স্ত্রীর পরকীয়ার কারণে বিষ পানে বাবা ও দুই বছরের শিশুর মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ার কারণে, বিষ পান করে মোঃ হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের নৃশংস মৃত্যু হয়েছে। মধুখালী পৌরসভার মেছঢ়দিয়া গ্রামের আকুব্বর শেখের বড় ছেলে হান্নান শেখ। একাধিক সূত্রে জানা যায় গত ২২ শে ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার রাতে বাবা তার ছেলেকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেন।
বিষয়টি আশে পাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দুজনকে অচেতন অবস্থায় ঘর থেকে বের করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে, প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে। গতকাল মঙ্গলবার হান্নানকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হলে গভীর রাতে হান্নান মৃত্যু বরণ করেন। ২৮ ডিসেম্বর বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন বলে জানান। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে জানা যায় হান্নান শেখ, তিন বছর পূর্বে মধুখালী নিখরিয়া গ্রামের সুফিয়া নামের এক মহিলাকে বিবাহ করে। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
গত ২-৩ মাস পূর্বে সুফিয়া দুই বছরের শিশু সন্তানকে রেখে পরকীয়ার করে হান্নানকে ছেড়ে অন্যথায় চলে যায়। শিশু বাচ্চা নিয়ে হান্নান পড়ে বিপাকে, বাচ্চাকে খাওয়াতে পড়াতে সমস্যা সমস্যা সৃষ্টি হয়।হান্নান সুফিয়াকে ফিরিয়ে আনতে একাধিকবার সুফিয়ার বাবার বাড়ি গিয়ে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। উপায় না পেয়ে রাগে,অপমানে, অপদস্ত হয়ে শিশু বাচ্চাকে নিয়ে অবশেষে বিষ পান করে।
হান্নানের পরিবারের লোকজন বলে দুই বছরের শিশু আয়ান হাসপাতলে দুইদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন খবর পেয়েও পাষণ্ড মা সুফিয়া তাকে একবার ও দেখতে আসেনি। সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী।
প্রীতি / প্রীতি
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল