ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে অসন্তোষ, ৩ জনের পদত্যগ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১১:১৮

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নব গঠিত কমিটির সভাপতি দিদারুল ইসলাম, কর্ণফুলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শিকলবাহা ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর বোয়ালখালী পৌরসভা আ’লীগের সাবেক আহ্বায়ক ও পৌরমেয়র। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। এরা দুজন ছাড়াও সম্প্রতি ঘোষিত ওই কমিটিতে বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বে থাকা ১০/১৫ জন আ’লীগ নেতার নাম রয়েছে। আ’লীগের দুই নেতাকে দিয়ে দক্ষিণ জেলা যুবলীগের কমিটি গঠন করায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কমিটিতে সিনিয়র জুনিয়র সমন্বয় না থাকায় এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

ঘোষিত কমিটির সহ সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছে দক্ষিণ জেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, দক্ষিণ জলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফারুক চৌধুরী ও যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু। গণপদত্যাগের হুমকিও দিয়েছে অনেকে। গত কমিটিতে যারা গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পোস্টে দায়িত্বে ছিলেন তাদের নতুন কমিটিতে নিচে নামিয়ে দেয়ায় কমিটির মধ্যে পদ নিয়ে অনেকে আগ্রহ হারিয়ে ফেলছে বলে কয়েকজন নেতা জানিয়েছে। গত বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের চেয়াম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছর তাদের মেয়াদকাল। দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে আওয়ামী লীগের সিনিয়র দুই নেতার অনুসারীদের প্রধান্য দিতে গিয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে নেতা কর্মীদের দাবি।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে হয়েছে, দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূন্যপদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ঘোষিত কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। ঘোষিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোহাম্মদ ফারুক চৌধুরী, পার্থ সারথি চৌধুরী, মুর্তজা কামাল চৌধুরী, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, আকতার হোছাইন, নাসির উদ্দিন, অ্যাডভোকেট শাহাদাত কবির বাহাদুর ও মাইনুদ্দিন চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু ও সফিউল আজম; সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, আবিদ হোসেন, নুরুল আমিন ও এএনএম ফরহাদুল আলম। প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক রাজু দাস হিরু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হায়দার মো. ওসমান গণি, অর্থ সম্পাদক হাবীবুল হক চৌধুরী, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জামিল উদ্দিন, ত্রাণ সম্পাদক মহিউদ্দিন মুরাদ, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক প্রকৌশলী অমল রুদ্র, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, সহ সম্পাদক কুতুব উদ্দিন শাহ্ ইমন ও আরমান হেলালী এবং সদস্য আবু নাইম মো. মিনহাজ উদ্দিন, আবদুল হান্নান লিটন ও মহিউদ্দিন মহি।

দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে এমন কিছু ব্যক্তির নাম এসেছে গত কমিটিতে পদ পাওয়ার পর একদিনের জন্যও কোন মিটিং মিছিলে আসেনি, ত্যাগী অনেক নেতা পদবঞ্চিত হলেও সুবিধাবাদীরা পুরস্কৃত হয়েছে উক্ত কমিটিতে।নতুন কমিটির সদস্য আব্দুল হান্নান লিটন বলেন, আমি প্রার্থী ছিলাম সাধারণ সম্পাদক পদের আমাকে দিয়েছে সদস্য পদ, যেহেতু কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটিতে আমাকে রাখা হয়েছে, এ কমিটিকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই।
নবগঠিত কমিটির সহসভাপতি ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক চৌধুরী বলেন,  এ পদ আমার জন্য অসম্মানজনক তাই আমি উক্ত পদ থেকে পদত্যগ করেছি।

দক্ষিণ জেলা যুবলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কমিটিতে থাকার বিষয়টি স্বীকার করে বলেন কেন্দ্র অনেক কিছু যাচাই বাচাই করে কমিটিতে আমাকে পদ দিয়েছে।এ বিষয়ে দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহ সভাপতি অধ্যাপক পারর্থ সারথী চৌধুরী জানান, আমি সভাপতি পদের জন্য সিভি জমা দিয়েছি, কাউন্সিলে আমার নাম সভাপতি হিসেবে প্রস্তাবও করা হয়েছে, সেখানে আমাকে সহসভাপতি পদে রাখা আমি যৌক্তিক মনে করি না, এটা লজ্জাজনক হওয়ায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে পত্র পাঠিয়েছি।

দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ফৌজুল মুবিন চৌধুরী বলেন,  আমি ৪২ বছর ধরে ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে আসছি। একটি সড়ক দুর্ঘটনায় পঙ্গু প্রায়, অসুস্থতার কারনে আমি ঢাকায় যেতে পারিনি, ডাকযোগে সভাপতি পদের জন্য যথাসময়ে সিভি জমা দিতে চেয়েছিলাম কিন্তু মানবিক যুবলীগ অমানবিকতার পরিচয় দিয়েছে, আমার সিভি নেওয়া হয়নি। তবে বাই পোস্টে সিভি জমা নেওয়ার জন্য একটি আবেদন করেছিলাম, সেটি  তারা পেয়েছিলেন বলে স্বীকার করলেও শেষ পর্যন্ত সভাপতি পদের জন্য আমার সিভি দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমার সিভি জমা নিতে আমাকে যে হয়রানি করেছে তা আমানবিক। নিজকে মানবিক যুবলীগ দাবি করলেও একজন কমীর প্রতি অমানবিক আচরণে অনেক কষ্ট পেয়েছি। আমি প্রায় দুই বছর ধরে মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, তবু যদি আমার সিভি গ্রহন করা হতো তাহলে সভাপতি পদের জন্য রাজনৈতিক সিনিয়ারিটি, পারিবারিক ঐতিহ্য, ক্লীন ইমেজসহ যাবতীয় বিষয় বিবেচনায় এই পদে আমার চেয়ে যোগ্য কেউ ছিলনা। তবে কোন অদৃশ্য কারনে আমাকে বাদ দেওয়া হয়েছে তা আমি জানিনা। তবে আমি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের দুঃসময়েও রাজনীতির মাঠে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।

এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দক্ষিণ জেলা যুবলীগের কমিটি নিয়ে এখনো পর্যন্ত কোন খারাপ মন্তব্য আসেনি, আ’লীগের কিছু নেতা যুবলীগের কমিটিতে আসার বিষয়টি তিনি স্বীকার করেছেন, হয়তো তারা একটি পদ ছেড়ে দিবে বলেও তিনি জানান।এ ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দক্ষিণ জেলা যুবলীগের কমিটিতে পদ বন্টনের সময় অনেকে তথ্য গোপন করেছে, যার কারণে আওয়ামী লীগের কমিটিতে থাকা লোকজন চলে আসছে, বিয়ষটি জানাজানি হওয়ার পর স্থানীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত এবং সমন্বয় করার চিন্তা করা হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালে। সেই কমিটি দুই বছর পর ২০১২ সালের ৬ জুলাই ৭১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। সেই থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ আর কোনো কমিটি পায়নি।  গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও, কমিটি ঘোষণা করা হয়নি। ওই সময় একই পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণার প্রস্তাব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এমএসএম / এমএসএম

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ