কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি

জাতীয়ভাবে সারাদেশে শুরু হলেও কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্ম ও মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি। ফলে সারাদেশের জেলা ও বিভাগে বসবাসকারী নাগরিকদের ন্যায় এ জেলার ৮ উপজেলার নাগরিকগণ এ সুবিধার আওতায় আসেননি। তবে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন জানান, সোমবার (১২ জুলাই) সকাল থেকে দিনভর সবকটি উপজেলায় ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। তারা আগামীকাল (মঙ্গলবার ) থেকে শুরু করতে পারবেন বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, মডার্নার ভ্যকাসিন শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলোতে দেয়া হয়েছে। জেলায় এখনো ১৮ হাজার জনকে দেয়া যাবে এরূপ সিনোফার্মের ভ্যাকসিন মওজুদ রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাইরের উপজেলায় ৭ হাজার ৬০০ ভ্যাকসিন বিতরণ করা হয় বলে জানা যায়।
কুড়িগ্রামে দুই দফায় সিনোফার্মের ৪০ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আসে। সর্বশেষ গত শুক্রবার আসে ৩২ হাজার ডোজ। দ্বিতীয় ডোজ রিজার্ভ রেখে ২০ হাজার ২০০ জনকে এ ভ্যাকসিন দেয়া হবে বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। ভ্যাকসিন পেতে দেরি, জনবল সংকট ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের অন্যান্য উপজেলার সাথে একযোগে প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে সংশিস্নষ্টরা জানান।
সূত্র জানায়, বিতরণকৃত ভ্যাকসিনের মধ্যে ৮ উপজেলার মধ্যে ভুরুঙ্গামারী, উলিপুর, রাজারহা ট, ফুলবাড়ী উপজেলার জন্য ১ হাজার ৬০০ করে ৬ হাজার ৪০০, রাজীবপুরে ৬০০, চিলমারীতে ৮০০, রৌমারীতে ১ হাজার, নাগেশ্বরীতে ২ হাজার ৪০০ এবং সদর উপজেলায় ৩ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন বলেন, ভ্যকাসিন পেতে দেরি এবং জনবল সংকটের কারণে সোমবার এ উপজেলায় ভ্যাকসিন প্রয়োগ শুরু করা সম্ভব হয়নি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, জেলার সাথে এ উপজেলাটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হয়। তাই সোমবার থেকে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলা সদরে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজেও সদরে পরিদর্শন করেছি। অন্যান্য উপজেলায় ৭ হাজার ৬০০ ডোজ প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। সেগুলো ১৩ জুলাই থেকে দেয়া শুরু করবে।
এমএসএম / জামান

সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল

আত্রাইয়ে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা
Link Copied