ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সাটুরিয়ার ১২ মণের ডলারের দাম সাড়ে ৩ লাখ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:৩২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডলারের দাম সাড়ে ৩ লাখ টাকা হাঁকাচ্ছেন খামারি পারুল বেগম। অবাক হওয়ার বিষয় হলো, তিনি তার ১২ মণের ডলার নামক গরুর সাথে সৌভাগ্যবান ক্রেতাকে ১৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল উপহার দেবেন। তবে লগডাউনের কারণে হাট-বাজার বন্ধ থাকায় গরুটিকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন খামারি পারুল বেগম। এদিকে, ডলারকে দেখতে ও ক্রয় করার জন্য প্রতিদিন খামারির বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও এলাকার উৎসুক জনসাধারণ।
 
সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের দক্ষিণ রৌহা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম তিন বছর ধরে অনেক যত্ন করে পালন করছেন কালো রংয়ের ডলার নামক ষাঁড়টিকে। নিজের বাড়ির গরুর পাল থেকে জন্ম নেয়া বাছুরটিকে তিন বছর ধরে আদর-যত্নে পালন করেছেন তিনি। আদর করে আবার নামও রাখা হয়েছে ডলার! নিজের তিন সন্তানের মতোই আদর-যত্নে ডলারকে বড় করেছেন তিনি।
 
খামারি পারুল বেগম বলেন, নিজের পালের বাছুরকে তিন বছর ধরে পরিবারের অন্যান্য সদস্যদের মতোই লালন-পালন করছি। নিজের সন্তানের মতো তার নাম রেখেছি। আমার এই ষাঁড়ের জন্য আমি আমার আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারি না। আমার এই ষাঁড়টিকে আমি কোনো ভিটামিন খাওয়াইনি। এছাড়াও এই ষাঁড়টি ঘাস, কুড়া ও ভুসি ব্যতীত অন্য কোনো খাবার খায়না। আমি অনেক কষ্ট করে গরুটিকে তৈরি করেছি। অনেকবার অতিরিক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু খাওয়াতে পারিনি। তাই শুধু ঘাঁস ও ভাতের মাড়ের সাথে কুড়া-ভুসি খেয়ে বড় হয়েছে। বর্তমানে লকডাউনের জন্য আদরের ষাঁড়টিকে বিক্রি করার বিষয় নিয়ে একটু চিন্তায় পড়েছি। এরই মধ্যে অনেকেই বাড়িতে গরু দেখতে আসছেন। গরুর দাম বলছেন। তবে ভালো দাম পেলে আমি প্রিয় ষাঁড় ডলারকে বিক্রি করব। যে ব্যক্তি আমার এই গরুটি কিনবেন আমি তাকে খুশি হয়ে আমার পালিত ১৬ হাজার টাকা মূল্যের আদরের ছাগলটি দিয়ে দেব। বর্তমানে আমি ষাঁড়টির দাম সাড়ে ৩ লাখ চাচ্ছি। তবে বাজার অনুযায়ী কম-বেশি দামে বিক্রি করব। 
 
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনির হোসেন বলেন, সাটুরিয়াতে প্রতি বছরই অসংখ্য খামারি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বিশাল দেহের গরু পালন করেন। এবারও ছোট বড় মিলিয়ে অনেক গরু সাটুরিয়া উপজেলাসহ সারা দেশে আলোড়ন সৃষ্ট করেছে। সাটুরিয়ার দরগ্রাম এলাকার খামারি পারুল বেগম কোরবানির হাটের জন্য প্রস্তুত করেছেন ১২ মণের কাছাকাছি ডলার নামক ষাঁড়। আমি নিয়মিত ষাঁড়টির খোঁজখবর নিচ্ছি। সৌখিন ক্রেতাদের এ ষাঁড়টিকে উপযুক্ত দাম দিয়ে কিনে খামারিকে উৎসাহিত করার আহ্বান জানাচ্ছি।

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন