ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

জনবল সংকটে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা ব্যাহত 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১২-২০২২ দুপুর ৩:৫৭

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রায় ৫ লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরন করা হলেও জনবল সংকটে এ উপজেলার স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। পূর্বের জনবল দিয়েই ধুঁকে ধুঁকে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, নিরাপত্তা প্রহরী, কুক/মশালচী ও পরিচ্ছন্নতা কর্মীসহ অনেক পদ শূন্য রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নতিকরণের জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। ৫০ বেড ও ৫০ জন রোগীর খাবার ছাড়া আর কোন কিছুই বাড়ানো হয়নি। ৩১ বেডের জনবল দিয়ে ৫০ বেড চালানো হচ্ছে। ৫০ বেডে উন্নতিকরণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের পশ্চিম পাশে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ২০১১ সালে ১৭ ডিসেম্বর ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

ভবনটি নির্মাণের পর ২ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এর ফলে ভবনটির জানালা কপাটসহ নানা আসবাবপত্র বিনষ্ট হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়টি অতি পুরানো। ২৫-৩০ বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনটি নির্মাণ করা হয়। দুইতলা বিশিষ্ট এই ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের পলেস্তার খসে পড়ছে। রড বেড়িয়ে গেছে। রুমগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। আবাসিক ভবনগুলোরও খারাপ অবস্থা। 

এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট অনুমোদিত ১৬৪ টি পদের সংখ্যা থাকলেও কর্মরত আছেন মাত্র ১০৯ জন।  এখনও শুন্য পদ রয়েছে ৫৫টি। তার মধ্যে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ১টি, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ১টি, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ১টি, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ১টি, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়ালজী) ১টি ডেপুটেশন, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ১টি, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ১টি, জুনিয়র কনসালটেন্ট (Ophthalmology) ১টি, সহকারী সার্জন ৮টি, সহকারী ডেন্টাল সার্জন ১টি, মেডিকেল অফিসার উপ স্বাস্থ্য কেন্দ্র ২টি, সিনিয়র স্টাফ নার্স ৪টি পদ শূন্য আছে।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ১টি, ক্যাশিয়ার ১টি, স্টোরকিপার ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১টি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২টি, স্যানিটারি ইন্সপেক্টর ১টি, স্বাস্থ্য পরিদর্শক ৪টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৯টি, স্বাস্থ্য সহকারী ২২টি, জুনিয়র মেকানিক ১টি, নিরাপত্তা প্রহরী ১টি, কুক/মশালচী ১টি ও পরিচ্ছন্নতা কর্মী ৩টিসহ মোট ৫৫ টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, 'এ্যানেসথেসিয়া ডাক্তার ডেপুটেশনে আছে। জরুরি ভিত্তিতে আমাদের এখানে গাইনী কনসালটেন্ট ও তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী দরকার। সব মিলিয়ে জনবল সংকটের কারণে সঠিকভাবে স্বাস্থ্য সেবা দেয়া যাচ্ছে না'।

প্রীতি / প্রীতি

৮ হাজার টাকার টেবিল ৩৫ হাজার টাকা, ইউএনও বললেন ৬৮ হাজার দাম দিতে পারতাম

হাতিয়া নদী ভাঙ্গণ রোধ করার আশ্বাস দিলেন সাবেক এমপি ফজলুল আজিম

অবশেষে বকেয়া পেলেন কর্মচারীরা, গোদাগাড়ী পৌরসভায় খুশির আমেজ

আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পচা চাল মজুতের হোতারা আড়ালে

“অন্যায়-অপরাধ যত শক্তিশালী হোক, আপোষ নয়—খোকন তালুকদার

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর: অপর আসামি জালাল পলাতক

বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩

তালায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতা হাবিব

দুমকীতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি নিহত

আশুলিয়ায় জামগড়া ক্যাম্পের অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেপ্তার

গাজীপুরে গণঅধিকার পরিষদের নেতার ওপর দুর্বৃত্তদের হামলা