সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকছেন না ভূমিহীন পরিবার: ঘরে ঝুলছে তালা

মানিকগঞ্জের সাটুরিয়ার ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরগুলোতে থাকছেন না ভূমিহীন পরিবার। ভূমিহীন ১৭ টি পরিবারের মাঝে দেওয়া উপহারের এসব ঘরের মধ্যে থাকেন মাত্র ২টি পরিবার। অন্য ১৫ টি ঘরে ঝুঁলছে দুটি করে তালা।
উপজেলার বরাইদ ইউনিয়নের এসব আশ্রায়ণ প্রকল্পের ঘরে না থাকার কারন জানতে চাইলে ভূমিহীন হেলাল মিয়াসহ আরো কয়েকজন জানান, ভূমিহীনদের জন্য নির্মাণ করা ঘরগুলো বসবাসের অযোগ্য হওয়ায় আমরা থাকতে পারছিনা। সামান্য বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় ঘরগুলো। এছাড়া ঘরের সব কিছুই নিন্মমানের হওয়ায় ঘরে বসবাস করতে আমরা অনেক ভয় পাচ্ছি। এছাড়া আশ্রায়ণ প্রকল্পে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কিছুই পাইনি। তারা অভিযোগ করে বলেন, আমরা বালিয়াটি ইউনিয়নের ভূমিহীন। আমাদের কেন বরাইদ আশ্রায়ণ শিবিরে দেওয়া হলো।
এসময় প্রকল্পের ২টি ঘরে থাকা পরিবাবের সাথে কথা বললে তারা জানান, নিঁচু জমিতে ঘর নির্মাণ করায় বৃষ্টির পানিতে হাটু পানি জমে। ঘরের ভিতরের মেঝে ফেটে গেছে। চাল দিয়ে পানি পরে। দেয়ালের বিভিন্ন স্থান ফেটে গেছে। সতেরটি পরিবারের জন্য একটি নূলকপ দেওয়া হয়েছে। শৌচাগার গুলা মাটির নিচে গেঁথে যাচ্ছে। সব পরিবার না থাকায় আগাছায় ভরে গেছে চারপাশ। অতি বৃষ্টির ফলে ঘরে পানি প্রবেশ করায় নিজেদের টাকায় মাটি ভরাট করা হয়েছে। বরাইদ ইউনিয়নের একটিরনদী কবলিত এলাকা। এখানে সাধারণ বন্যা হলেই এ আশ্রায়ণ প্রকল্প পানির নিচে থাকবে বলে তারা জানান।
সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জু বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের ঘর নির্মাণ করতে হয়েছে। সামান্য সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। তবে যাচাই বাছাই কমিটির বালিয়াটির ভূমিহীনদের বরাইদ দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বালিয়াটি এলাকা থেকে যে সমস্ত ভূমিহীনদের বরাইদ ইউনিয়নের আশ্রায়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার পরই তাদের ওখানে পাঠানা হয়েছে। কিন্তু এ বিষয়টি আমার জানা ছিল না যে সেখানে ১৭ পরিবারের মধ্য ১৫ পরিবার কেন থাকেন। তবে যারা সেখানে থাকেন না তাদের নাম বাতিল করে নতুন ভূমিহীনদের ওখানে দেয়া হবে। আশ্রায়ন প্রকল্পের ঘরগুলোর বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলে তিনি দাবী করেন অন্যন্য উপজেলার থেকে আমাদের উপজেলার ঘরগুলো ভালো মানের হয়েছে বলে তিনি করে করেন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied