ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় সাবেক চেয়ারম্যান কারাগারে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৮-১১-২০২২ বিকাল ৫:২৪

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসি শামীম হোসেনসহ তিন পুলিশের ওপর হামলা ঘটনায় আলীনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে হাজিফুর রহমানকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগে সোমবার ভোরে রাজধানী ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরে সাবেক চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ নভেম্বর কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় খোকন মোল্লার ছেলে রেজাউল মোল্লার ইজিবাইকের ওপর বোমা বিস্ফোরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের কর্মী-সমর্থকরা। এই ঘটনার সূত্র ধরে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থকদের সঙ্গে হাফিজুরের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্র ও একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীন হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়। 

এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শক বাদী হয়ে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানসহ দুপক্ষের ৮৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দুদিন পরে ২৩ নভেম্বর খোকন মোল্লা বাদী হয়ে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৩৪ জনের নামে বিস্ফোরক ও ইজিবাইক ভাঙচুরের আরও একটি মামলা করেন। পুলিশের করা দুটি মামলাসহ পৃথক তিনটি মামলায় আসামি সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান। তবে, পুলিশের দুটি মামলায় হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন পেলেও খোকন মোল্লার করা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ঘটনায় ২২ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আসামি’ শিরনামে সংবাদ প্রকাশিত হয়।

গ্রেপ্তারের আগে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এলাকায় যখন হামলা ভাঙচুর হয় তখন আমি এলাকায় ছিলাম না। তবুও পুলিশের দুটি মামলাসহ তিনটি মামলায় আমাকে আসামি করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান সাহিদ পুলিশকে প্রভাবিত করে আমাকে হয়রানি করে চলেছে। পুলিশ আমাকে বারবার ধরলেও সাহিদকে একবারো গ্রেপ্তার করছে না। আমি বারবার রাজনৈতিক হয়রানির শিকার হচ্ছি। এর আগেও সাহিদ আমার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি কোন সুষ্ঠু বিচার পাই না।’

জানতে চাইলে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, পুলিশের ওপর বোমা হামলার ঘটনাসহ হাফিজুরের বিরুদ্ধে তিনটি মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি পুলিশের করা দুটি মামলায় হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে বিস্ফোরক ও ভাঙচুরের আরও একটি মামলা তিনি প্রধান আসামি ছিলেন। এই মামলায় তিনি জামিন পান নাই। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের ওপর বোমা হামলাসহ তিনটি মামলায় আরও যারা আসামি আছেন তাদের সবাইকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।’

প্রীতি / প্রীতি

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি