ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ট্রলার ভাড়া, খাবারের আয়োজন প্রার্থীদের


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৫১
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য ট্রলার ভাড়া ও খাবারের আয়োজন করেছেন প্রার্থীরা।
 
জানা যায়, সুতালড়ী ইউনিয়ন সম্পূর্ণই পদ্মার চরাঞ্চল। উপজেলা সদর থেকে সুতালড়ী ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। উপজেলা সদর থেকে ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬৪০ জন। তবে ইউনিয়নের বেশিরভাগ ভোটারই উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের ভোট দিতে চরাঞ্চলে আসা এবং যাওয়ার জন্য ৩০ হাজার টাকায় মোট ৯টি ট্রলার ভাড়া করেছেন তিনজন প্রতিদ্বন্দী প্রার্থী। পাশাপাশি দুপুরে ভোটারদের খাওয়ানোর জন্য তিনজন প্রার্থীই আলাদা আলাদা ভাবে খিচুড়ির রান্না করেছেন।
 
নাম প্রকাশ না করার শর্তে একটি ট্রলারের মাঝি বলেন, আজ সারাদিনে ভোটারদের পারাপারের জন্য ৩০ হাজার টাকায় মোট নয়টি ট্রলার ভাড়া করেছেন প্রার্থীরা। ভাড়ার টাকা তিনজন প্রার্থীই দিবেন।চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হক মোল্লা বলেন, "এই এলাকায় কোন হোটেল বা খাবারের জায়গা নেই। আমাদের লোকজন আসতেছে অনেক দূর থেকে। তাদের খাওয়ার জন্যই খিচুড়ির আয়োজন করা হয়েছে।"
 
একই কথা বলেন নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন বাচ্চু। তিনি বলেন, মূলত মানবিক দিক থেকেই খাবারের আয়োজন করা হয়েছে।"আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক বাদল বলেন, "আমার বাড়ি এখানেই। নির্বাচনে দায়িত্বরত প্রশাসন, পুলিশ এবং অন্যান্যদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। ভোটাররাও খাচ্ছেন।
 
তবে ভোটারদের যাতায়াতের বিষয়ে প্রার্থীরা বলেন, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ট্রলার ভাড়া করা হয়েছে।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ বলেন, বিষয়গুলো নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখবেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধির বিষয়গুলো দেখার দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। তবে কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আচরণবিধি দেখার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট থাকতে পারে।
 
উল্লেখ্য, গত ৮ জুন সুতালড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম মারা যাওয়ায় আজ চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে গোলজার হোসেন বাচ্চু (নৌকা প্রতীক), এমদাদুল হক ভূইয়া বাদল (আনারস প্রতীক) এবং মো. আব্দুল হক মোল্লা (মোটরসাইকেল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী