ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বাছিরকে হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালতে স্থগিত


সাজেদা হক       photo সাজেদা হক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:১১

দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম. এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। একইসাথে ৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের শুনানি স্থগিতের আদেশও দেন। আদালতে খোন্দকার এনামুল বাছিরের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী এবং দুদকের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য নথি প্রস্তুতির নির্দেশ দিয়েছেন আদালত। ১৭ নভেম্বর বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানির সময় সিনিয়র আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী বলেন, কর্মকালীন সময়ে দুদকের সুনাম বয়ে আনে এমন অনেক কাজ করে সফল হয়েছিলেন খোন্দকার এনামুল বাছির। তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছিলেন, বিজ্ঞ আদালত আমাদের উপস্থাপনে সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছেন। একই আদালতে মূল মামলা চলবে বলেও নথি প্রস্তুতের আদেশ দিয়েছেন। যদিও দুদকের পক্ষে বলা হয়েছিলো যে, খোন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা চলমান, কিন্তু আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি কোনো টাকা জব্দ নাই, এমনকি দুই মোবাইল এবং সিমের কথা মামলাতে উল্লেখ থাকলেও সেগুলোও জব্দ নাই, সুতরাং এ মামলা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। অপরদিকে দুদকের পক্ষে বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০১৯ সালের ৯ জুন এটিএন নিউজ-এ প্রচারিত প্রতিবেদনে অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে এনামুল বাছিরকে ঘুষ দেন বলে দাবি করেন সাবেক ডিআইজি মিজান।এ প্রতিবেদনকে সূত্র উল্লেখ করে দুদক সংস্থার সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ২০১৯ সালের ১০ জুন প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালক বাছিরকে দুদকের তথ্য অবৈধভাবে পাচার, চাকরির শৃঙ্খলাভঙ্গ ও সর্বোপরি অসদাচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে কমিশন। এরপর ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ  মো. ফানাফিল্লাহ মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। একই বছর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেফতার করে দুদকের একটি দল। সেই থেকে তিনি কারাগারে আছেন। অপরদিকে দুর্নীতির মামলায় গ্রেফতার ডিআইজি মিজানকে এ মামলায়ও  গ্রেফতার করা হয়।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছর ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।পরে ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান খন্দকার এনামুল বাছির। এরপর গত ১৩ এপ্রিল তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একইসঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন উচ্চ আদালত।পরে গত ২৩ আগস্ট তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে সে আদেশ ২৪ আগস্ট প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান বাছির। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ৬ মাসের জামিন পেয়েছিলেন দুদকের সাবেক পরিচালক খোন্দকার এনামুল বাছির। 

এমএসএম / এমএসএম

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট

ভিন্ন মতের শিকার: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানের দীর্ঘ প্রশাসনিক দুর্ভোগ

রেলের “র” এর ষড়যন্তকারীরা আবারো সক্রিয়

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিআরটিএ’র ৪ কর্মকর্তার সাজা মওকুফে তৎপরতা

নির্বাচন সামনে রেখে সীমান্তে বেড়েছে অবৈধ অস্ত্রের চালান

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট!

৯২৬ টন পণ্যের হদিস নেই কাস্টমসে

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন?

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের পাহাড়