কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি রহমান মাষ্টার, সম্পাদক খলিলুর রহমান
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের দীর্ঘ প্রায় আড়াই মাস পর কোনাবাড়ী থানা আ.লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে গাজীপুর মহানগর আ.লীগ। সোমবার (২৬ ডিসম্বর) রাতে এ্যাড.আব্দুর রহমান মাষ্টার কে সভাপতি এবং খলিলুর রহমান এম এ কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও মোঃ কাশেম আলীকে প্রধান করে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর রাতেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ভুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করে সভাপতি এবং সম্পাদকের বাসায়। দীর্ঘদিনের অপেক্ষার পর এই কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল লক্ষ করা যায়। মঙ্গলবার সকালে কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নবগঠিত কোনাবাড়ী থানা আ.লীগের সদস্যদের নিয়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে আনন্দ মিছিল করে এলাকাবাসী।
নবগঠিত কোনাবাড়ী থানা আ.লীগের সভাপতি এ্যাড.আব্দুর রহমান মাষ্টার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,মাননীয় মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাহেবের পরামর্শক্রমে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে কাজ করে যাবো। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কোনাবাড়ী থানা থেকে বিপুল ভোটে নৌকা মার্কা যেন বিজয় লাভ করে সে লক্ষে কাজ করব।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সে ব্যাপারে কোনাবাড়ী থানা আ.লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন কাজ করে যাবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কোনাবাড়ী থানা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ গত ১৫ অক্টোবর দীর্ঘ প্রায় দুই যুগপর কোনাবাড়ী থানা আ.লীগের সম্মেলন হলেও কমিটি ঘোষণা ছাড়াই তা শেষ করা হয়।
প্রীতি / প্রীতি
হাসিনার রায়ের পর রায়পুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আদমদীঘিতে খেজুর গাছের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছিরা
রৌমারীতে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন হাজারো মানুষের ঢল, হাতপাখা মার্কায় জয়ের প্রত্যাশা
NCP ঢাকা মহানগর উত্তরে নতুন কমিটি গঠন, নুর আমিন খান ১নং সহ-সাংগঠনিক সম্পাদক
ত্রিশালে আল-হেরা মডেল স্কুলে কোরআন সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
১১ দফা দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ
লাকসামে জগন্নাথ বাড়ীতে ১ মাসব্যাপী ভোর সংর্কীতণ অনুষ্ঠিত
পাবনা-৪ অসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছিনতাইকারীর নির্যাতনে আহত যুবদল নেতা ইয়াছিন আরমান
মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নবান্নের আমেজে ক্ষেতলালে রঙিন মাছের মেলা