ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পাকশীতে বালু মহলের দখল নিয়ে দু’গ্রুপের বন্দুক যুদ্ধ, ৫ জন গুলিবিদ্ধ আহত১০


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ২:৪

শনিবার সন্ধ্যারাতে পর্যন্ত পাকশী পদ্মানদীর হার্ডিঞ্জব্রীজ ও লালনশাহ সেতু এলাকায় বালু এবং মাছ ধরা জলাশয় দখলকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু ও আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী জহুরুল ইসলাম গ্রুপের মধ্যে বন্ধুক যুদ্ধে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত : ১০ জন আহত হয়েছে। 

গুলিবিদ্ধদের স্বস্ব-পক্ষ নিরাপদে রেখে চিকিৎসার ব্যবস্থা করলেও গুলিবিদ্ধদের নাম প্রকাশ করছে না কোন পক্ষই। আহতরাও নিরাপদে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। থানা পুলিশ ও ইপিজেড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। 

এ সংবাদ লেখা পর্যৃন্ত ঘটনাস্থলে পুলিশী টহল জোরদার করা হয়েছে। ঘটনার পর ঈশ্বরদীতে যুবলীগ নেতা তমালের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু ও আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী জহুরুল ইসলাম,ঈশ্বরদী থানা পুলিশ,পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এসব তথ্য জানাগেছে।

সূত্রমতে, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী জহুরুল ইসলাম জানান,ব্রীজের নীচে গাড়িতে করে মাছের পোনা এনে খাদে মাছ ছাড়ছিলাম । এ উপলক্ষে আমাদের কিছু ছেলেরা পিকনিকের আয়োজন করে।  ছেলেরা খাওয়াদাওয়ার আয়োজন করতে থাকে। এমন সময় আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে মারমুখি হয়ে রাস্তার উপর রাখা গাড়ির উপরে ভেকু চাপিয়ে দেয়। 

এতে আমাদের ছেলেরাও মারমুখি হয়ে উঠলে পিন্টু গ্রুপের লোকজন অন্তত: ২০ রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে এতে দু’জন গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় পুলিশ এসে দু’পক্ষকে দ’দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

তিনি বলেন, আমার কোন পক্ষ নেই। ইউনিয়ন আওয়ামীলীগের কয়েকজন নেতৃবৃন্দ মাছ ছাড়া ও পিকনিক অনুষ্ঠানে দুপুর পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের নিয়ন্ত্রনে থাকা বালু মহল থেকে পিন্টু বিআই ডাব্লিউ টিএ এর নিকট থেকে কিছু বালু ক্রয় করে যা ইতিমধ্যে বিক্রি করে শেষ করে। 

এরপরও সে ইউনিয়ন আওয়ামীলীগের নিয়ন্ত্রনে থাকা  অতিরিক্ত বালু বিক্রি করে। সরকারী বালু বিক্রি করতে থাকায় ইউনিয়ন আওয়ামীলীগ বালু বিক্রি বন্ধ করে দেয়। এরপর সে তার মাস্তান বাহিনীকে নিয়ে শসস্ত্র অবস্থায় এসে হামলা চালালে আমাদের দু’ব্যক্তি আহত হয়। পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু জানান, লালনশাহ সেতুর নীচেসরকারী বিআই ডাব্লিউটিএ কর্তৃপক্ষের নিকট থেকে উত্তোলনকৃত বালুর পালা ৭৬ লাখ পঁচিশ হাজার টাকায় কেনা হয়। আমার কোন চর কেনা না।

ওটা কিছুদিন বন্ধ ছিল। আজকে শনিবার প্রশাসনের উপস্থিতে আমরা বালু বিক্রি চালু করছিলাম। এমন সময় কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা হামলা চালায়। বড় অংক চাঁদা দাবি করে যা বলা যায়না। তারা আসলে বালু মহল দখল করতে চাই। আমার ২/৩ জন লোক গুলিবিদ্ধ হয়েছে কিন্তু নাম বলতে পারছিনা। শুধু তাইনা,আমাদের ৪/৫ টি হোন্ডা ভাংচুর করেছে।

তিনি বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের কেউ ঘটনার সময় ছিলনা। পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের একজন শীর্ষস্থঅনীয় দায়িত্বশীল নেতা জানান,আওয়ামীলীগে ঘাট ও বালু খাওয়ার আলাদা লোক আছে। আমি ঐসব কাজে যায়না। তারাই একা একা বালু খাচ্ছে। দলের অনেক লোকজন না খেয়ে আছে। দুই পক্ষই ঐ বালু খাওয়ার জন্য সকাল থেকেই প্রস্তুতি
নিচ্ছিল।

পাকশী উইনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস জানান, আওয়ামীলীগ নেতা ও পাকশীর চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু ও জহুরুল ইসলাম মালিথা গ্রুপের মধ্যে পুকুর আর বালু নিয়ে বন্ধুক যুদ্ধ হয়েছে। এর বেশী বলা যাচ্ছেনা সময় হলে বিস্তারিত বলবনা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, গুলিবিদ্ধ কয়জন তা বলতে পারবোনা তবে তিনজন আহত হয়েছে। চেয়ারম্যান কর্তৃক বিআইডাব্লিউ টিএ এর নিকট থেকে কেনা বালু নিয়ে মতবিরোধ দুই পক্ষের মধ্যে। গুলির বিষয় এখনও কনফার্ম না। হাসপাতালে ইনজুরির ধরন দেখে বলা যাবে আসলে কি হয়েছে। গুলি হয়েছে কিনা তা বের করার চেষ্টা করছি। এখন পরিস্থিথিতি শান্ত আছে।

প্রীতি / প্রীতি

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে