ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-১১-২০২২ বিকাল ৫:৫০

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপক গোলাম শাহজাহানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে ১০ কোটি টাকার বেশী অবৈধ সম্পদের মালিক এবং অফিসে সন্ত্রাসী তার সিনিয়রদের হত্যার হুমকি মারধর ভাংচুরের অভিযোগ রয়েছে। 

কর্ণফুলী গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক(হিসাব) মো. খায়রুল হাসানের দপ্তরে ঢুকে অর্তকিত হামলা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে গোলাম শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে এর চট্টগ্রামস্থ ফৌজদারহাট স্থাপনার ভান্ডার ডিপার্টমেন্টের পাইপ এন্ড ফিটিংস বিভাগের উপ ব্যবস্থাপক গোলাম শাহজাহান গত ৩১ অক্টোবর মহাব্যবস্থাপক (হিসাব) খাইরুল হাসানের অফিসে হামলা চালিয়ে হত্যার হুমকি দেয়। এসময় অফিসার এসোসিয়েশনের সভাপতি অনুপম দত্ত ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন উপস্থিত থাকলেও তারা রহস্যজনক ভূমিকায় ছিলেন। 

গোলাম শাহজাহানের বিরুদ্ধে ২০২১-২০২২ অর্থ বছরের ফান্ডের অর্থ বন্টনের ক্ষেত্রে সাজাপ্রাপ্ত। মহাব্যবস্থাপক (হিসাব) খাইরুল হাসানকে হত্যার হুমকি ও অফিসে ভাংচুরের ঘটনায় গত ৬ নভেম্বর কর্ণফুলী গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলী শোকজ করে ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। হুমকি ও হামলার বিষয়ে মহাব্যস্থাপক খাইরুল হাসান বলেন, যেহেতু ঘটনা ঘটেছে এটা নিয়ে কর্তৃপক্ষ মাথা ঘামাচ্ছে, কর্তৃপক্ষ এ ঘটনায় যে সিদ্ধান্ত দেয় সেটা দেখার বিষয় ,কর্তৃপক্ষ আশা করি ন্যায় বিচার করবে। এ নিয়ে প্রকৃত পক্ষে মুখ খোলার মত পরিবেশ এখনো তৈরী হয়নি। পরে দেখা যাবে

কখন কি করতে হবে। অন্যদিকে গোলাম শাহজাহনের বিরুদ্ধে ২০১০ সালে অবৈধভাবে বিনা বিজ্ঞপ্তিতে নিয়োগ দেন তৎকালিন কোম্পানির সচিব প্রকৌশলী আমির হামজা বর্তমানে কর্ণফুলী গ্যাসে দায়িত্ব থাকায় ২০ লাখ টাকা ঘুষের বিনিময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। শিক্ষাগত সনদে ১৯৯৬ সালে এসএসসি আবার এক বছরের মধ্যে ৯৭ সালে এইচএসসি পাশ করেছে বলে যেখানে ২ বছর লাগার কথা সেখানে এক বছরের মধ্যে পাশ করেছে দাবি করে জাল সদন প্রদান এবং পাশের সনের সাথে তথ্যের অমিল ধরা পড়েছে। 

গোলাম শাহজাহান কোম্পানির ভান্ডারে নিম্মমানের মালামাল ক্রয় করে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাত এবং গ্যাস চুরি সিন্ডিকেটের সাথেও সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোলাম শাহজাহান অনিয়ম দুর্নীতি করে চট্টগ্রাম নগরীর আলফালাগ গলিতে ৯০ লাখ টাকা ব্যায়ে আলিশান বাড়ি, ঢাকায় ১৮ কাটা জায়গা, চট্টগ্রামে ১০ কাটা জায়গা চাপাইনবাবগঞ্জে ৬ বিঘা জমিতে ৩টি আম বাগানসহ নিজের নামে ১০ কোটি টাকার অবৈধ সম্পাদ এবং আত্বীয় স্বজনের নামে বেনামে আরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। 

গোলাম শাহজানের অনিয়ম দুর্নীতি দুর্ব্যবহারে অতিষ্ঠ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গত ১২ নভেম্বর জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনও কেজিডিসিএল বোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন তার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এডভোকেট তোফাজ্জল তৌহিদ। বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কো. লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলামের কাছেও অভিহিত করেছে। 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী বলেন,গোলাম শাহজানের আচার আচরণ সন্ত্রাসীর মত যে কোন মানুষকে হুমকি দিয়ে কথা বলেন, বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সে, গ্যাস চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য, তার চোর সিন্ডকেটে স্থানীয় কিছু ধান্ধাবাজ নেতাদের সে সহযোগিতা করে আসছে। কর্ণফুলী গ্যসে অফিসার এসোসিয়েশনের এক নামে প্রকাশ না করার শর্তে বলেন, গোলাম শাহজাহানের মত এখনো একটি ধান্ধাবাজ বেয়াদব সিন্ডিকেট রয়েছে, তারা সব সময় সরকারি দলের লোকজনের আত্বীয় স্বজন পরিচয়ে অফিসে বলে বেড়ায়।  অফিসের কাজ কর্ম না
করে নিজের ইচ্ছামত সব কাজ করে যাচ্ছে তারা।

অনিয়ম দুর্নীতির বিষয় এবং অফিসে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে জানার জন্য উপ ব্যবস্থাপক গোলাম শাহজাহানের বক্তব্য মোবাইলে বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে সরাসরি বসে কথা বলবেন বলে জানান, পরে সাংবাদিক পরিচয় জানার পর কয়েকদিন ধরে ফোন করলেও মোবাইল রিসিভি করেনি। এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, একজন অফিসারকে তার রুমে ঢুকে হুমকি দেয়ার বিষয়ে কোম্পনির পক্ষ থেকে তদন্ত চলছে এবং তাকে শোকজ করা হয়েছে শোকজের জবাবের পর ব্যবস্থা নেয়া হবে।

 

প্রীতি / প্রীতি

দেবীগঞ্জে দন্ডপাল ইউপির রাজস্বের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা