জাবিতে দেশের প্রথম বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাবিতে দেশের প্রথম বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত
‘জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির জন্য বায়োটেক’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশের প্রথম বায়োটেকনোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাবের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে বেলা ১২টায় বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরা-এর সভাপতিত্বে জহির রায়হান মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।
বেলা আড়াইটার একই ভেন্যুতে ‘পপুলার টক’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপল ড. হাসিনা খান। অনুষ্ঠানে অধ্যাপক হাসিনা খান বলেন, বায়োটেকনোলজিতে এখন নতুন নতুন দ্বার খুলে যাচ্ছে। গবেষণার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। বর্তমান প্রযুক্তির উন্নয়নে অতিক্ষুদ্র ডিএনএ, আরএনএ নিয়ে বিশদ গবেষণা হচ্ছে। মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। আজকের এই অলিম্পিয়াড নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের মাঝে বিজ্ঞান ভাবনায় উদ্বুদ্ধ করবে।
এরপর বিকেল ৪টায় অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। অলিম্পিয়াড প্রসঙ্গে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরা বলেন, ১৯৯৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বায়োটেকনোলজি বিভাগ খোলা হয়। আমরা দেখি যে দেশে বায়োলজি অলেম্পিয়াড আছে, গণিত অলিম্পিয়াড আছে কিন্তু বায়োটেকনোলজি অলিম্পিয়াড নেই। তাই এবছর আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে এই অলেম্পিয়াডের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে বায়োটেকনোলজির একটি পরিষ্কার ধারণা দেওয়াই এর উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied