ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছেন না ভূমিহীন পরিবার: ঘরে ঝুলছে তালা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২১ রাত ৯:৫৯
মানিকগঞ্জের সাটুরিয়ার ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরগুলোতে থাকছেন না ভূমিহীন পরিবার।  ভূমিহীন ১৭ টি পরিবারের মাঝে দেওয়া উপহারের এসব ঘরের মধ্যে থাকেন মাত্র ২টি পরিবার। অন্য ১৫ টি ঘরে ঝুঁলছে দুটি করে তালা।
 
উপজেলার বরাইদ ইউনিয়নের এসব আশ্রায়ণ প্রকল্পের ঘরে না থাকার কারন জানতে চাইলে ভূমিহীন হেলাল মিয়াসহ আরো কয়েকজন জানান, ভূমিহীনদের জন্য নির্মাণ করা ঘরগুলো বসবাসের অযোগ্য হওয়ায় আমরা থাকতে পারছিনা। সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় ঘরগুলো। এছাড়া ঘরের সব কিছুই নিন্মমানের হওয়ায় ঘরে বসবাস করতে আমরা অনেক ভয় পাচ্ছি। এছাড়া আশ্রায়ণ প্রকল্পে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কিছুই পাইনি। তারা অভিযোগ করে বলেন, আমরা বালিয়াটি ইউনিয়নের ভূমিহীন। আমাদের কেন বরাইদ আশ্রায়ণ শিবিরে দেওয়া হলো।
 
এসময় প্রকল্পের ২টি ঘরে থাকা পরিবাবের সাথে কথা বললে তারা জানান, নিঁচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টির পানিতে হাটু পানি জমে। ঘরের ভিতরের মেঝে ফেটে গেছে। চাল দিয়ে পানি পরে। দেয়ালের বিভিন্ন স্থান ফেটে গেছে। সতেরটি পরিবারের জন্য একটি নূলকপ দেওয়া হয়েছে। শৌচাগার গুলা মাটির নিচে গেঁথে যাচ্ছে। সব পরিবার না থাকায় আগাছায় ভরে গেছে চারপাশ। অতি বৃষ্টির ফলে ঘরে পানি প্রবেশ করায় নিজেদের টাকায় মাটি ভরাট করা হয়েছে। বরাইদ ইউনিয়নের একটিরনদী কবলিত এলাকা। এখানে সাধারণ বন্যা হলেই এ আশ্রায়ণ প্রকল্প পানির নিচে থাকবে বলে তারা জানান।
 
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জু বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের ঘর নির্মাণ করতে হয়েছে। সামান্য সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। তবে যাচাই বাছাই কমিটির বালিয়াটির ভূমিহীনদের বরাইদ দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন।
 
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বালিয়াটি এলাকা থেকে যে সমস্ত ভূমিহীনদের বরাইদ ইউনিয়নের আশ্রায়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার পরই তাদের ওখানে পাঠানা হয়েছে। কিন্তু এ বিষয়টি আমার জানা ছিল না যে সেখানে ১৭ পরিবারের মধ্য ১৫ পরিবার কেন থাকেন। তবে যারা সেখানে থাকেন না তাদের নাম বাতিল করে নতুন ভূমিহীনদের ওখানে দেয়া হবে। আশ্রায়ন প্রকল্পের ঘরগুলোর বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলে তিনি দাবী করেন অন্যন্য উপজেলার থেকে আমাদের উপজেলার ঘরগুলো ভালো মানের হয়েছে বলে তিনি করে করেন।  

এমএসএম / এমএসএম

কেশবপুরে সাংবাদিক সোহেল পারভেজ কে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা

মামলা তদন্তকারী শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই আতাউল মাহমুদ

সিংগাইরে উত্তর বকচরে ডা: জামাল সুপার মার্কেটের যাত্রা শুরু

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শিক্ষার গুণগত মানোন্নয়নে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ, উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন

শেকৃবিতে আরও ৯ শিক্ষকের একাডেমিক দায়িত্ব সাময়িক স্থগিত

চিলমারীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

রায়গঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

মানিকগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়ালের মাটি ধসে শ্রমিকের মৃত্যু

রৌমারীতে বিদ্যালয়ে শিক্ষার্থী নেই, তবুও সরকারি বই বিতরণ