কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি

জাতীয়ভাবে সারাদেশে শুরু হলেও কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্ম ও মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি। ফলে সারাদেশের জেলা ও বিভাগে বসবাসকারী নাগরিকদের ন্যায় এ জেলার ৮ উপজেলার নাগরিকগণ এ সুবিধার আওতায় আসেননি। তবে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন জানান, সোমবার (১২ জুলাই) সকাল থেকে দিনভর সবকটি উপজেলায় ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। তারা আগামীকাল (মঙ্গলবার ) থেকে শুরু করতে পারবেন বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, মডার্নার ভ্যকাসিন শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলোতে দেয়া হয়েছে। জেলায় এখনো ১৮ হাজার জনকে দেয়া যাবে এরূপ সিনোফার্মের ভ্যাকসিন মওজুদ রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাইরের উপজেলায় ৭ হাজার ৬০০ ভ্যাকসিন বিতরণ করা হয় বলে জানা যায়।
কুড়িগ্রামে দুই দফায় সিনোফার্মের ৪০ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আসে। সর্বশেষ গত শুক্রবার আসে ৩২ হাজার ডোজ। দ্বিতীয় ডোজ রিজার্ভ রেখে ২০ হাজার ২০০ জনকে এ ভ্যাকসিন দেয়া হবে বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। ভ্যাকসিন পেতে দেরি, জনবল সংকট ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের অন্যান্য উপজেলার সাথে একযোগে প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে সংশিস্নষ্টরা জানান।
সূত্র জানায়, বিতরণকৃত ভ্যাকসিনের মধ্যে ৮ উপজেলার মধ্যে ভুরুঙ্গামারী, উলিপুর, রাজারহা ট, ফুলবাড়ী উপজেলার জন্য ১ হাজার ৬০০ করে ৬ হাজার ৪০০, রাজীবপুরে ৬০০, চিলমারীতে ৮০০, রৌমারীতে ১ হাজার, নাগেশ্বরীতে ২ হাজার ৪০০ এবং সদর উপজেলায় ৩ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন বলেন, ভ্যকাসিন পেতে দেরি এবং জনবল সংকটের কারণে সোমবার এ উপজেলায় ভ্যাকসিন প্রয়োগ শুরু করা সম্ভব হয়নি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, জেলার সাথে এ উপজেলাটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হয়। তাই সোমবার থেকে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলা সদরে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজেও সদরে পরিদর্শন করেছি। অন্যান্য উপজেলায় ৭ হাজার ৬০০ ডোজ প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। সেগুলো ১৩ জুলাই থেকে দেয়া শুরু করবে।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied