সাটুরিয়ার ১২ মণের ডলারের দাম সাড়ে ৩ লাখ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডলারের দাম সাড়ে ৩ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি পারুল বেগম। অবাক হওয়ার বিষয় হলো, তিনি তার ১২ মণের ডলার নামক গরুর সাথে সৌভাগ্যবান ক্রেতাকে ১৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল উপহার দেবেন। তবে লগডাউনের কারণে হাট-বাজার বন্ধ থাকায় গরুটিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন খামারি পারুল বেগম। এদিকে, ডলারকে দেখতে ও ক্রয় করার জন্য প্রতিদিন খামারির বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও এলাকার উৎসুক জনসাধারণ।
সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের দক্ষিণ রৌহা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম তিন বছর ধরে অনেক যত্ন করে পালন করছেন কালো রংয়ের ডলার নামক ষাঁড়টিকে। নিজের বাড়ির গরুর পাল থেকে জন্ম নেয়া বাছুরটিকে তিন বছর ধরে আদর-যত্নে পালন করেছেন তিনি। আদর করে আবার নামও রাখা হয়েছে ডলার! নিজের তিন সন্তানের মতোই আদর-যত্নে ডলারকে বড় করেছেন তিনি।
খামারি পারুল বেগম বলেন, নিজের পালের বাছুরকে তিন বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের মতোই লালন-পালন করছি। নিজের সন্তানের মতো তার নাম রেখেছি। আমার এই ষাঁড়ের জন্য আমি আমার আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারি না। আমার এই ষাঁড়টিকে আমি কোনো ভিটামিন খাওয়াইনি। এছাড়াও এই ষাঁড়টি ঘাস, কুড়া ও ভুসি ব্যতীত অন্য কোনো খাবার খায়না। আমি অনেক কষ্ট করে গরুটিকে তৈরি করেছি। অনেকবার অতিরিক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু খাওয়াতে পারিনি। তাই শুধু ঘাঁস ও ভাতের মাড়ের সাথে কুড়া-ভুসি খেয়ে বড় হয়েছে। বর্তমানে লকডাউনের জন্য আদরের ষাঁড়টিকে বিক্রি করার বিষয় নিয়ে একটু চিন্তায় পড়েছি। এরই মধ্যে অনেকেই বাড়িতে গরু দেখতে আসছেন। গরুর দাম বলছেন। তবে ভালো দাম পেলে আমি প্রিয় ষাঁড় ডলারকে বিক্রি করব। যে ব্যক্তি আমার এই গরুটি কিনবেন আমি তাকে খুশি হয়ে আমার পালিত ১৬ হাজার টাকা মূল্যের আদরের ছাগলটি দিয়ে দেব। বর্তমানে আমি ষাঁড়টির দাম সাড়ে ৩ লাখ চাচ্ছি। তবে বাজার অনুযায়ী কম-বেশি দামে বিক্রি করব।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনির হোসেন বলেন, সাটুরিয়াতে প্রতি বছরই অসংখ্য খামারি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বিশাল দেহের গরু পালন করেন। এবারও ছোট বড় মিলিয়ে অনেক গরু সাটুরিয়া উপজেলাসহ সারা দেশে আলোড়ন সৃষ্ট করেছে। সাটুরিয়ার দরগ্রাম এলাকার খামারি পারুল বেগম কোরবানির হাটের জন্য প্রস্তুত করেছেন ১২ মণের কাছাকাছি ডলার নামক ষাঁড়। আমি নিয়মিত ষাঁড়টির খোঁজখবর নিচ্ছি। সৌখিন ক্রেতাদের এ ষাঁড়টিকে উপযুক্ত দাম দিয়ে কিনে খামারিকে উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।
এমএসএম / জামান

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied