ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১২-৭-২০২১ রাত ৮:৫২
জাতীয়ভাবে সারাদেশে শুরু হলেও কুড়িগ্রামের ৮ উপজেলায় সিনোফার্ম ও মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়নি। ফলে সারাদেশের জেলা ও বিভাগে বসবাসকারী নাগরিকদের ন্যায় এ জেলার ৮ উপজেলার নাগরিকগণ এ সুবিধার আওতায় আসেননি। তবে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন জানান, সোমবার (১২ জুলাই) সকাল থেকে দিনভর সবকটি উপজেলায় ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। তারা আগামীকাল (মঙ্গলবার ) থেকে শুরু করতে পারবেন বলে তিনি নিশ্চিত করেন।
 
তিনি বলেন, মডার্নার ভ্যকাসিন শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলোতে দেয়া হয়েছে। জেলায় এখনো ১৮ হাজার জনকে দেয়া যাবে এরূপ সিনোফার্মের ভ্যাকসিন মওজুদ রয়েছে বলেও জানান তিনি। ‍এছাড়া বাইরের উপজেলায় ৭ হাজার ৬০০ ভ্যাকসিন বিতরণ করা হয় বলে জানা যায়। 
 
কুড়িগ্রামে দুই দফায় সিনোফার্মের ৪০ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আসে। সর্বশেষ গত শুক্রবার আসে ৩২ হাজার ডোজ। দ্বিতীয় ডোজ রিজার্ভ রেখে ২০ হাজার ২০০ জনকে এ ভ্যাকসিন দেয়া হবে বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। ভ্যাকসিন পেতে দেরি, জনবল সংকট ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের অন্যান্য উপজেলার সাথে একযোগে প্রদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে সংশিস্নষ্টরা জানান।
 
সূত্র জানায়, বিতরণকৃত ভ্যাকসিনের মধ্যে ৮ উপজেলার মধ্যে ভুরুঙ্গামারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী উপজেলার জন্য ১ হাজার ৬০০ করে ৬ হাজার ৪০০, রাজীবপুরে ৬০০, চিলমারীতে ৮০০, রৌমারীতে ১ হাজার, নাগেশ্বরীতে ২ হাজার ৪০০ এবং সদর উপজেলায় ৩ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেয়া হয়েছে।
 
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন বলেন, ভ্যকাসিন পেতে দেরি এবং জনবল সংকটের কারণে সোমবার এ উপজেলায় ভ্যাকসিন প্রয়োগ শুরু করা সম্ভব হয়নি।
 
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, জেলার সাথে এ উপজেলাটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হয়। তাই সোমবার থেকে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
 
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলা সদরে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজেও সদরে পরিদর্শন করেছি। অন্যান্য উপজেলায় ৭ হাজার ৬০০ ডোজ প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। সেগুলো ১৩ জুলাই থেকে দেয়া শুরু করবে।

এমএসএম / জামান

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন