ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ছাত্রলীগে চরম ক্ষোভ


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ১:২৯

*    পবিপ্রবিতে বিক্ষোভ
*  পিরোজপুরে অনৈতিক লেনদেনের অভিযোগ
*    বগুড়ায় আ’লীগ কার্যালয়ে তালা
*   কিশোরগঞ্জে সংঘর্ষ
*   বিবাহিত, অছাত্র ও মাদকাসক্তদের রাখার অভিযোগ 

 

কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে কমিটি দিচ্ছে ছাত্রলীগ। এসব কমিটি নিয়ে কয়েকটি স্থানে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অবিবাহিত, অছাত্র এমনকি মাদকাসক্তদের কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কমিটি নিয়ে মঙ্গলবার রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন করেছেন নেতাকর্মীরা। এদিন বগুড়ায় ছাত্রলীগের পদবঞ্চিতরা বিক্ষোভ করে আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পিরোজপুরে অনৈতিক সুবিধায় কমিটি দেওয়া হয়েছে বলে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এর আগে কিশোরগঞ্জের হোসেনপুরে কমিটি নিয়ে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ করা হয় ফরিদপুরে। এছাড়া এছাড়া অবরোধের মতো কঠোর কর্মসূচিও পালন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অসন্তোষ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।   
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিতর্কিতদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস। মঙ্গলবার রাতে মাদকাসক্ত, চাঁদাবাজ ও সরকার বিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করা হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এরপরই  ক্যাম্পাসের মূল গেটের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

বিক্ষোভকারীরা জানান, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধীদের সমন্বয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করা হবে বলে ঘোষণা দেন তারা। 
ছাত্রলীগের পবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাইম কায়সার বলেন, ক্যাম্পাসে চিহ্নিত চাঁদাবাজ ও সরকারবিরোধীদের নিয়ে কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ করছি। দুমকি থানার ওসি আব্দুস সালাম বলেন, তাদের মিছিল থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সজাগ আছি।

পিরোজপুর: বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী নেতাদের বাদ দিয়ে অবৈধ অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে বিতর্কিত, অছাত্র ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত লোকজনদের দিয়ে রাতের আঁধারে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রনেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ শুভ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে স্থানীয় আওয়ামী লীগ নেতার মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ মামলার আসামি অছাত্র অনিরুজ্জান অনিককে সভাপতি ও হত্যাচেষ্টা মামলার আসামি ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন। এছাড়া বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ত্যাগী ছাত্রনেতাদের বঞ্চিত করা হয়। তাই নবগঠিত কমিটি বাতিল করে পদবঞ্চিত যোগ্য ছাত্রনেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানাই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নবগঠিত কমিটির সহ-সভাপতি বারী তালুকদার জয়েন, সিরাজুল ইসলাম মামুন, ওমি আদনান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাঈন, জুলকারনাইন তীব্র, ছাব্বির আহমেদ প্রমুখ। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়ায় আওয়ামী লীগ অফিসে তালা: জেলা কমিটি বিলুপ্তির প্রায় নয় মাস পর সোমবার রাতে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষিত ৩০ সদস্যের কমিটিতে ১৭ জন সহসভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছয়জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর পদবঞ্চিত ও কাক্সিক্ষত পদ না পাওয়া নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কার্যালয়ের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেয়। এরপর তারা দলীয় কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধরা নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুতুল দাহ করেন। বিক্ষোভকারীরা দুপুর ১টার দিকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা হয়ে শেরপুর সড়কে যায়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সড়কের ওপর অবস্থান নেয়। অনেকে ফেইসবুকে সংগঠন ছাড়াও ঘোষণা দেন। 

সদ্যঘোষিত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, অবৈধ প্রক্রিয়ায় গঠিত কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদের প্রার্থী ছিলেন মুকুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রম দেওয়ার পরেও যখন আমার পরিশ্রমকে মূল্যায়ন করা হলো না তখন মনে হয়েছে, এখানে না থাকাই ভাল। 

বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংগঠনের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে বগুড়ায় ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে তারা আওয়ামী পরিবারের সন্তান। বগুড়ার মতো জায়গায় প্রকৃত আওয়ামী পরিবারের সন্তানদের পাওয়া খুব কঠিন। তাছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। 

কিশোরগঞ্জে সংঘর্ষ: কিশোরগঞ্জের হোসেনপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ১০ অক্টোবর দুপুরে হোসেনপুর উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবগঠিত উপজেলা ছাত্রলীগের নেতাদের স্বাগত জানিয়ে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করে হোসেনপুর উপজেলা ছাত্রলীগ। এতে আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নূরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহেল, হোসেনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সোস্তাফিজুর রহমান মোবারেস, সাধারণ সম্পাদক মো. মোবারিছ মিয়াসহ অন্যরা অংশ নেন। একই সময় ছাত্রলীগের কমিটিবিরোধী অপর অংশ বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেলের আঘাতে আহত হন অন্তত ২০ জন। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে দুই পক্ষ। হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।

৫ অক্টোবর মোস্তাফিজুর রহমান মুখলেছকে সভাপতি ও ইয়াসিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সংগঠনটির জেলা কমিটি। এরপর থেকে নতুন কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত দলের একটি অংশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রায় ৩ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ। ১ আগস্ট এ কর্মসূচি পালন করেন বঞ্চিতরা। এর আগে গভীর রাতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা রাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসও বন্ধ হয়ে যায়। কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম সেময় বলেন, ছাত্রলীগের কমিটির পদবঞ্চিতরা মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন। শাটলের লোকোমাস্টার না থাকায় ট্রেন আসছে না। তাকে খুব সম্ভবত আটকে রেখেছে ছাত্রলীগের কেউ। মূল ফটক বন্ধ থাকায় শিক্ষক বাস শহরে যেতে পারেনি। তাই শিক্ষকরাও ক্যাম্পাসে আসতে পারছেন না। পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ স্থগিতের বিষয়ে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, তাদের নেতা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন। তিনি বিবাহিত ও চাকরিজীবীদের বাদ দেওয়া, কমিটি বর্ধিত করা ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মূল্যায়ন- এই তিন দাবির বিষয়ে নাছির উদ্দীন আলোচনা করবেন বলে জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের আর ভোগান্তি না হওয়ার জন্য তারা অবরোধ স্থগিত করেছেন।

ফরিদপুরে কমিটিতে সন্তানের বাবা: ফরিদপুরে সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি শাহীন আহমেদ সোহান এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা। অভিযোগ উঠেছে, দু’জনেই বিবাহিত এবং তাদের রয়েছে একটি করে সন্তানও। এছাড়া গঠিত কমিটিতে স্থান পেয়েছে কিছু বিতর্কিতরা। এ নিয়ে চলছে নানা সমালোচনা। এ কমিটির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের একাংশের কিছু নেতাকর্মীরা। ২৭ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করা হয়। তারা কমিটি বাতিলের দাবি জানান। কর্মসূচিতে ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি অমিয় সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিজন মোল্যা, বিলুপ্ত কমিটির সভাপতি আশিকুর রহমান বিপ্লব, সরকারি ইয়াসিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সুপ্ত প্রমুখ।

তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারায় আছে, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। জেলা ও পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীর একাংশের দাবি, নবগঠিত ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি শাহীন আহমেদ সোহানের স্ত্রীর নাম জেনিমি সুরাত জেনি (বিথী)। তার শ্বশুর বাড়ি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকায়। তার শ্বশুরের নাম বিল্লাল শেখ। তার এক বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নতুন সদর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ সোহান বলেন, আমার নামে ষড়যন্ত্র চলছে। আমিতো বিবাহিতই না; আর বাচ্চা থাকবে কীভাবে? এগুলো আমার নামে অপপ্রচার চালাচ্ছে পদবঞ্চিত একটি গ্রুপ। প্রত্যেকটি বিবাহের নিবন্ধন থাকে। এগুলো যাচাই না করেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে, একই কমিটির সাধারণ সম্পাদক রানাও বিবাহিত বলে অভিযোগ উঠেছে। তার স্ত্রীর নাম আম্বিয়া। তার শ্বশুর বাড়িও ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকায়। তার আয়ান নামে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক রানা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমি বিবাহিত! তবে যারা অভিযোগ তুলেছেন ;তারা প্রমাণ করুক। প্রমাণ দিতে পারলে অব্যাহতি নেব। তিনি বলেন, আমিতো বিয়েই করিনি, তাহলে সন্তান হওয়ার তো প্রশ্নই আসে না। এসব ভিত্তিহীন কথাবার্তা।

 

এমএসএম / জামান

ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছেন লেলিন মুন্সি

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ