ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবিতে অবিলম্বে রাকসু ও সিনেট কার্যকরের দাবি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ২:৩৬

অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন ও পূর্ণাঙ্গ সিনেট কার্যকরের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। আজ বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, সবকিছুর নির্বাচন হচ্ছে কিন্তু রাকসু নির্বাচন দিতে প্রশাসন ভয় পাচ্ছে। কারণ রাকসু কার্যকর হলে তাদের অনৈতিক কাজগুলো আর করতে পারবে না। রাকসু শিক্ষার্থীদের অভিভাবক, যেখানে গণতান্ত্রের চর্চা হয়। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ নিয়ে কাজ করে রাকসু। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ তিন দশক ধরে বন্ধ করে রেখেছেন। ফলে শিক্ষার্থীরা কথা বলার জায়গা পাচ্ছে না। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, হলে সিট পাচ্ছে না। হলগুলোতে সিট বাণিজ্যের কারখানা গড় উঠছে। 

এসময় রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা বলছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে প্লাটফর্মে কথা বলবে সেটা নেই। রাকসু আমাদের চাওয়া নয়, রাকসু আমাদের অধিকার। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া জমার জায়গা পাচ্ছে না আবার পেশ করতে গেলেও প্রশাসন তাদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করে।

রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, রাকসু নির্বাচনের জন্য আমরা বার বার প্রশাসনের কাছে যাচ্ছি । কিন্তু প্রশাসন রাকসু নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে সান্ধ্যকালীন কোর্স চালু করে সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান খুলে বসে আছে। পোষ্য কোটার নামে শিক্ষক, কর্মচারীদের সন্তানদের ফেল করা শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। একজন শিক্ষক যখন তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্য করে তুলতে পারছে না সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে যোগ্য করে তুলেবে।

মজিদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু দিতে পারছে না কারণ তারাও সিনেটের মাধ্যমে নির্বাচিত নয়। তারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত। তারা দলীয় স্বার্থের বাইরে যেতে পারে না। দলীয় অঙ্গ সংগঠনগুলো যা করছে তার বিরুদ্ধে কিছু করতে পারছে না। দলীয়ভাবে উপাচার্য বা উপ-উপাচার্য হয়ে আসলে এগুলো দেখা সম্ভব না। প্রশাসন শুধু মুখে বলে যে তারা রাকসু চায় এটা আসলে তাদের মুখের কথা।’

রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের সংগঠক মুক্তাকিন রুদ্র, উর্দু বিভাগের শিক্ষার্থী নাজিমুল ইসলাম।

প্রীতি / প্রীতি

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা