প্রতিবন্ধী কৃষকের বীজতলা নষ্ট করলো প্রতিপক্ষ
মানিকগঞ্জের সিংগাইরে উত্তর জামশা গ্রামে প্রতিবন্ধী এক কৃষকের ২০ শতাংশ জমির ধানের বীজতলা নষ্ট করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে । প্রতিবন্ধী জিন্নত মল্লিক ঐ এলাকার আনো মল্লিকের ছেলে । এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জিন্নত মল্লিক বাদী হয়ে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার জামশা ইউনিয়নের উত্তর জামশা গ্রামে এ ঘটনা ঘটে। এতে চলতি মৌসুমে ওই কৃষকের ২০ বিঘা জমিতে ধানের চারা রোপনে অনিশ্চিয়তা দেখা দিয়েছে ।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ জামশা মৌজায় এসএ ১৭৫ ও আরএস ২৩৪ নং দাগে ৩৯ শতাংশ ওয়ারিশ সুত্রে মালিক আনো মল্লিকের ছেলে জিন্নত মল্লিক দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। উল্লেখিত জমি নিয়ে একই ইউনিয়নের উত্তর জামশা গ্রামের উসমান মন্ডলের ছেলে আরশেদ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। জমি নিয়ে বিরোধের জেরে
গত ৯ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আরশেদ মন্ডল ও তার স্ত্রীসহ আরো ৪/৫ অজ্ঞাতনামা কাটাতারের বেড়া ভাঙচুর করে জমিতে প্রবেশ করে কোঁদাল দিয়ে কুপিয়ে বীজতলা নষ্ট করে। এতে জিন্নত মল্লিকের প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়।
ভূক্তভোগী প্রতিবন্ধী কৃষক জিন্নত মল্লিক বলেন, ২০ বিঘা জমির জন্য উন্নতমানের ধানের বীজ সংগ্রহ করে বীজতলা তৈরি করেছিলাম। আরশেদ মন্ডল ও তার স্ত্রী কয়েকজনকে সাথে নিয়ে আমার জমিতে এসে কুপিয়ে সব বীজতলা নষ্ট করে দিয়েছে। আমার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এছাড়া জমিতে ধান লাগাবো কিভাবে সেটা নিয়েও দু:শ্চিন্তায় আছি। তারা এর আগেও আমাকে বিভিন্ন ভাবে হুমকিসহ একাধিক মামলা দিয়ে হয়রানি করেছে।
বীজতলা নষ্ট করার কথা স্বীকার করে অভিযুক্ত আরশেদ আলী বলেন, ওইটা আমার জমি। এটা নিয়ে আদালতে মামলাও হয়েছিল। আমার পক্ষে রায় হয়েছে। আমার জমিতে অন্যায়ভাবে কেউ বীজতলা লাগালে আমি তো নষ্ট করবোই।
এ বিষয়ে সিংগাইর থানার উপ-পরিদর্শক মনোহর আলী বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জিন্নত মল্লিকের সাথে আরশেদ আলীর বিরোধ চলছিল। অভিযুক্ত আরশেদ আলী জিন্নত মল্লিকের বীজতলা নষ্ট করার কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকারঃ মিঠু
কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ
পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক
বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী
দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল
নামে উপজেলা গুইমারা,নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক
সাঘাটা-ফুলছড়িতে গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন
Link Copied