
এসময় প্রকল্পের ২টি ঘরে থাকা পরিবাবের সাথে কথা বললে তারা জানান, নিঁচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টির পানিতে হাটু পানি জমে। ঘরের ভিতরের মেঝে ফেটে গেছে। চাল দিয়ে পানি পরে। দেয়ালের বিভিন্ন স্থান ফেটে গেছে। সতেরটি পরিবারের জন্য একটি নূলকপ দেওয়া হয়েছে। শৌচাগার গুলা মাটির নিচে গেঁথে যাচ্ছে। সব পরিবার না থাকায় আগাছায় ভরে গেছে চারপাশ। অতি বৃষ্টির ফলে ঘরে পানি প্রবেশ করায় নিজেদের টাকায় মাটি ভরাট করা হয়েছে। বরাইদ ইউনিয়নের একটিরনদী কবলিত এলাকা। এখানে সাধারণ বন্যা হলেই এ আশ্রায়ণ প্রকল্প পানির নিচে থাকবে বলে তারা জানান।
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জু বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের ঘর নির্মাণ করতে হয়েছে। সামান্য সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। তবে যাচাই বাছাই কমিটির বালিয়াটির ভূমিহীনদের বরাইদ দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বালিয়াটি এলাকা থেকে যে সমস্ত ভূমিহীনদের বরাইদ ইউনিয়নের আশ্রায়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার পরই তাদের ওখানে পাঠানা হয়েছে। কিন্তু এ বিষয়টি আমার জানা ছিল না যে সেখানে ১৭ পরিবারের মধ্য ১৫ পরিবার কেন থাকেন। তবে যারা সেখানে থাকেন না তাদের নাম বাতিল করে নতুন ভূমিহীনদের ওখানে দেয়া হবে। আশ্রায়ন প্রকল্পের ঘরগুলোর বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলে তিনি দাবী করেন অন্যন্য উপজেলার থেকে আমাদের উপজেলার ঘরগুলো ভালো মানের হয়েছে বলে তিনি করে করেন।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
Link Copied