ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আ'লীগ নেতার ছত্রছায়ায় সিংগাইরে খাল ও কৃষিজমি দখল করে বালু ভরাট


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ১২:১৩
মানিকগঞ্জের সিংগাইরে আ'লীগ নেতার ছত্রছায়ায় খাল ও কৃষি জমি দখল করে বালু ভরাটের অভিযোগ ওঠেছে এক প্রভাবশালী ব্যাবসায়ীর বিরুদ্ধে । 
সরেজমিনে গিয়ে দেখা গেছে,  সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চান্দহর বাজার টু বাঘুলি সড়কের ঢালীপাড়ার উত্তরে এবং মাধবপুরের শেষে চকের কালভার্ট ঘেষে মাধবপুর গ্রামের প্রভাবশালী ব্যাবসায়ী তজুমদ্দিন ওরফে তজু কোম্পানি  খালের পাড় দখল করে এবং কৃষি জমির ক্ষতি সাধন করে ফ্যাক্টরি নির্মাণের প্রথম ধাপে বালু ভরাট করছেন ।
 
রাস্তা ঘেষে দেয়াল নির্মাণে স্থানীয়দের গো-খাদ্য সংগ্রহ কিংবা কৃষি জমি চাষাবাদের জমিতে প্রবেশে বেগ পেতে হচ্ছে । নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধা বলেন, ইটের দেয়াল নির্মাণে আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে । আমাদের ভিটি বাড়ি কেনার জন্য তজু কোম্পানি ও তার লোক আঃ রহিম বলে যে, তুমি কিভাবে বের হবে,  বাড়ি বিক্রি করে দাও আমাগো কাছে । বৃদ্ধা অনেকটা অভিমানের ছলে আরো বলেন যে,  আমার ছেলে প্রবাস হতে দেশে আইলে হাচাই বাড়ি বিক্রি কইরা দিয়া পরে রাস্তার লগে অল্প জমি কিনমু ।
 
তজু কোম্পানির সহকারী আব্দুর রহিম মাধবপুর গ্রামের বাসিন্দা এবং ২ নং ওয়ার্ড আ'লীগের সেক্রেটারি । আঃ রহিম তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তজু কোম্পানি আমার প্রতিবেশী । তিনি ব্যাবসার কাজে বেশি সময় ঢাকার বাহিরে থাকেন বিধায় এ এলাকার কাজগুলো আমি দেখাশুনা করি । খাল ও রাস্তাটি সরকারি জমি নয় রেকর্ডীয় জমি । তজু কোম্পানি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, খাল ও রাস্তা সরকারি নয় রেকর্ডীয় জমি । খালের পাড় ঘেষে বালু ভরাটের পরও ৪৫ ফিট রেখে দেয়া হয়েছে । তাছাড়া খালটি তো এখন অনেকটা মরাখালে পরিণত হয়েছে । আগের মত এখন পানি হয়না ।চান্দহর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এ কে এম আব্দুছ ছালাম বলেন, এ বিষয়ে উর্বধতন কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে । খাল রেকর্ডীয় জমি । তবে কৃষিজমি  ও অন্যান্য বিষয় চিন্তা করে বালু ভরাট বন্ধ করে দেয়া হয়েছে । সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাঈদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা । সরেজমিন তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নেব ।  

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ