সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছেন না ভূমিহীন পরিবার: ঘরে ঝুলছে তালা

মানিকগঞ্জের সাটুরিয়ার ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরগুলোতে থাকছেন না ভূমিহীন পরিবার। ভূমিহীন ১৭ টি পরিবারের মাঝে দেওয়া উপহারের এসব ঘরের মধ্যে থাকেন মাত্র ২টি পরিবার। অন্য ১৫ টি ঘরে ঝুঁলছে দুটি করে তালা।
উপজেলার বরাইদ ইউনিয়নের এসব আশ্রায়ণ প্রকল্পের ঘরে না থাকার কারন জানতে চাইলে ভূমিহীন হেলাল মিয়াসহ আরো কয়েকজন জানান, ভূমিহীনদের জন্য নির্মাণ করা ঘরগুলো বসবাসের অযোগ্য হওয়ায় আমরা থাকতে পারছিনা। সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় ঘরগুলো। এছাড়া ঘরের সব কিছুই নিন্মমানের হওয়ায় ঘরে বসবাস করতে আমরা অনেক ভয় পাচ্ছি। এছাড়া আশ্রায়ণ প্রকল্পে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কিছুই পাইনি। তারা অভিযোগ করে বলেন, আমরা বালিয়াটি ইউনিয়নের ভূমিহীন। আমাদের কেন বরাইদ আশ্রায়ণ শিবিরে দেওয়া হলো।
এসময় প্রকল্পের ২টি ঘরে থাকা পরিবাবের সাথে কথা বললে তারা জানান, নিঁচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টির পানিতে হাটু পানি জমে। ঘরের ভিতরের মেঝে ফেটে গেছে। চাল দিয়ে পানি পরে। দেয়ালের বিভিন্ন স্থান ফেটে গেছে। সতেরটি পরিবারের জন্য একটি নূলকপ দেওয়া হয়েছে। শৌচাগার গুলা মাটির নিচে গেঁথে যাচ্ছে। সব পরিবার না থাকায় আগাছায় ভরে গেছে চারপাশ। অতি বৃষ্টির ফলে ঘরে পানি প্রবেশ করায় নিজেদের টাকায় মাটি ভরাট করা হয়েছে। বরাইদ ইউনিয়নের একটিরনদী কবলিত এলাকা। এখানে সাধারণ বন্যা হলেই এ আশ্রায়ণ প্রকল্প পানির নিচে থাকবে বলে তারা জানান।
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জু বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের ঘর নির্মাণ করতে হয়েছে। সামান্য সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। তবে যাচাই বাছাই কমিটির বালিয়াটির ভূমিহীনদের বরাইদ দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বালিয়াটি এলাকা থেকে যে সমস্ত ভূমিহীনদের বরাইদ ইউনিয়নের আশ্রায়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার পরই তাদের ওখানে পাঠানা হয়েছে। কিন্তু এ বিষয়টি আমার জানা ছিল না যে সেখানে ১৭ পরিবারের মধ্য ১৫ পরিবার কেন থাকেন। তবে যারা সেখানে থাকেন না তাদের নাম বাতিল করে নতুন ভূমিহীনদের ওখানে দেয়া হবে। আশ্রায়ন প্রকল্পের ঘরগুলোর বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলে তিনি দাবী করেন অন্যন্য উপজেলার থেকে আমাদের উপজেলার ঘরগুলো ভালো মানের হয়েছে বলে তিনি করে করেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
Link Copied