ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দুইদিন বাকি প্রস্তুত হয়নি কাউন্সিলর ও ডেলিগেট কার্ড

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:১৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সোমবার ১২ ডিসেম্বর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের সম্মুখ মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাত্র দুইদিন বাকী থাকলেও এখনো প্রস্তুত করা হয়নি কাউন্সিলর ও ডেলিগেট কার্ড।

সম্মেলনে যারা প্রার্থী রয়েছে তারা নিজেরাই জানে না কাউন্সিলর তালিকায় তারা আছে কিনা। তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ জেলা আওয়ামী লীগে সম্মেলন হওয়ায় বর্তমান সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান গোপনে নিজের পছন্দের লোকজন দিয়ে এবং স্থানীয় কয়েকজন এমপিদের কাছ থেকে তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে তথ্য গোপন করে কাউন্সিলর ও ডেলিগেট কার্ড তৈরীর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলা কমিটি কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানিয়ে আসলেও বর্তমানে দায়িত্বরতরা পদ হারানোর ভয়ে করতে দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রার্থীরা বেশ তৎপর রয়েছে এরমধ্যে সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

এ  ক্ষেত্রে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সভাপতি পদে প্রার্থী হলে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে বলে নেতা কর্মীরা জানায়। সাধারণ সম্পাদক পদে রয়েছে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আ.ম.ম মিনহাজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দীন মনছুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন রবি, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদসহ বেশ কয়েক জনের নাম আলোচনায় রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চট্টগ্রাম স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধক থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধান বক্তা থাকবে দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ আওয়ামী লীগের জেলা ও কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ সম্পাদক পদ প্রার্থী বলেন, বর্তমান সভাপতি সাধারণ সম্পাদককে বহাল রেখে নিয়ম রক্ষার নামে মাত্র সম্মেলন করার চেষ্ঠা চলছে মূলত এটা করা হলে জেলা উপজেলায় গ্রুপিং এবং কোন্দল মারাত্বক আকার ধারণ করতে পারে। এমনকি সম্মেলনে অতিথিরা উপস্থিত নেতা কর্মীদের হাতে বেইজ্জতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদ প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, সম্মেলনে কাউন্সিলরদের ভোটা ভোটির মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানিয়ে আসছে জেলা কমিটি এবং বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকেরা একটি গ্রুপ কেন্দ্রীয় নেতাদের কাছে তথ্য গোপন করে কাউন্সিলরদের মতামত ছাড়াই সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করার চেষ্ঠা করছে এটা তৃণমূল নেতা কর্মীরা মেনে নিবে না, যার কারণে এখনো পর্যন্ত কাউন্সিলর তালিকা পর্যন্ত প্রকাশ হয়নি।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোতাহেরুল ইসলাম চৌধুরী সম্মেলনে কাউন্সিলর তালিকা প্রকাশ না হওয়ার বিয়ষটি তিনি স্বীকার করেছে। যেহেতু দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে একটু সমস্যা রয়েছে। সম্মেলনে উপস্থিত অতিথি এবং কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিবে কোন পদ্ধতিতে নেতা নির্বাচন করবে তারা।  সম্মেলনের বিষয়ে বাংলদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে। এ সম্মেলনে তৃণমূল নেতা কর্মীদের মতামতের প্রতি ফলন হবে বলে তিনি জানান।

উল্লেখ্য ২০০৫ সালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সর্বশেষ অনুষ্ঠিত সম্মেলনে আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে দক্ষিণ জেলা আ.লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৭ বছর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সুজন / সুজন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা