ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা -মাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারি নিয়োগ বাণিজ্যের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-১২-২০২২ বিকাল ৫:২৪

সাতক্ষীরা -মাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে দুই কর্মচারি নিয়োগে ২০ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তড়িঘড়ি করে পাতানো বোর্ড করার জন্য পরীক্ষার আগের দিন রাতে পরীক্ষায় অংশগ্রহনের চিঠি বাড়ি বাড়ি দিয়ে আসে বিদ্যালয় কর্তৃপক্ষ।  এছাড়া সহকারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পছন্দের প্রার্থীকে নিতে জটিলতা সৃষ্টি হওয়ায় তা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে জেলায় শিক্ষা কর্মকর্তাদের যোগসাজসে নিয়োগ বাণিজ্যের ঘটনায় গভীর উদ্দেগ প্রকাশ করেছে শিক্ষাবিদেরা।

সূত্র জানায়, সাতক্ষীরা তালা উপজেলার পার-মাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একজন অফিস সহায়ক ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগে পাতানো বোর্ডের মাধ্যমে ব্যিদালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের দুই প্রার্থীকে নিয়োগ করে দেওয়ার জন্য নেওয়া হয়েছে প্রায় ২০ লাখ লাখ টাকা।

বিদ্যালয় পরিচালনা কমিরি সদস্য পঞ্চানন নিয়োগ আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক উল্লেখ করে জানান, নিয়োগের ব্যাপারে তিনিসহ আরো ৪জন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কিছুই জানেন না। তিনি আরো বলেন, পার-মাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের দু’টি পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার(২ নভেম্বর ২০২২) সকাল ৯ টায় একই এলাকার মাদরা অগ্রনী মাধ্যমিক বিদ্যালয়ে অনষ্ঠিত হয়। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ডিজি প্রতিনিধি, বিদ্যালয়ের সভাপতি,প্রধান শিক্ষক ও একজন ম্যানেজিং কমিটির সদস্য নিয়ে গঠিত বোর্ড নামে মাত্র পরীক্ষার মাধ্যমে দুই জন কর্মচারি নিয়োগ করা হয়েছে।

এদিকে বৃহষ্পতিবার সন্ধায় পরীক্ষার প্রবেশ পত্র নিয়ে পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি হাজির হন সভাপতি ও প্রধান শিক্ষক। এঘটনায় কয়েকজন পরীক্ষাও দিতে পারেনি। অফিস সহায়ক পদে পরীক্ষায় অংশগ্রহনের চিঠি পাওয়া শেখর মন্ডল জানান, পরীক্ষার অগের দিন জানিয়ে ১৮ ঘন্টর ব্যবধানে পরীক্ষা এই প্রথম দেখলাম। মূলত পাতানো বোর্ড করবে বলেই এই আয়োজন। এসব দেখে ঘৃণায় আমি পরীক্ষা দিতে যাইনি।

অপরদিকে অফিস সহায়ক পদে মিহির গাইন ও  নিরাপত্তাকর্মী পদে মৃত্যুঞ্জয় বিশাস নামের দুই ব্যক্তিকে প্রথম দেখানো হয়েছে। এব্যাপারে প্রধান শিক্ষক বিনয় কৃষি গাইন জানান, নিয়োগের ব্যাপারে আমি কিছু না। সব কিছু সভাপতি জানে। সভাপতির সাথে কথা বলেন। এব্যাপারে বিদ্যালয়ের সভাপতি হিরান্ময় জানান, নিয়োগে প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হয়েছে। 

নিয়োগের ব্যাপারে ম্যানেজিং কমিটির সকল সদস্যের সম্মতি ছিলো। এধরনের একটি রেজুলেশন হয়েছে যেখানে সকল সদস্য স্বাক্ষর করেছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগ সঠিক নয়।  এব্যাপারে জেলা শিক্ষা অফিসার বলেন, অনিয়ম হলে লিখিত অভিযোগ করতে বলেন ব্যাবস্থা গ্রহন করবো।

প্রীতি / প্রীতি

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা