ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২২ দুপুর ৩:৫২
পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ নামক আলাদা একটি ভূখণ্ডের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রস্তাব দেয়া হয়েছিল, পাকিস্তানি শাসকগোষ্ঠী তখন তারা মানেনি। এজন্য বাঙালিরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।
 
বিএনপির একদফা সরকার পতন ও তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন বিষয়ে তিনি বলেন, সেই প্রেক্ষিত এই প্রেক্ষিত নয়। স্বাধীন দেশ, সংবিধান, পতাকা, জনগণ এবং নির্বাচন কমিশন আছে, এগুলো হলো সীমারেখা। এর বাইরে গিয়ে আল্টিমেটাম মানে হঠকারিতা, সেটার কোনো জায়গা নেই। যদি বিএনপি হঠকারী সিদ্ধান্ত নিয়ে আল্টিমেটাম দেয়, জাতির উদ্দেশ্য হয় আমাদের উদ্দেশে হয়, সেটা আইনানুগভাবে মোকাবেলা করা হবে। তার বিধানও সংবিধানে আছে কিভাবে আল্টিমেটাম ও হঠকারিতা মোকাবেলা করতে হয় তা সংবিধানেই আইন-কানুন আছে। সেটা সরকার আইন-কানুন মেনেই মোকাবেলা করবে। আমরা সম্পূর্ণভাবে নিজ দেশে আমাদের মানুষ দ্বারা অর্জিত স্বাধীনতা সুরক্ষিত হবে এ বিশ্বাস আমাদের আছে।
 
তিনি বলেন, বিএনপির দাবি যদি যৌক্তিক হয় দেশের জনগণ তা দেখেন, বোঝেন কোন দল কী করছে। তারাই বিচার করবেন। কারা দেশের মানুষের উন্নয়ন করছে, কারা দেশের মানুষের পাশে দাড়িঁয়েছিল খাবার নিয়ে, বিদ্যুৎ নিয়ে, নানাভাবে জনগণের রায়ই শেষ রায় মনে করে। সেদিকেই বর্তমান আওয়ামী লীগ সরকার যাবে।
 
তিনি আরো বলেন, বিএনপির এমন ধরনের কথাবার্তা বলে সময়ক্ষেপণ করে। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনো ফায়দা হবে না। কেননা, আওয়ামী লীগ তো ভয় পাওয়ার দল নয়। ন্যায়ের পক্ষে আওয়ামী লীগ, কোন ডাকাতি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়নি। আওয়ামী লীগ এই দেশের মানুষকে মুক্ত করার জন্য ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছে।
 
আজ শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‌্যালির পূর্বে পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এসব কথা বলেন।
 
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে হাছন রাজা অডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান। 
 
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদেরে চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা সমবায় অফিসার বশির আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক, যবলীগ নেতা পাভেল আহমদ প্রমুখ।

এমএসএম / জামান

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে