ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সন্ধ্যা হলেই মাদকের কটু গন্ধে ভরে ওঠে চট্টগ্রাম রেলস্টেশন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১:১৫

গত কয়েক দিন আগের সন্ধ্যাবেলা, কর্ণফুলী এক্সপ্রেস থেমেছে চট্টগ্রাম স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে। বছর কুড়ির এক যুবক ট্রেন থেকে নেমেই সেই প্লাটফর্মের পশ্চিম দিকে ঝুপড়িতে ছুটে গেলেন। কিছুক্ষণ পর যখন ফিরলেন, তখন তার পা টলোমলো। নেশায় বুঁদ ছিল সে। তার অসংলগ্ন চিৎকারে অতিষ্ঠ স্টেশনের যাত্রীরা। পরে যাত্রীরা পিটিয়ে বের করে দিল তাকে। আরিফ নামের ১০-১২ বছরের এক পথশিশু স্টেশনের প্রবেশপথের ঠিক সামনে পলিথিন প্যাকে কী যেন নিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। তার সাথে সাহেদ, বিজয়, আনিস, রহিমা, সরওয়ারসহ সমবয়সী আরো কয়েক শিশু একই নেশায় মত্ত। এ ভয়ংকর নেশার নাম ড্যান্ডি। প্রতিদিন উল্লেখযোগ্য পথশিশু স্টেশন এলাকায় ডুবে থাকে ড্যান্ডির নেশায়। তারা নেশা করে চুরি, ছিনতাই হেন কাজ নেই যা করছে না। 

এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই স্টেশনের নিত্যযাত্রীদের অভিযোগ, সন্ধ্যা নামতেই প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরে জমে ওঠে মদ-গাঁজার গোপন ব্যবসা। মাদকের কটূ গন্ধে ভরে ওঠে স্টেশন।  প্লাটফর্মে সন্ধ্যা হতেই অপরিচিত মানুষের আনাগোনা বাড়ে। স্টেশনে বেআইনি কাজ যাতে না হয়, তার জন্য রেল পুলিশ রয়েছে। প্লাটফর্মে তাদের নজরদারিও চোখে পড়ে। তা সত্ত্বেও কী ভাবে নেশার আসর বসে? নিত্যাত্রীদের অনেকেরই অভিযোগ, পুলিশের একাংশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোপন বোঝাপড়া রয়েছে। তাই অবাধে তারা ব্যবসা করছে। এমনকি প্লাটফর্মের উত্তর প্রান্তে ঝুঁপড়িগুলোতে অন্ধকারে দেহ ব্যবসাও চলে বলে অভিযোগ।

রেল পুলিশ অবশ্য দাবি করেছে, স্টেশন এলাকায় অবৈধ অবস্থান কিংবা অযথা আসা যাওয়া করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে টিসির সহায়তায় বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ হকার, ভিক্ষুক এবং হিজড়াদের প্রাথমিক পর্যায়ে আটক করে সর্তক করাসহ মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে এই ধরনের কার্যক্রম কেউ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্লাটফরম এলাকায় মাদকাসক্ত ব্যক্তিদেরকে আটক করে নিয়মিত আদালতে সোপর্দ করা হচ্ছে।

রেলস্টেশন সংলগ্ন বরিশাল কলোনি, স্টেশন কলোনি, রেলের প্লাটফর্ম, স্টেশন রোড, রিয়াজ উদ্দিন বাজার, বিআরটিসি মোড়, কভার স্টোরসহ কয়েকটি এলাকায় চলে অবাধে মাদক বেচাকেনা। এসব জায়গায় ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন ও মদসহ বিভিন্ন জাতের মাদক খুব সহজেই পাওয়া যায়।রেলস্টেশনকেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণে রয়েছেন  জামতলা বস্তির ইদু, সুফিয়া, লাইলি, বরিশাল কলোনীর মনির, স্টেশন কলোনির কামাল, পুরাতন রেলস্টেশনের রহিমা, বয়লার কলোনির আলো, বিআরটিসি মোড়ের জাহাঙ্গীর, পলোগ্রাউন্ড মাঠের পেছনে জসিম, ইকবাল রোডে গোপাল, সুভাষ, কলা বাগিচারয় কৃঞ্চ, সাগর, রঞ্জিত, ব্রিকফিল্ড রোডে পারভেজ, স্বপন। মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখার জন্য তাদের মধ্যে এ এলাকায় প্রায়ই রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হয়।

রেল যাত্রীরা বলছেন, নেশাগ্রস্তদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় তারা রেল পুলিশের কাছে অভিযোগ জানান না। চট্টগ্রাম রেল স্টেশন হয়ে প্রতিদিন বাড়ি ফেরেন এক কলেজ ছাত্রী। বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান। ওই কলেজ ছাত্রী বলেন, ‘একা ফিরতে ভয় লাগে। কিছু যুবক ওভার ব্রীজ নিচে ঘণ্টার পর ঘণ্টা নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে। কটূক্তি করে। প্রতিবাদ করেও লাভ হয় না। তাই বাবা আমাকে নিতে আসে।’আর এক নিত্যযাত্রী বলেন, ‘প্ল্যাটফর্মের শৌচাগারে যাওয়া যায় না। ওখানেও নেশা চলে। বিশেষ করে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে অন্ধকারের মধ্যেই অবাধে নেশার আসর বসে। স্টেশন সংলগ্ন এলাকা থেকে চলে আসে মদের বোতল। গাঁজার পুরিয়া।’একই কথা জানিয়েছেন কিছু হকারও। কিন্তু তারাও ভয়ে এ সবে মাথা ঘামান না।বাধা দেওয়ার কেউ নেই। তাই চট্টগ্রাম রেল স্টেশন এখন নেশার ঠিকানা হয়ে গেছে বলে মনে করছেন যাত্রীরা।

এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ