ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩০-১০-২০২২ রাত ৮:৪৩
মাদারীপুরে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইজিবাইক চালকরা।রবিবার ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে মহাসড়কের উপর ইজিবাইক রেখে বেড়িকেট দিয়ে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল করে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয়। বেলা ২টার দিকে রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবরোধ তুলে নেয়। 
 
ইজিবাইক চালকরা বিক্ষোভ মিছিল শেষে ইব্রাহিম নামে এক চালক সাংবাদিকদের জানান, ‘হাইওয়ে পুলিশ প্রতিদিনই  চাঁদাবাজি করে আসছে। তাদের দাবি মিটাতে মিটাতে আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে। হাইওয়ে পুলিশের মানসিক ও অর্থনৈতিক নির্যাতনে আমাদের মত খেটে খাওয়া মানুষের জীবন অতীষ্ট হয়ে উঠেছে। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক, সিএনজি অটো ভ্যান কিনে জীবিকা নির্বাহ করছি। এসব ঋণের কিস্তি টানতে গিয়ে আমাদের নাভিশ্বাস অবস্থা।’
করিম নামে আরেক জন চালক জানান, ‘হাইওয়ে পুলিশকে নিয়মিত বখড়া দিলে সেই গাড়ি হাইওয়েতে চলতে পারে। না দিলে গাড়ি আটকিয়ে তাদের চাহিদা মোতাবেক টাকা আদায় করে ছেড়ে দেয়। এ দুর্মুল্যের বাজারে কিস্তি টেনে ও পুলিশের চাঁদা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমাদের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে অন্ধকার জগতে চুরি, ডাকাতি প্রবেশ করতে বাধ্য হবো। তাই আমরা বাধ্য হয়ে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির নির্যাতন থেকে বাঁচতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসষ্ট্যান্ডের মহাসড়কে ইজিবাইক রেখে বেড়িকেট দিয়ে বিক্ষোভ মিছিল করে এ অবরোধ করতে বাধ্য হয়েছি।’ 
ইজিবাইক চালক মনিরুজ্জামান বলেন, ‘আমরা পৌরসভার মধ্যে নির্বিঘ্নে চলাচল করতে পারলে ঋণের টাকা পরিশোধের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে কোন রকম বাচঁতে পারবো।’
 
হাইওয়ে পুলিশের এসআই একরাম হাসানুজ্জামান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাইওয়েতে ইজিবাইক চালানো হাইকোর্ট থেকে নিষেধ।্ তাই আমরা হাইওয়েতে ইজিবাইক চালালে মামলা দেই। এই মামলা দেয়ার কারণে ওরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনেছে।’ 
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, ‘ইজিবাইক চালকদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।’

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি