স্ত্রীর পরকীয়ার কারণে বিষ পানে বাবা ও দুই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ার কারণে, বিষ পান করে মোঃ হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের নৃশংস মৃত্যু হয়েছে। মধুখালী পৌরসভার মেছঢ়দিয়া গ্রামের আকুব্বর শেখের বড় ছেলে হান্নান শেখ। একাধিক সূত্রে জানা যায় গত ২২ শে ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার রাতে বাবা তার ছেলেকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেন।
বিষয়টি আশে পাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দুজনকে অচেতন অবস্থায় ঘর থেকে বের করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে, প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে। গতকাল মঙ্গলবার হান্নানকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হলে গভীর রাতে হান্নান মৃত্যু বরণ করেন। ২৮ ডিসেম্বর বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন বলে জানান। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা যায় হান্নান শেখ, তিন বছর পূর্বে মধুখালী নিখরিয়া গ্রামের সুফিয়া নামের এক মহিলাকে বিবাহ করে। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
গত ২-৩ মাস পূর্বে সুফিয়া দুই বছরের শিশু সন্তানকে রেখে পরকীয়ার করে হান্নানকে ছেড়ে অন্যথায় চলে যায়। শিশু বাচ্চা নিয়ে হান্নান পড়ে বিপাকে, বাচ্চাকে খাওয়াতে পড়াতে সমস্যা সমস্যা সৃষ্টি হয়।হান্নান সুফিয়াকে ফিরিয়ে আনতে একাধিকবার সুফিয়ার বাবার বাড়ি গিয়ে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। উপায় না পেয়ে রাগে,অপমানে, অপদস্ত হয়ে শিশু বাচ্চাকে নিয়ে অবশেষে বিষ পান করে।
হান্নানের পরিবারের লোকজন বলে দুই বছরের শিশু আয়ান হাসপাতলে দুইদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন খবর পেয়েও পাষণ্ড মা সুফিয়া তাকে একবার ও দেখতে আসেনি। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী।
প্রীতি / প্রীতি

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
