চট্টগ্রামের চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ চান্দগাঁও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ব্যাাপক অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচার চেয়ে জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ করলেও অদৃশ্য শক্তির কারণে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ভূমি অফিসের সার্ভেয়ার নাজমুলের রয়েছে নামে-বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। তিনি এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত প্রকাশ্যে চাঁদাবাজি করলেও ভুক্তভোগীরা ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না।
জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম নগরীর ভূমি অফিস চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও সার্ভেয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেলেও উক্ত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য উচ্চপর্যায়ে তদবির চালাচ্ছেন সার্ভেয়া নাজমুল হাসান। ঘুষ দাবির ঘটনায় এসিল্যান্ড ও সার্ভেয়ারের বিরুদ্ধে গত ৩ এপ্রিল জসিম উদ্দীন নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর পশ্চিম ষোলশহরস্থ বিবিরহাট তাজমহল কমিউনিটি সেন্টারটি দীর্ঘ ৩০ বছর ধরে নিজস্ব জায়গায় জসিম উদ্দীন পরিচালনা করে আসছেন। কমিউনিটি সেন্টারটি সংস্কার করার জন্য সিডিএ থেকে ৬ তলার প্ল্যানও অনুমোদন নেয়। জসিম উদ্দীনের নামে ওয়াসা, বিদ্যুৎ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং টেক্সসহ যাবতীয় কাগজপত্র রয়েছে।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক ও সার্ভেয়ার নাজমুল হাসান ভূমি অফিসে আসা লোকজনকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহরস্থ বিবিরহাট এলাকার মৃত ইউসুফের পুত্র তাজমহল কমিউনিটি সেন্টারের মালিক মো. জসিম, মো. কাউসার, মো. নাঈমের বিরুদ্ধে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার জোহরা বেগম (৪০), মো. জাহেদের (১৮) পক্ষ থেকে এডিএম কোর্ট (মহানগর) চট্টগ্রাম ২০১৮ সালের ১৬ আগস্ট মামলা দায়ের করা হয়। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সার্ভেয়ার নাজমুল হাসান ও তৎকালীন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ফোরকান এলাহী অনুপম সরেজমিন তদন্ত করে একটি প্রতিবেদন দেন।
এর আগে আদালতের নির্দেশে পাঁচলাইশ মডেল থানার তৎকালীন এসআই নুরুল আলম মিয়া ২০১৯ সালের ১১ মার্চ উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সরেজমিন তদন্তের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদনের পর গত ২২ মার্চ একই স্থানের সার্ভেয়ার নাজমুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক আগের প্রতিবেদনের বিপরীতে আরেকটি প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদন দেয়ার আগে সার্ভেয়ার নাজমুল হাসান ও এসিল্যান্ড ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রতিবেদন পক্ষে দিতে হলে এসিল্যান্ড এবং অফিসের লোকজন ১২ লাখ টাকা দাবি করেন।
এছাড়াও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ২০১৮ সালে আইয়ুব আলীর পরিবারের তথ্য গোপন করে ওয়ারিশন সনদ নেন। উক্ত সনদে পরিবারের ৭ সদস্যদের মধ্যে প্রথম স্ত্রী লাকী আকতারের তথ্য গোপন করায় গত ১২ জানুয়ারি আগের ওয়ারিশ সনদ বাতিল করে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলম আরেকটি সনদ দেন। তথ্য গোপন করে মামলা করার ঘটনায় জোহরা বেগম ও জাহেদের দায়েরকৃত মামলাটি খারিজ হয়ে যায়। এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করার জসিম উদ্দীনকে ভূমি অফিসের লোকজন ও যার পক্ষে রিপোর্ট দিয়েছে তারা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জসিম উদ্দীন জানান, উক্ত জায়গার যাবতীয় কাগজপত্র এবং দখল প্রায় তিন যুগ ধরে আমাদের পক্ষে এবং আমার কমিউনিটি সেন্টার আছে। এসিল্যান্ড ও সার্ভেয়ার সরেজমিন তদন্তে এসে সবার সামনে আমার কাছে স্বীকার করে যান সবকিছু আমার পক্ষে। অফিসে যাওয়ার পর বিভিন্ন মাধ্যমে খবর পাঠান এবং আমার কাছে ১২ লাখ টাকা লাগবে বলে দাবি করেন সার্ভেয়ার নাজমুল হাসান। টাকা না পেলে নাকি এসিল্যান্ড স্বাক্ষর করবেন না এবং ডিসি অফিসেও কিছু টাকা দিতে হবে বলে ঘুষ দাবি করেন।
এ বিষয়ে জানার জন্য চান্দগাঁও ভূমি অফিসের সার্ভেয়ার নাজমুল হাসানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বক্তব্য জানার জন্য ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি কোনো প্রকার যোগাযোগ করেননি।
এ বিষয়ে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীকের সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি। সার্ভেয়ার নাজমুল হাসান লাখ টাকার নিচে ঘুষ নেন না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও টাকার বিনিময়ে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি বহালতবিয়তে রয়েছেন। তার গ্রামের বাড়ি ও চট্টগ্রাম শহরে রয়েছ শত কোটি টাকার সম্পদ। নামে-বেনামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও কোটি কোটি টাকার ব্যাংক ব্যালান্স।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এসিল্যান্ড ও সার্ভেয়ারের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি আসার পর তদন্ত চলছে। করোনাকালীন অফিস ছুটি হওয়ার কারণে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এমএসএম / জামান

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
